পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৩৭-এ দাঁড়িয়েছে। গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্য করতে নাগরিকদের অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বন্যায় ৩৪৩ শিশুসহ ৯৩৭ জনের প্রাণহানি হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিন্ধু প্রদেশে, ৩০৬ জনের। আর বেলুচিস্তানে ২৩৪ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে কয়েক হাজার মানুষ আটকা পড়েছে। সরকারি-বেসরকারি আশ্রয়শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগব্যবস্থাও অচল হয়ে পড়েছে। অনেক এলাকায় সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। পানিতে ভেসে গেছে সেতু।
চলমান এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫ লাখ ঘরবাড়ি। আশ্রয়হীন ৩ কোটি মানুষ। দুর্গতদের সর্বোচ্চ সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ক্ষয়ক্ষতি সামাল দিতে পাকিস্তানের বড় অঙ্কের অর্থের প্রয়োজন। প্রধানমন্ত্রী শাহবাজ বন্যা ও ত্রাণ কার্যক্রম পর্যালোচনার জন্য একটি বৈঠক করেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্য করতে নাগরিকদের অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি।
পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৩৭-এ দাঁড়িয়েছে। গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্য করতে নাগরিকদের অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বন্যায় ৩৪৩ শিশুসহ ৯৩৭ জনের প্রাণহানি হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিন্ধু প্রদেশে, ৩০৬ জনের। আর বেলুচিস্তানে ২৩৪ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে কয়েক হাজার মানুষ আটকা পড়েছে। সরকারি-বেসরকারি আশ্রয়শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগব্যবস্থাও অচল হয়ে পড়েছে। অনেক এলাকায় সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। পানিতে ভেসে গেছে সেতু।
চলমান এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫ লাখ ঘরবাড়ি। আশ্রয়হীন ৩ কোটি মানুষ। দুর্গতদের সর্বোচ্চ সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ক্ষয়ক্ষতি সামাল দিতে পাকিস্তানের বড় অঙ্কের অর্থের প্রয়োজন। প্রধানমন্ত্রী শাহবাজ বন্যা ও ত্রাণ কার্যক্রম পর্যালোচনার জন্য একটি বৈঠক করেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্য করতে নাগরিকদের অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি।
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান ১ হাজার ৬২ জন মানুষকে হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আজ মঙ্গলবার সাপ্তাহিক এক প্রেস ব্রিফিংয়ে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ৭৮৬ জন ছিলেন সামরিক বাহিনীর সদস্য এবং ২৭৬ জন ছিলেন বেসামরিক নাগরিক।
১ ঘণ্টা আগে২০২৪ সালে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লাখ ৮ হাজারে, যাঁদের মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। সরকার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর পাকিস্তানি আশ্রয়প্রার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৪২ জনে। উল্লেখযোগ্য হারে আবেদন বেড়েছে ভিয়েতনামিজ নাগরি
৩ ঘণ্টা আগেগতকাল সোমবার প্রথমবারের মতো মধ্য গাজার দেইর-আল-বালাহে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া, উপত্যকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও শুরু করেছে স্থল অভিযান। এর আগে এই দুই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগেভারতীয় বিমানবাহিনীতে এখনো রাশিয়ার তৈরি অন্তত ৩৬টি মিগ-২১ যুদ্ধবিমান রয়েছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় সেবা থেকে এই যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নেওয়া হবে। এই যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে ভারতের নতুন তেজস এমকে১এ যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা
৪ ঘণ্টা আগে