লেবানন থেকে ছুটে আসা একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে সীমান্তের কাছে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে। প্রতিক্রিয়ায় লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আজ রোববার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সেনার এক মুখপাত্র।
সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সেনা বলছে, দোভেভ গ্রামের কাছে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ‘বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে’। গ্রামটি লেবানন সীমান্ত থেকে আধা মাইল (৮০০ মিটার) দূরে।
এক বিবৃতি অনুসারে, ‘উৎক্ষেপণ উৎসের দিকে গোলাবর্ষণ করছে ইসরায়েল।’
ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন বলছে, লেবানন থেকে আসা ক্ষেপণাস্ত্রটি আগের হামলায় ভেঙে পড়া বিদ্যুৎ লাইন মেরামত করা ‘কর্মীদের’ আঘাত করে।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও স্থল অভিযানের পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও প্রায় প্রতিদিনই সংঘাতে জড়াচ্ছে।
রোববারের হামলার জন্য এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ ও হামাসের লেবানন শাখা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কয়েকবার হামলা করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী আরও বলছে, তারা লেবাননের একটি বেসামরিক এলাকায় অবস্থিত একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, গোষ্ঠীটির ইসরায়েলি ভূখণ্ডের দিকে গুলি চালানোর উদ্দেশ্য ছিল।
সেনাবাহিনী বিবৃতিতে আরও বলে, রাতের বেলা ইসরায়েলের দিকে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করছে লেবাননের আরেকটি গ্রুপ। তাদের লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে।
গত ৭ অক্টোবর হামাসের হামলায় সহস্রাধিক মানুষ নিহতের পর ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে প্রায় ১০ হাজার বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য অনুসারে, নিহতের বেশির ভাগই বেসামরিক নাগরিক। ৭ অক্টোবরের হামলায় নিহতের সংখ্যা শুরু থেকে ১ হাজার ৪০০ জন দাবি করলেও গত শুক্রবার ইসরায়েল সে সংখ্যা কমিয়ে প্রায় ১ হাজার ২০০ জন বলেছে।
৭ অক্টোবরের হামলার জবাবে গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে গত শুক্রবার পর্যন্ত ১১ হাজার ৭৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি সেনা ও প্যারামেডিক বলছে, লেবাননের সীমান্তপাড় থেকে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ছয়জন ইসরায়েলি সেনা ও দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এর আগে ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলে এক মাসব্যাপী যুদ্ধ করেছিল।
লেবানন থেকে ছুটে আসা একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে সীমান্তের কাছে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে। প্রতিক্রিয়ায় লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আজ রোববার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সেনার এক মুখপাত্র।
সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সেনা বলছে, দোভেভ গ্রামের কাছে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ‘বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে’। গ্রামটি লেবানন সীমান্ত থেকে আধা মাইল (৮০০ মিটার) দূরে।
এক বিবৃতি অনুসারে, ‘উৎক্ষেপণ উৎসের দিকে গোলাবর্ষণ করছে ইসরায়েল।’
ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন বলছে, লেবানন থেকে আসা ক্ষেপণাস্ত্রটি আগের হামলায় ভেঙে পড়া বিদ্যুৎ লাইন মেরামত করা ‘কর্মীদের’ আঘাত করে।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও স্থল অভিযানের পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও প্রায় প্রতিদিনই সংঘাতে জড়াচ্ছে।
রোববারের হামলার জন্য এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ ও হামাসের লেবানন শাখা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কয়েকবার হামলা করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী আরও বলছে, তারা লেবাননের একটি বেসামরিক এলাকায় অবস্থিত একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, গোষ্ঠীটির ইসরায়েলি ভূখণ্ডের দিকে গুলি চালানোর উদ্দেশ্য ছিল।
সেনাবাহিনী বিবৃতিতে আরও বলে, রাতের বেলা ইসরায়েলের দিকে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করছে লেবাননের আরেকটি গ্রুপ। তাদের লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে।
গত ৭ অক্টোবর হামাসের হামলায় সহস্রাধিক মানুষ নিহতের পর ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে প্রায় ১০ হাজার বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য অনুসারে, নিহতের বেশির ভাগই বেসামরিক নাগরিক। ৭ অক্টোবরের হামলায় নিহতের সংখ্যা শুরু থেকে ১ হাজার ৪০০ জন দাবি করলেও গত শুক্রবার ইসরায়েল সে সংখ্যা কমিয়ে প্রায় ১ হাজার ২০০ জন বলেছে।
৭ অক্টোবরের হামলার জবাবে গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে গত শুক্রবার পর্যন্ত ১১ হাজার ৭৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি সেনা ও প্যারামেডিক বলছে, লেবাননের সীমান্তপাড় থেকে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ছয়জন ইসরায়েলি সেনা ও দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এর আগে ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলে এক মাসব্যাপী যুদ্ধ করেছিল।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
৮ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
৯ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
১১ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
১১ ঘণ্টা আগে