Ajker Patrika

গর্ভপাতের অধিকার বাতিল করল যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত

আপডেট : ২৪ জুন ২০২২, ২১: ৫১
গর্ভপাতের অধিকার বাতিল করল যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত

যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত নারীদের গর্ভপাতের অধিকার বাতিল করেছে। আজ শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

এএফপি জানায়, ৫০ বছরের পুরোনো একটি আইনি সিদ্ধান্ত বাতিল করল যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত। দেশব্যাপী গর্ভপাতকে বৈধতা দেওয়া ১৯৭৩ সালের আইনি সিদ্ধান্ত ‘রো বনাম ওয়েড’ বাতিল করা হয়েছে।

আদালত বলেছে, ‘রাজ্যগুলো চাইলে এখন থেকে নিজেরাই গর্ভপাতের অনুমতি দিতে বা সীমাবদ্ধ করতে পারবে। সংবিধান গর্ভপাতের অধিকার প্রদান করে না। গর্ভপাত নিয়ন্ত্রণের ক্ষমতা জনগণ এবং তাঁদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।’ 

এই রায় ঘোষণার ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রের রাজ্যগুলো নিজস্বভাবে গর্ভপাত নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারবে। ফলে রাজ্যগুলো চাইলেই গর্ভপাতের অনুমতি দিতে পারবে কিংবা বাতিল অথবা সীমাবদ্ধ করতে পারবে। এতে অনেক নারীই হারাতে পারেন গর্ভপাতের অধিকার। অনেক রাজ্যেই নিষিদ্ধ হতে পারে গর্ভপাতের অধিকার। 

উল্লেখ্য, গর্ভপাতের অধিকারের পক্ষে অনেক সময়ই রাস্তায় নেমেছেন মার্কিন নারীরা। এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঘর আলো করেছে ৫ নবজাতক, চোখে অন্ধকার দেখছেন মুদিদোকানি সোহেল

বেতন–ভাতা বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলার না করলে টেসলা ছাড়তে পারেন মাস্ক

আজকের রাশিফল: ভুল ব্যক্তিকে মেসেজ পাঠিয়ে বিপত্তি বাধাবেন না

ঘনীভূত হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’, আঘাত হানবে সন্ধ্যার পর

বিএনপি নেতার ব্যানার টানানো নিয়ে গোলাগুলি, যুবদল কর্মী নিহত

এলাকার খবর
Loading...