দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে শুরু হয়েছে বিশ্বের ২০টি দেশের যৌথ সামরিক মহড়া। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি এলাকায় এই মহড়া শুরু হয়েছে। এ নিয়ে সপ্তমবারের মতো এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রোববার আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার পাব্বি এলাকায় এই যৌথ মহড়ায় শুরু হয়েছে। পাব্বিতে অবস্থিত পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারে সপ্তম ইন্টারন্যাশনাল পাকিস্তান আর্মি টিম স্পিরিট এক্সারসাইজ-২০২৪ শুরু হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই যৌথ মহড়ার স্থায়ীত্ব হবে ৬০ ঘণ্টা। দীর্ঘ এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর সশস্ত্রবাহিনীর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা বাড়ানোর দিকেই নজর দেওয়া হবে। বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্ভূত জটিল পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্রবাহিনীগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোই এই মহড়ার মূল লক্ষ্য।
পাকিস্তান ছাড়াও এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, বাহরাইন, জর্ডান, কাজাখস্তান, মালদ্বীপ, মরক্কো, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তুরস্ক ও উজবেকিস্তান। এই দেশগুলো সরাসরি মহড়ায় অংশ নিয়েছে। এই দেশগুলো ছাড়াও আজারবাইজান, বেলারুশ, চীন, মিয়ানমার, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান ও ওমান পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেছে।
পাকিস্তান সেনাবাহিনী এই মহড়া ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বিবৃতিতে আরও বলেছে, প্রতিবছর অনুষ্ঠিত উদ্ভাবনী ধারণা ও দেশগুলোর মধ্যে পারস্পরিক সর্বোত্তম অনুশীলন কৌশল আদান-প্রদানের সুযোগ দেয় যার মাধ্যমে আন্তর্দেশীয় সামরিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সৈনিকদের মৌলিক বৈশিষ্ট্যগুলোকে উন্নত করতে সহায়তা করবে।
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে শুরু হয়েছে বিশ্বের ২০টি দেশের যৌথ সামরিক মহড়া। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি এলাকায় এই মহড়া শুরু হয়েছে। এ নিয়ে সপ্তমবারের মতো এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রোববার আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার পাব্বি এলাকায় এই যৌথ মহড়ায় শুরু হয়েছে। পাব্বিতে অবস্থিত পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারে সপ্তম ইন্টারন্যাশনাল পাকিস্তান আর্মি টিম স্পিরিট এক্সারসাইজ-২০২৪ শুরু হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই যৌথ মহড়ার স্থায়ীত্ব হবে ৬০ ঘণ্টা। দীর্ঘ এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর সশস্ত্রবাহিনীর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা বাড়ানোর দিকেই নজর দেওয়া হবে। বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্ভূত জটিল পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্রবাহিনীগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোই এই মহড়ার মূল লক্ষ্য।
পাকিস্তান ছাড়াও এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, বাহরাইন, জর্ডান, কাজাখস্তান, মালদ্বীপ, মরক্কো, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তুরস্ক ও উজবেকিস্তান। এই দেশগুলো সরাসরি মহড়ায় অংশ নিয়েছে। এই দেশগুলো ছাড়াও আজারবাইজান, বেলারুশ, চীন, মিয়ানমার, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান ও ওমান পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেছে।
পাকিস্তান সেনাবাহিনী এই মহড়া ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বিবৃতিতে আরও বলেছে, প্রতিবছর অনুষ্ঠিত উদ্ভাবনী ধারণা ও দেশগুলোর মধ্যে পারস্পরিক সর্বোত্তম অনুশীলন কৌশল আদান-প্রদানের সুযোগ দেয় যার মাধ্যমে আন্তর্দেশীয় সামরিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সৈনিকদের মৌলিক বৈশিষ্ট্যগুলোকে উন্নত করতে সহায়তা করবে।
বাংলাদেশ সংলগ্ন ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় এক প্রতিবন্ধী কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেশটির সীমান্তরক্ষীবাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বিরুদ্ধে। এই ঘটনায় বিএসএফের ৪ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম নির্মল নমশূদ্র (৪৫)। তিনি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী
১ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুর চিড়িয়াখানা থেকে শত শত প্রাণী রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের দাবি, চিড়িয়াখানায় নথিভুক্ত প্রাণীর সংখ্যা ৬৭২ থেকে কমে ৩৫১-তে দাঁড়িয়েছে, অর্থাৎ ৩২১টি প্রাণীর খোঁজ নেই।
১ ঘণ্টা আগেসৌদি আরবে মাত্র তিন দিনের ব্যবধানে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ নিয়ে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুদণ্ডের সংখ্যা দাঁড়াল ২৩৯-এ। বিশ্লেষকদের আশঙ্কা, এই হার অব্যাহত থাকলে খুব দ্রুতই ২০২৪ সালের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে দেশটি। ওই বছর দেশটিতে সর্বোচ্চ ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা
২ ঘণ্টা আগেভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) তাদের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান ও তুরস্কের দূতাবাসগুলোকে আমন্ত্রণ জানাবে না। তবে যেসব দেশের দূতাবাসের সঙ্গে সংগঠনটির নিয়মিত যোগাযোগ রয়েছে, সেগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। আরএসএসের পক্ষ থেকে জানানো হয়েছে
২ ঘণ্টা আগে