Ajker Patrika

ভারতে ৩২টি বিমানবন্দরে ১৫ মে পর্যন্ত বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
বাতিল করতে হয়েছে শত শত ফ্লাইট। ছবি: সিয়াসাতডটকম
বাতিল করতে হয়েছে শত শত ফ্লাইট। ছবি: সিয়াসাতডটকম

ভারতের ‘অপারেশন সিন্দুর’ এর জবাবে ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ ঘোষণা করেছে পাকিস্তান। একের পর এক হামলা-পাল্টা হামলায় সীমান্তে বাড়ছে উত্তেজনা। এ অবস্থায় উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল আগামী বৃহস্পতিবার (১৫ মে) পর্যন্ত স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল মহাপরিদপ্তর (ডিজিসিএ)।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ড্রোন হামলা ও সামরিক উত্তেজনার প্রতিবেদন পাওয়ার পর বিমান চলাচলের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ডিজিসিএ।

এই স্থগিতাদেশের ফলে লেহ, অমৃতসর, চণ্ডীগড়, জয়পুর এবং বিকানেরসহ বেশ কয়েকটি প্রধান ও আঞ্চলিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ আছে। অভ্যন্তরীণ বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে, বাতিল করতে হয়েছে শত শত ফ্লাইট। আবার কিছু ফ্লাইট অন্য রুটে সরিয়ে নিতে হয়েছে।

বিমানবন্দর বন্ধের পাশাপাশি, দিল্লি ও মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর)-এর মধ্যে ২৫টি এয়ার ট্রাফিক সার্ভিস (এটিএস) রুট সেগমেন্ট স্থগিত করেছে ডিজিসিএ। এতে শুধু ভারতীয় বিমান সংস্থাই নয়, ভারতীয় আকাশপথ ব্যবহারকারী বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনের কার্যক্রমও ব্যাহত হয়েছে।

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ভিস্তারা ও স্পাইসজেটসহ অন্যান্য বিমান সংস্থাগুলো ভ্রমণ সতর্কতা জারি করেছে। তারা কার্যক্রম বন্ধ হওয়া বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিল করেছে এবং যাত্রীদের পূর্ণ অর্থ ফেরত বা বিনা মূল্যে পুনর্নির্ধারণের সুবিধা দিচ্ছে।

আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর মধ্যে ইউনাইটেড এয়ারলাইনস, লুফথানসা ও কোরিয়ান এয়ার তাদের ফ্লাইট রুট পরিবর্তন করেছে। তবে ভারত ও পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে হওয়ায় যাত্রার সময় এবং খরচ বেড়ে যাচ্ছে।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম অব্যাহত থাকলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ভ্রমণ সতর্কতা জারি রয়েছে। যাত্রীদের আগে থেকেই পৌঁছানোর, সম্ভাব্য বিলম্বের জন্য প্রস্তুত থাকার এবং অফিশিয়াল এয়ারলাইন যোগাযোগ চ্যানেলের মাধ্যমে আপডেট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিজিসিএ জানিয়েছে, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত থাকায় কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর ভিত্তি করে বর্তমান বিধিনিষেধ বাড়াতে বা পরিবর্তন করতে পারে।

পরিষেবা বিঘ্ন হওয়া এলাকাগুলোতে যাত্রীদের নিয়মিত ফ্লাইটের অবস্থা যাচাই করার এবং বিমান সংস্থার সহায়তা পরিষেবার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। সব ধরনের ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে। পাকিস্তানের বিমান ঘাঁটিতে ভারত ধারাবাহিক হামলা চালিয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।

পাকিস্তানের হামলা শুরুর পর থেকে দুই দেশের মধ্যেকার সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। বাড়ছে মৃতের সংখ্যাও। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, হামলার তীব্রতা বৃদ্ধির পর থেকে ভারতে অন্তত ২২ জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সীমান্ত এলাকার গ্রাম থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় গোলাবর্ষণে ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৫০ জনেরও বেশি।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর, বিশেষ করে বৃহত্তম শহর শ্রীনগর এবং জম্মু শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এদিকে পাকিস্তানের সামরিক বাহিনী ভারত ও ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে। এর মধ্যে রয়েছে—একটি ব্রিগেড সদর দপ্তর, একটি ফিল্ড সাপ্লাই ডিপো, একটি আর্টিলারি বন্দুকের অবস্থান, একটি ক্ষেপণাস্ত্র ব্যাটারি সাইট এবং তিনটি এয়ার ফিল্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত