Ajker Patrika

ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতের জবাবে লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণ

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ২৩: ৩৮
Thumbnail image

লেবানন থেকে ছুটে আসা একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে সীমান্তের কাছে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে। প্রতিক্রিয়ায় লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আজ রোববার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সেনার এক মুখপাত্র। 

সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সেনা বলছে, দোভেভ গ্রামের কাছে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ‘বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে’। গ্রামটি লেবানন সীমান্ত থেকে আধা মাইল (৮০০ মিটার) দূরে। 

এক বিবৃতি অনুসারে, ‘উৎক্ষেপণ উৎসের দিকে গোলাবর্ষণ করছে ইসরায়েল।’ 

ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন বলছে, লেবানন থেকে আসা ক্ষেপণাস্ত্রটি আগের হামলায় ভেঙে পড়া বিদ্যুৎ লাইন মেরামত করা ‘কর্মীদের’ আঘাত করে।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও স্থল অভিযানের পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও প্রায় প্রতিদিনই সংঘাতে জড়াচ্ছে। 

রোববারের হামলার জন্য এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ ও হামাসের লেবানন শাখা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কয়েকবার হামলা করেছে। 

ইসরায়েলি সেনাবাহিনী আরও বলছে, তারা লেবাননের একটি বেসামরিক এলাকায় অবস্থিত একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, গোষ্ঠীটির ইসরায়েলি ভূখণ্ডের দিকে গুলি চালানোর উদ্দেশ্য ছিল। 

সেনাবাহিনী বিবৃতিতে আরও বলে, রাতের বেলা ইসরায়েলের দিকে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করছে লেবাননের আরেকটি গ্রুপ। তাদের লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। 

গত ৭ অক্টোবর হামাসের হামলায় সহস্রাধিক মানুষ নিহতের পর ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে প্রায় ১০ হাজার বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য অনুসারে, নিহতের বেশির ভাগই বেসামরিক নাগরিক। ৭ অক্টোবরের হামলায় নিহতের সংখ্যা শুরু থেকে ১ হাজার ৪০০ জন দাবি করলেও গত শুক্রবার ইসরায়েল সে সংখ্যা কমিয়ে প্রায় ১ হাজার ২০০ জন বলেছে। 

 ৭ অক্টোবরের হামলার জবাবে গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে গত শুক্রবার পর্যন্ত ১১ হাজার ৭৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

ইসরায়েলি সেনা ও প্যারামেডিক বলছে, লেবাননের সীমান্তপাড় থেকে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ছয়জন ইসরায়েলি সেনা ও দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। 

এর আগে ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলে এক মাসব্যাপী যুদ্ধ করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত