Ajker Patrika

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মে ২০২৫, ১৯: ৩২
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ মঙ্গলবার দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এই উদ্বেগের কথা জানান।

ভারতের মুখপাত্র বলেন, ‘যথাযথ প্রক্রিয়া ছাড়া আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ উদ্বেগের বিষয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক ও রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন।’

জয়সওয়াল বলেন, বাংলাদেশে শিগগির অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ওপর ভারত জোর দেয়।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গতকাল সোমবার এক আদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একই দিন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে।

শেখ হাসিনা গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত