Ajker Patrika

জলদস্যুদের থেকে পাকিস্তানি নাবিকদের বাঁচাল ভারতীয় নৌবাহিনী

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৯: ৩৬
জলদস্যুদের থেকে পাকিস্তানি নাবিকদের বাঁচাল ভারতীয় নৌবাহিনী

সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়া ১৯ পাকিস্তানি নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এ নিয়ে মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার সফল উদ্ধার অভিযান পরিচালনা করল ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে জলদস্যুদের কবল থেকে ১৭ জন ইরানি নাবিককে উদ্ধার করে ভারতীয় যুদ্ধজাহাজটি। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, গত কয়েক সপ্তাহে তারা বেশ কয়েকটি জাহাজ ও নাবিকদের কাছ থেকে বিপদে পড়ার সংকেত পেয়েছে।

সাম্প্রতিক আক্রমণগুলোর ফলে ওই অঞ্চলে জলদস্যুরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় আইএনএস সুমিত্রাকে সোমালিয়ার পূর্ব উপকূল এবং এডেন উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজটি ২৮ জানুয়ারি একটি বিপৎসংকেতে সাড়া দেয় এবং একটি ইরানি পতাকাবাহী জাহাজকে সামনে পায়। এরপর ভারতীয় নৌ কর্মকর্তারা বলপ্রয়োগের মাধ্যমে ওই জাহাজ এবং তার ক্রুদের জলদস্যুদের হাত থেকে মুক্ত করেন।

উদ্ধারের পর ১৭ ক্রু নিয়ে ইরানি জাহাজটি ফের যাত্রা করে। তবে বিবৃতিতে জলদস্যুদের সর্বশেষ অবস্থা উল্লেখ করা হয়নি।

গত মঙ্গলবার আরও একটি ইরানি পতাকাবাহী মাছ ধরার জাহাজ শনাক্ত করে আইএনএস সুমিত্রা এবং মুক্ত করার জন্য পদক্ষেপ নেয়। এই অভিযানেও জলদস্যুদের সর্বশেষ অবস্থার কথা জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে পেছনে হাত বাঁধা কয়েকজন ব্যক্তিকে পাহারা দিতে দেখা গেছে ভারতীয় নৌ কর্মকর্তাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত