Ajker Patrika

এই প্রথম ফিলিস্তিনকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নিয়ে যাচ্ছেন নাদিন

আজকের পত্রিকা ডেস্ক­
ফিলিস্তিনের দুবাই প্রবাসী সুন্দরী নাদিন আয়ুব। ছবি: দ্য ন্যাশনাল
ফিলিস্তিনের দুবাই প্রবাসী সুন্দরী নাদিন আয়ুব। ছবি: দ্য ন্যাশনাল

২০২৫ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন দুবাই প্রবাসী নাদিন আয়ুব। এর আগে তিনি মিস আর্থ প্রতিযোগিতার শীর্ষ পাঁচে ছিলেন। নাদিন জানিয়েছেন, মিস ইউনিভার্সের মঞ্চে তিনি গাজার সেই সব মানুষের কণ্ঠস্বর পৌঁছে দিতে, যারা প্রতিদিন কষ্টের মধ্যে থেকেও নীরব থাকতে অস্বীকার করছেন।

বুধবার আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, প্রথমবারের মতো ফিলিস্তিন এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ৭৪ তম আসরের এই আয়োজন আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে।

দুবাই প্রবাসী নাদিন আয়ুব মূলত পশ্চিমতীরের রামাল্লার বাসিন্দা। ২০২২ সালে তিনি মিস ফিলিস্তিন নির্বাচিত হন। সেই বছরই তিনি প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নেন। তবে গাজায় চলমান মানবিক সংকটের কারণে তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে কিছুদিন বিরতি নেন।

দ্য ন্যাশনাল-কে নাদিন বলেন, ‘এই সময়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য এই পথ বেছে নিয়ে আমি গর্বিত। এই মঞ্চে দাঁড়িয়ে আমার দেশের মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য। বিশেষ করে, গাজা ও ফিলিস্তিনের সেই মানুষদের জন্য, যারা প্রতিদিন অবর্ণনীয় কষ্ট সহ্য করছেন।’

বুধবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নাদিন তাঁর অংশগ্রহণের ঘোষণা দেন। পোস্ট করা ছবিতে তিনি ফিলিস্তিনি ডিজাইনার হিবা আবদেলকরিমের তৈরি তাতরিজ সূচিকর্মযুক্ত ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন। হিবার পোশাক আগে জর্ডানের রানি রানিয়াসহ বহু খ্যাতনামা ব্যক্তিত্ব পরেছেন।

নাদিন জানান, মিস ইউনিভার্সে অংশ নেওয়ার সিদ্ধান্তটি তাঁর সেই মিশনের অংশ, যার মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের মানবিক দিক তুলে ধরতে চান। তিনি বলেন, ‘আমি চাই, বিশ্ব জানুক ফিলিস্তিনি নারীরা শুধু দৃঢ় ও সুন্দরই নন, তারা নেতা, উদ্ভাবক ও পরিবর্তনকারী।’

সাহিত্য ও মনোবিজ্ঞানে ডিগ্রিধারী নাদিন একজন সার্টিফায়েড ওয়েলনেস ও নিউট্রিশন কোচ। তিনি বড় হয়েছেন ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে।

২০২২ সালে মিস ফিলিস্তিন মুকুট জয়ের পর থেকেই তিনি ‘মিস ফিলিস্তিন’ সংগঠনের সামাজিক ও দাতব্য প্ল্যাটফর্ম ‘সাইদাত ফিলাস্তিন’-এর মাধ্যমে নারীদের নিয়ে কাজ করছেন। তিনি ফিলিস্তিনি নারীদের গল্প তুলে ধরছেন, তাঁদের উদ্যোক্তা হওয়ার উৎসাহ দিচ্ছেন এবং ফিলিস্তিন ও প্রবাসে তাঁদের প্রভাব বাড়াতে চাইছেন।

এ ছাড়া ‘অলিভ গ্রিন একাডেমি’-এর প্রতিষ্ঠাতা নাদিন। এটি পরিবেশ সচেতনতা ও প্রশিক্ষণ নিয়ে কাজ করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি ফিলিস্তিনি নারীদের পরিবেশ-অ্যাডভোকেসি ও ডিজিটাল মিডিয়ার শিক্ষা দেন, যাতে তারা টেকসই ব্যবসা গড়ে তুলতে ও জলবায়ু দূত হতে পারেন।

নাদিন বলেন, ‘ফিলিস্তিন, বিশেষ করে গাজা যখন হৃদয়বিদারক পরিস্থিতি পার করছে, আমি সেই মানুষের কণ্ঠ বহন করছি, যারা নীরব হতে রাজি নয়। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের দৃঢ়তা বিশ্বকে দেখতে হবে। আমরা শুধু আমাদের দুঃখ নই, আমরা দৃঢ়তা, আশা এবং সেই মাতৃভূমির হৃৎস্পন্দন, যা আমাদের বুকের ভেতরে বেঁচে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত