কলকাতা প্রতিনিধি
উত্তর প্রদেশের মৈনপুরী জেলার বেওয়ার থানার কাছে জিটি রোড হাইওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় একজন কিশোরী গুরুতর আহত হয়েছে। একটি জন্মদিনের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো দীপক (৩৬), তাঁর স্ত্রী পূজা (৩৪), কন্যা আশী (৯), পুত্র আর্য (৪) ও দীপকের দিদি সুজাতা (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত কিশোরীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার পর হাইওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত ব্যক্তিদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ। ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক। পুলিশ চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীপকের পরিবার ছিল সদা হাসিখুশি। ছোট্ট আশী ও আর্যর প্রাণহানিতে কেউই চোখের পানি ধরে রাখতে পারছেন না।
উত্তর প্রদেশের মৈনপুরী জেলার বেওয়ার থানার কাছে জিটি রোড হাইওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় একজন কিশোরী গুরুতর আহত হয়েছে। একটি জন্মদিনের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো দীপক (৩৬), তাঁর স্ত্রী পূজা (৩৪), কন্যা আশী (৯), পুত্র আর্য (৪) ও দীপকের দিদি সুজাতা (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত কিশোরীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার পর হাইওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত ব্যক্তিদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ। ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক। পুলিশ চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীপকের পরিবার ছিল সদা হাসিখুশি। ছোট্ট আশী ও আর্যর প্রাণহানিতে কেউই চোখের পানি ধরে রাখতে পারছেন না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘চরম উসকানিমূলক’ মন্তব্যের জবাবে তিনি দুটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি ‘প্রয়োজনীয় অঞ্চলে’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগেদক্ষিণ আফ্রিকায় চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ প্রবেশ করানোর অভিনব এক প্রকল্প চালু করেছেন বিজ্ঞানীরা। জোহানেসবার্গের উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল জানিয়েছে, এই পদ্ধতিতে গন্ডারদের কোনো ক্ষতি হবে না।
১০ ঘণ্টা আগেপ্রবাদ আছে, ‘চোরের দশ দিন গেরস্তের এক দিন।’ ঠিক এমনই এক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। স্থানীয় পুলিশ এক ‘লুটেরা দুলহান’কে (প্রতারক কনে) গ্রেপ্তার করেছে। যাঁর বিরুদ্ধে এক-দুজন নয়, আটজন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
১১ ঘণ্টা আগেভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি ও জেডিএসের সাবেক সাংসদ প্রজ্জ্বল রেভান্না ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। বেঙ্গালুরুর একটি আদালত দীর্ঘ ১৪ মাস ধরে চলা এই মামলার রায় আজ শুক্রবার ঘোষণা করেছেন। এই রায়ের মাধ্যমে কার্যত তাঁর রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটল বলে মনে করা হচ্ছে।
১১ ঘণ্টা আগে