Ajker Patrika

ফিলিস্তিনে দখলদারত্ব অবসানের কোনো ইচ্ছাই নেই ইসরায়েলের: জাতিসংঘ

আপডেট : ০৮ জুন ২০২২, ১৭: ৪৫
ফিলিস্তিনে দখলদারত্ব অবসানের কোনো ইচ্ছাই নেই ইসরায়েলের: জাতিসংঘ

ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ‘পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ’ কায়েমের চেষ্টা করছে। ফিলিস্তিনে দখলদারত্ব অবসানের কোনো ইচ্ছাই নেই ইসরায়েলের। ২০২১ সালে গঠিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি তদন্ত কমিটির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশিত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনের দখল  করা ভূখণ্ডের ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা করেছে। বিশেষ করে ১৯৬৭ সালের যুদ্ধের পর অবৈধভাবে দখল করে নেওয়া পূর্ব ফিলিস্তিনের ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করতে চায়। 

ইসরায়েল কর্তৃক অবরুদ্ধ গাজা উপত্যকা বিষয়ে গঠিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে কেবল গাজার অবরোধ তুলে নিলেই হবে না। সেখানে এমন অবস্থার সৃষ্টি করতে হবে, যাতে ফিলিস্তিনের নেতারা তাঁদের ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। 

ওই প্রতিবেদনে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল অপসারণই যথেষ্ট নয় উল্লেখ করে বলা হয়েছে, ‘দখলদারত্বের অবসানই যথেষ্ট নয়। ফিলিস্তিনিরা যাতে সমানভাবে মানবাধিকার উপভোগ করতে পারে তা নিশ্চিত করতেও অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে।’ 

ওই প্রতিবেদনে বলা হয়েছে যে—কমিশনের কাছে এমন প্রমাণ রয়েছে যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, ‘ফিলিস্তিনে দখলদারত্ব অবসানের কোনো ইচ্ছাই নেই ইসরায়েলের।’ প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি নাগরিকদের জন্য দমনমূলক ব্যবস্থা এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বাড়তি সুবিধা দেওয়ার মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডে জনমিতি (ইসরায়েলি–ফিলিস্তিনি জনসংখ্যার অনুপাত) বদলে দিতে ইসরায়েলি সরকার কাজ করে যাচ্ছে।’ 

এখন পর্যন্ত ইসরায়েলি সরকার দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ৭ লাখেরও বেশি ইসরায়েলি নাগরিকের আবাসন তৈরি করেছে। বিশেষ করে, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে এসব আবাসনের অধিকাংশই তৈরি করা হয়েছে। অথচ এই দুই এলাকায় এরই মধ্যে ৩০ লাখেরও অধিক ফিলিস্তিন বসবাস করে আসছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত