Ajker Patrika

আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যেই হামলা চালাবে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১০: ১১
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। ছবি: সংগৃহীত
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। ছবি: সংগৃহীত

ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ দাবি করেন তারার। তবে তিনি তাঁর দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। কেবল গোয়েন্দা তথ্যের কথা বলেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানের কাছে ‘বিশ্বস্ত গোয়েন্দা প্রতিবেদন’ রয়েছে, যা থেকে জানা গেছে যে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত সপ্তাহে হওয়া সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই আশঙ্কা তৈরি হয়েছে। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে, যদিও কোনো প্রমাণ উপস্থাপন করেনি। ওই হামলায় ২৬ জন নিহত হয়।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তথ্যমন্ত্রী তারার বলেন, ‘পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, ভারত পেহেলগাম হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে।’ এ সময় তিনি এই হামলায় পাকিস্তানের জড়িত থাকার ভারতীয় অভিযোগকে ‘একেবারেই ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ’ বলে আখ্যা দেন।

তারার বলেন, ‘ভারত নিজেই একাধারে বিচারক, আদালত ও জল্লাদের অহংকারী ভূমিকা নিচ্ছে; এটি বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন। পাকিস্তান নিজেই বহু বছর ধরে সন্ত্রাসবাদের শিকার এবং এই বিপর্যয়ের যন্ত্রণা আমরা খুব ভালো করেই বুঝি। আমরা সব সময়ই সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করেছি।’

পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান ‘নিরপেক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত কমিশনের মাধ্যমে ঘটনাটির সত্য উদ্‌ঘাটনের প্রস্তাব দিয়েছে।’ কিন্তু ভারতের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত ভারত যুক্তির পথ পরিত্যাগ করে অযৌক্তিকতা ও সংঘাতের বিপজ্জনক পথ বেছে নিয়েছে, যার পরিণতি গোটা অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘যে কোনো নিরপেক্ষ তদন্ত থেকে পিছু হটাই আসলে ভারতের প্রকৃত অভিপ্রায় উন্মোচিত করে। জনমতকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হাতিয়ার বানিয়ে কৌশলগত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’ তারার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাব নিশ্চিত ও কঠোরভাবে দেওয়া হবে।

তারার আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেন, ‘এই উত্তেজনার সম্পূর্ণ দায়ভার ও এর ফলাফল ভারতের ওপর বর্তাবে।’ তথ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত