ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেভাবে গাজায় যুদ্ধ পরিচালনা করছেন তাতে তাঁর ওপর বিরক্ত হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সিওস বিষয়টি জানিয়েছে। তিক্ততার বিষয়টি এমন একপর্যায়ে গড়িয়েছে যে, বাইডেন বিগত ২০ দিনেরও বেশি সময় ধরে নেতানিয়াহুর সঙ্গে কোনো কথা বলেননি।
বিষয়টির সঙ্গে পরিচিত বাইডেন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, বাইডেনসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা নেতানিয়াহু এবং তাঁর প্রশাসনের ওপর বিরক্ত হয়ে উঠছেন। বিশেষ করে, গাজায় যুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিষয়ে নেতানিয়াহু বাইডেন প্রশাসনের অনুরোধ উপেক্ষা করায় এই বিরক্তির উদ্রেক হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘পরিস্থিতি খুবই খারাপ এবং আমরা একপ্রকার স্থবির হয়ে আছি। আমাদের প্রেসিডেন্টের ধৈর্য ক্রমেই ফুরিয়ে যাচ্ছে।’ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক্সিওস আরও জানিয়েছে, ২০ দিন ধরে বাইডেন নেতানিয়াহুর সঙ্গে কোনো ধরনের কথাই বলেননি। সর্বশেষ তাঁরা ডিসেম্বরের ২৩ তারিখে কথা বলেছিলেন।
অপর এক মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, ‘আমাদের এখানে ব্যাপক বিরক্তি দেখা দিয়েছে।’ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনুরোধ করেছিল, দেশটি ফিলিস্তিনিদের যে রাজস্ব অর্থ আটকে রেখেছে সেগুলো ছেড়ে দিতে। পাশাপাশি গাজায় ব্যাপক ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিতেও অনুরোধ করেছিল হোয়াইট হাউস। কিন্তু নেতানিয়াহু সরকার এসব অনুরোধ রাখেনি।
এর বাইরে, বিদ্যমান ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আরও শক্তিশালী করে নতুন করে গঠন করার যে পরিকল্পনা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল তাও প্রত্যাখ্যান করেছে। মূলত এসব কারণেই নেতানিয়াহুর ওপর মার্কিনিদের বিরক্তি বাড়ছে।
ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সিনেটর ক্রিস ভ্যান হোলেন এক্সিওসকে বলেছেন, তিনি গাজা সংঘাতের ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। তিনি বলেছেন, ‘আমার মনে হয়েছে, প্রতিটি পদে পদে নেতানিয়াহু বাইডেনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘নেতানিয়াহুর জোট সরকার বারবার সাহায্যের আবেদন করছে আবার তারাই আমাদের মুখে চপেটাঘাত করছে।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেভাবে গাজায় যুদ্ধ পরিচালনা করছেন তাতে তাঁর ওপর বিরক্ত হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সিওস বিষয়টি জানিয়েছে। তিক্ততার বিষয়টি এমন একপর্যায়ে গড়িয়েছে যে, বাইডেন বিগত ২০ দিনেরও বেশি সময় ধরে নেতানিয়াহুর সঙ্গে কোনো কথা বলেননি।
বিষয়টির সঙ্গে পরিচিত বাইডেন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, বাইডেনসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা নেতানিয়াহু এবং তাঁর প্রশাসনের ওপর বিরক্ত হয়ে উঠছেন। বিশেষ করে, গাজায় যুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিষয়ে নেতানিয়াহু বাইডেন প্রশাসনের অনুরোধ উপেক্ষা করায় এই বিরক্তির উদ্রেক হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘পরিস্থিতি খুবই খারাপ এবং আমরা একপ্রকার স্থবির হয়ে আছি। আমাদের প্রেসিডেন্টের ধৈর্য ক্রমেই ফুরিয়ে যাচ্ছে।’ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক্সিওস আরও জানিয়েছে, ২০ দিন ধরে বাইডেন নেতানিয়াহুর সঙ্গে কোনো ধরনের কথাই বলেননি। সর্বশেষ তাঁরা ডিসেম্বরের ২৩ তারিখে কথা বলেছিলেন।
অপর এক মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, ‘আমাদের এখানে ব্যাপক বিরক্তি দেখা দিয়েছে।’ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনুরোধ করেছিল, দেশটি ফিলিস্তিনিদের যে রাজস্ব অর্থ আটকে রেখেছে সেগুলো ছেড়ে দিতে। পাশাপাশি গাজায় ব্যাপক ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিতেও অনুরোধ করেছিল হোয়াইট হাউস। কিন্তু নেতানিয়াহু সরকার এসব অনুরোধ রাখেনি।
এর বাইরে, বিদ্যমান ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আরও শক্তিশালী করে নতুন করে গঠন করার যে পরিকল্পনা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল তাও প্রত্যাখ্যান করেছে। মূলত এসব কারণেই নেতানিয়াহুর ওপর মার্কিনিদের বিরক্তি বাড়ছে।
ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সিনেটর ক্রিস ভ্যান হোলেন এক্সিওসকে বলেছেন, তিনি গাজা সংঘাতের ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। তিনি বলেছেন, ‘আমার মনে হয়েছে, প্রতিটি পদে পদে নেতানিয়াহু বাইডেনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘নেতানিয়াহুর জোট সরকার বারবার সাহায্যের আবেদন করছে আবার তারাই আমাদের মুখে চপেটাঘাত করছে।’
ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস আজ সোমবার সকালে মারা গেছেন। ভ্যাটিকান এই খবর নিশ্চিত করেছে। শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসার পর কয়েক দিন আগে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের ১২ বছর পর তাঁর মৃত্যু হলো।
১ ঘণ্টা আগেমূলত তিনি ইতালির নাগরিক। তবে তাঁর জন্মের আগেই ফ্যাসিবাদের নিপীড়ন থেকে বাঁচতে আর্জেন্টিনায় পালিয়ে আসেন তাঁর বাবা-মা। পরে সেখানে থাকতেই জন্ম হয় মারিওর। পাঁচ ভাই-বোনের মধ্যে মারিওই ছিলেন সবার বড়। তরুণ বয়সে নিজের ও পরিবারের দায়িত্ব ঘাড়ে এসে পড়ায় তিনি ঝাড়ুদার-নাইটক্লাবে নিরাপত্তাকর্মীর...
২ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে আজ সোমবার মারা যান তিনি। ভ্যাটিকানের বিবৃতির বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে বিবিসি।
৪ ঘণ্টা আগেভেনেজুয়েলার কারাগারে আটক রাজনৈতিক বন্দীদের বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২৫২ ভেনেজুয়েলান বন্দীকে প্রত্যর্পণের প্রস্তাব দিয়েছে এল সালভাদর। গতকাল রোববার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ প্রস্তাব দেন দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে।
৪ ঘণ্টা আগে