Ajker Patrika

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি

রয়টার্স, বিবিসি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চারদিনের টানা সংঘাতের পর ভারত ও পাকিস্তান অবশেষে ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির’ ঘোষণা দিয়েছে। শনিবার এই ঘোষণাটি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, উভয় দেশের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাজ্যও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকার রেখেছে বলে পাকিস্তান জানিয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক এই উত্তেজনা শুরু হয়েছিল গত বুধবার। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত ‘জঙ্গি অবকাঠামোয়’ বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ভারত। দুই সপ্তাহ আগে ভারতীয় কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলায় পাকিস্তান জড়িত বলে ভারতের অভিযোগ। ওই ঘটনায় ২৬ জন নিহত হয়। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। এরপর কয়েকদিন ধরে হামলা-পাল্টা হামলা চলে।

আজ শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, ‘পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সব সময়ই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পক্ষে কাজ করেছে— স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার প্রশ্নে কোনো আপস নয়।’

ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘রাতভর আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় দেশের বুদ্ধিদীপ্ত ও যুক্তিসঙ্গত সিদ্ধান্তকে অভিনন্দন।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জিওটিভিকে এক সাক্ষাৎকারে বলেন, ভারত ও পাকিস্তান সরাসরি যোগাযোগে হয়েছিল এবং এর ফলেই একটি যৌথ চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে।

এই সংকট নিরসনের জন্য আরও কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা চালিয়েছে জানিয়ে ইসহাক দার বলেন, ‘যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দুই দেশের মধ্যে যখন যুদ্ধের আশঙ্কা বেড়ে গিয়েছিল, তখনই যুদ্ধবিরতির এই ঘোষণা এল। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছিল, পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কমিটির সেন্ট্রাল কমান্ড অথরিটি বৈঠক ডেকেছে। তবে কিছুক্ষণ পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়ে দেন, এমন কোনো বৈঠক নির্ধারিত ছিল না।

গত চারদিনের সংঘাতে দুই দেশের সম্মিলিত বেসামরিক প্রাণহানি বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুপুরে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ভারতীয় প্রধানকে ফোন করে যুদ্ধবিরতির প্রস্তাব দেন এবং দুই পক্ষই গোলাগুলি বন্ধে সম্মত হয়।

আগামী ১২ মে আবারও দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা আলোচনায় বসবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই কাশ্মীর ইস্যুতে দ্বন্দ্বে জড়িত আছে ভারত ও পাকিস্তান। উভয় দেশই কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করলে পুরো এলাকার দখল কেউ পায়নি। ১৯৪৭ সাল থেকে তারা তিনবার যুদ্ধ করেছে, যার মধ্যে দুটি যুদ্ধ কাশ্মীর ইস্যু নিয়ে।

ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরে জঙ্গি কার্যক্রমে সহায়তা করার অভিযোগ তুলে আসছে। পাকিস্তান অবশ্য সব ধরনের অভিযোগ অস্বীকার করে জানায়, তারা কেবল কাশ্মীরের জনগণকে নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সহায়তা প্রদান করে।

আজকের যুদ্ধবিরতি ঘোষণার পর সব ধরনের বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলের জন্য পাকিস্তান তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। শান্তির লক্ষ্যে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে আগামী দিনে দুই দেশের মধ্যে কূটনৈতিক সদিচ্ছার ওপর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত