Ajker Patrika

ভারত পাকিস্তান যুদ্ধ

‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত’

অনলাইন ডেস্ক
‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত’

ইসলামাবাদের সাধারণ মানুষ পাক-ভারতের মধ্যে চলমান উত্তেজনাকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত বলে অভিহিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদক ইসলামাবাদের একটি বাজারে কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। যদিও স্থানীয়দের মধ্যে তেমন আতঙ্ক দেখা যাচ্ছে না, তবে সংঘাতের পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

স্থানীয় এক দোকানদার বিবিসির প্রতিবেদককে বলেন, ‘ক্রমবর্ধমান সহিংসতার জন্য ভারত ও পাকিস্তান একে অপরকে দোষ দিচ্ছে।’ তিনি বিশ্বাস করেন, পাকিস্তান সেনাবাহিনীর জবাব দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি এই সংঘাত থেকে বেরিয়ে আসারও কোনো সহজ পথ দেখছেন না। তিনি বলেন, ‘আমি আমার নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তিত নই, তবে জানি না এই যুদ্ধ কীভাবে শেষ হবে। যুদ্ধ উভয় দেশের মানুষের জন্য খারাপ, তাদের ধর্ম যাই হোক না কেন।’

আরেক ব্যক্তির উদ্বেগ একটু ভিন্ন। তিনি যুক্তরাজ্যের ডার্বিতে তাঁর বাড়িতে ফিরে যেতে চান। তিনি বলেন, ‘ফ্লাইট কবে থেকে চালু হবে, আমি সেটা নিয়ে চিন্তিত। এ ছাড়া, বর্তমান পরিস্থিতিতে আমরা ছুটি উপভোগের চেষ্টা করছি।’ তিনি আশা প্রকাশ করেন, ভারত-পাকিস্তানের মধ্যে এক দিন শান্তি আসবে।

কাশ্মীর ইস্যু নিয়ে দীর্ঘদিনের অস্থিরতা গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। ওই হামলায় ২৫ পর্যটক ও একজন স্থানীয় গাইড নিহত হন। একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও পরে তারা অস্বীকার করে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে; ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে।

এরপর থেকে দেশ দুটি একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে। প্রথমে এটি কূটনৈতিক পর্যায়ে থাকলেও দ্রুত সামরিক সংঘাতের দিকে মোড় নেয়।

৬ মে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ ঘোষণা করেছে পাকিস্তান। ফলে ক্রমেই সর্বাত্মক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে দুই পরমাণু শক্তিধর দেশ।

আজ শনিবার (১০ মে) ভোরে পাকিস্তান দাবি করেছে, তাদের তিনটি বিমান ঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর তারা ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে। এ ঘটনা দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের চাপা উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত