Ajker Patrika

তোষাখানা মামলায় ইমরান খানের আপিলের শুনানি আবারও পেছাল

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৬: ৩৭
Thumbnail image

তোষাখানা মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে ইমরান খানের আপিলের শুনানি আরও একবার পেছাল। আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের আপিলের শুনানির কথা ছিল। কিন্তু মামলার প্রতিপক্ষ পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) আইনজীবী অসুস্থ হওয়ায় শুনানি তিন দিন পেছানো হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তোষাখানা মামলায় ৫ আগস্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির হয়ে ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি আদালত। পরে তাঁকে নির্বাচনে অযোগ্য বলেও ঘোষণা দেয় ইসিপি। পরে সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ারের রায়কে বাতিল ঘোষণা করার আবেদন জানায় দলটি।

আজ সেই আপিলের শুনানির তারিখ নির্ধারিত ছিল। কিন্তু ইসিপির আইনজীবী অ্যাডভোকেট আমজাদ পারভিজ অসুস্থতার কারণে আদালতে উপস্থিত থাকতে না পারায় শুনানি হয়নি বলে জানিয়েছেন ইসিপির পক্ষের কনিষ্ঠ আইনজীবীরা। এ অবস্থায় আদালত এই মামলার শুনানি ২৮ আগস্ট পর্যন্ত মুলতবি ঘোষণা করেন এবং সেদিনই আপিলের শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
 
এদিকে, তোষাখানা মামলার রায় ঘোষণার আধা ঘণ্টার মধ্যেই ইমরান খানকে গ্রেপ্তার করা হয় তাঁর লাহোরের জামান পার্কের বাড়ি থেকে। সেখান থেকে তাঁকে নেওয়া হয় কারাগারে। এর পর থেকে সেখানেই আছেন তিনি। ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার আবেদন জানিয়েছে তাঁর দল পিটিআই। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং শিক্ষাগত যোগ্যতা, সামাজিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় তাঁকে কারাগারে প্রথম শ্রেণির সুবিধা দেওয়ার অনুরোধ করা হয়েছে। 

এ ছাড়া ইমরান খানের সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও আইনজীবীদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দিতে আলাদা আরেকটি আবেদন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত