ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেভাবে গাজায় যুদ্ধ পরিচালনা করছেন তাতে তাঁর ওপর বিরক্ত হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সিওস বিষয়টি জানিয়েছে। তিক্ততার বিষয়টি এমন একপর্যায়ে গড়িয়েছে যে, বাইডেন বিগত ২০ দিনেরও বেশি সময় ধরে নেতানিয়াহুর সঙ্গে কোনো কথা বলেননি।
বিষয়টির সঙ্গে পরিচিত বাইডেন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, বাইডেনসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা নেতানিয়াহু এবং তাঁর প্রশাসনের ওপর বিরক্ত হয়ে উঠছেন। বিশেষ করে, গাজায় যুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিষয়ে নেতানিয়াহু বাইডেন প্রশাসনের অনুরোধ উপেক্ষা করায় এই বিরক্তির উদ্রেক হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘পরিস্থিতি খুবই খারাপ এবং আমরা একপ্রকার স্থবির হয়ে আছি। আমাদের প্রেসিডেন্টের ধৈর্য ক্রমেই ফুরিয়ে যাচ্ছে।’ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক্সিওস আরও জানিয়েছে, ২০ দিন ধরে বাইডেন নেতানিয়াহুর সঙ্গে কোনো ধরনের কথাই বলেননি। সর্বশেষ তাঁরা ডিসেম্বরের ২৩ তারিখে কথা বলেছিলেন।
অপর এক মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, ‘আমাদের এখানে ব্যাপক বিরক্তি দেখা দিয়েছে।’ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনুরোধ করেছিল, দেশটি ফিলিস্তিনিদের যে রাজস্ব অর্থ আটকে রেখেছে সেগুলো ছেড়ে দিতে। পাশাপাশি গাজায় ব্যাপক ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিতেও অনুরোধ করেছিল হোয়াইট হাউস। কিন্তু নেতানিয়াহু সরকার এসব অনুরোধ রাখেনি।
এর বাইরে, বিদ্যমান ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আরও শক্তিশালী করে নতুন করে গঠন করার যে পরিকল্পনা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল তাও প্রত্যাখ্যান করেছে। মূলত এসব কারণেই নেতানিয়াহুর ওপর মার্কিনিদের বিরক্তি বাড়ছে।
ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সিনেটর ক্রিস ভ্যান হোলেন এক্সিওসকে বলেছেন, তিনি গাজা সংঘাতের ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। তিনি বলেছেন, ‘আমার মনে হয়েছে, প্রতিটি পদে পদে নেতানিয়াহু বাইডেনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘নেতানিয়াহুর জোট সরকার বারবার সাহায্যের আবেদন করছে আবার তারাই আমাদের মুখে চপেটাঘাত করছে।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেভাবে গাজায় যুদ্ধ পরিচালনা করছেন তাতে তাঁর ওপর বিরক্ত হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সিওস বিষয়টি জানিয়েছে। তিক্ততার বিষয়টি এমন একপর্যায়ে গড়িয়েছে যে, বাইডেন বিগত ২০ দিনেরও বেশি সময় ধরে নেতানিয়াহুর সঙ্গে কোনো কথা বলেননি।
বিষয়টির সঙ্গে পরিচিত বাইডেন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, বাইডেনসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা নেতানিয়াহু এবং তাঁর প্রশাসনের ওপর বিরক্ত হয়ে উঠছেন। বিশেষ করে, গাজায় যুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিষয়ে নেতানিয়াহু বাইডেন প্রশাসনের অনুরোধ উপেক্ষা করায় এই বিরক্তির উদ্রেক হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘পরিস্থিতি খুবই খারাপ এবং আমরা একপ্রকার স্থবির হয়ে আছি। আমাদের প্রেসিডেন্টের ধৈর্য ক্রমেই ফুরিয়ে যাচ্ছে।’ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক্সিওস আরও জানিয়েছে, ২০ দিন ধরে বাইডেন নেতানিয়াহুর সঙ্গে কোনো ধরনের কথাই বলেননি। সর্বশেষ তাঁরা ডিসেম্বরের ২৩ তারিখে কথা বলেছিলেন।
অপর এক মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, ‘আমাদের এখানে ব্যাপক বিরক্তি দেখা দিয়েছে।’ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনুরোধ করেছিল, দেশটি ফিলিস্তিনিদের যে রাজস্ব অর্থ আটকে রেখেছে সেগুলো ছেড়ে দিতে। পাশাপাশি গাজায় ব্যাপক ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিতেও অনুরোধ করেছিল হোয়াইট হাউস। কিন্তু নেতানিয়াহু সরকার এসব অনুরোধ রাখেনি।
এর বাইরে, বিদ্যমান ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আরও শক্তিশালী করে নতুন করে গঠন করার যে পরিকল্পনা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল তাও প্রত্যাখ্যান করেছে। মূলত এসব কারণেই নেতানিয়াহুর ওপর মার্কিনিদের বিরক্তি বাড়ছে।
ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সিনেটর ক্রিস ভ্যান হোলেন এক্সিওসকে বলেছেন, তিনি গাজা সংঘাতের ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। তিনি বলেছেন, ‘আমার মনে হয়েছে, প্রতিটি পদে পদে নেতানিয়াহু বাইডেনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘নেতানিয়াহুর জোট সরকার বারবার সাহায্যের আবেদন করছে আবার তারাই আমাদের মুখে চপেটাঘাত করছে।’
উত্তর প্রদেশের মৈনপুরী জেলার বেওয়ার থানার কাছে জিটি রোড হাইওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় একজন কিশোরী গুরুতর আহত হয়েছে। একটি জন্মদিনের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগেভারতে অপ্রাপ্তবয়স্কদের (কিশোর-কিশোরী) মধ্যে সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক স্থাপনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই আইন পরিবর্তনের দাবিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়েছে। প্রখ্যাত আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের করা এই পিটিশনটি দেশজুড়ে ‘টিন সেক্স’ বা কিশোর-কিশোরীদের যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করা নিয়ে
৪০ মিনিট আগেশান্তা পালের বাড়ি বাংলাদেশের বরিশালে। তিনি বৈধ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তাঁর মা-বাবার সঙ্গে কলকাতায় থাকতেন। তবে অবৈধ উপায়ে তিনি ভারতীয় পরিচয়পত্র পাওয়ার চেষ্টা করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি সম্ভবত বিদেশে যাওয়ার জন্য বিকল্প উপায় খুঁজছিলেন।
২ ঘণ্টা আগেভারতের অনলাইন প্রতারকেরা এখন পুরো আর্থিক খাতকে নিশানা করছে। ব্যাংক থেকে বিমা, স্বাস্থ্যসেবা থেকে খুচরা বাণিজ্য—কোনো কিছুই বাদ যাচ্ছে না। কয়েক স্তরে প্রতারণার জটিল কাঠামো তৈরি করে নজরদারি এড়াচ্ছে তারা।
৩ ঘণ্টা আগে