Ajker Patrika

ইমরান খানের বিরুদ্ধে আরও একটি মামলা 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১১
ইমরান খানের বিরুদ্ধে আরও একটি মামলা 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলা দায়ের করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। গতকাল শুক্রবার দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে, ইমরান খান সরকারি কর্মকর্তাদের বিদ্রোহ উসকে দিয়েছেন। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত ও প্রযুক্তি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি এফআইএ দল পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে তাঁর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে একটি বিতর্কিত পোস্টের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদিয়ালা জেলে গিয়েছিল। কিন্তু ইমরান খান জানান, তিনি তাঁর আইনজীবীদের উপস্থিতি ছাড়া জিজ্ঞাসাবাদে যোগ দেবেন না। 

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এর আগে এক বিবৃতিতে বলেন, এফআইএ পিটিআই প্রতিষ্ঠাতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো পরিচালনার বিষয়টি তদন্ত করবে। তিনি বলেন, এসব অ্যাকাউন্ট দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে এবং জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ন করার জন্য ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ আছে। 

আতাউল্লাহ তারার আরও বলেন, ‘ইমরান খানের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো কে বা কারা পরিচালান করেন তা নিশ্চিত করা হবে এবং এই ধরনের পোস্ট ইমরান খানের নির্দেশে করা হয়েছিল, নাকি অন্য কারও নির্দেশে করা হয়েছিল তাও খুঁজে বের করা হবে।’ 

তারার আরও অভিযোগ করেন, ‘ইমরান খানের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে বর্তমান প্রধান বিচারপতি ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অপচেষ্টা করা হয়েছে। এসব পোস্টের মাধ্যমে তিনি রাষ্ট্রীয় দুটি বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করার চেষ্টা করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়।’

পাকিস্তানি এই মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে পিটিআই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে তদন্ত করা হবে। পিটিআই প্রতিষ্ঠাতার অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বার্তাটি ছিল ‘রাষ্ট্রদ্রোহিতা এবং দেশে নৈরাজ্য সৃষ্টির সমতুল্য’। তিনি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা তাঁর পোস্টে আবার নিজেকে শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করেছিলেন। তবে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত নন, যেখানে সত্য উপলব্ধি করার পরে লোকজন তাঁর ভাস্কর্যগুলো ভেঙে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত