গাজায় ইসরায়েলি আগ্রাসনের ২৫০ দিনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। গতকাল বুধবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ২০২ জন। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮৪ হাজার ৯৩২ জন আহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এর মধ্যে শিশু ১৪ হাজার ৮০০ জনের বেশি এবং নারী ৮ হাজার জনের বেশি। এ ছাড়া নিখোঁজ হয়েছে আরও অন্তত ৮ হাজার জন।
এদিকে, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর প্রায় ৮ মাস পর গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাব পাশ করেছে। তবে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও ইসরায়েল অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নৃশংসতা অব্যাহত রেখেছে। আল-কুদসের প্রতিবেদন অনুসারে, দখলদারত্ব ইসরায়েলি দখলদার বাহিনী গত ২৪ ঘণ্টায় ৩টি গণহত্যা চালিয়েছে। এতে ৩৮ জন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন।
এর আগে, গত ৭ অক্টোবর গাজার নিকটবর্তী ইসরায়েলি শহর ও গ্রামে হামাসের অভিযানের সময় অন্তত ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়। সেদিন হামাস ২৪৩ জনকে জিম্মি করে আনে। প্রতিক্রিয়ায় সেদিনই ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করে।
ইসরায়েলি হামলায় গাজায় বেসামরিক প্রাণহানির পাশাপাশি অঞ্চলটির হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এ ছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের ২৫০ দিনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। গতকাল বুধবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ২০২ জন। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮৪ হাজার ৯৩২ জন আহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এর মধ্যে শিশু ১৪ হাজার ৮০০ জনের বেশি এবং নারী ৮ হাজার জনের বেশি। এ ছাড়া নিখোঁজ হয়েছে আরও অন্তত ৮ হাজার জন।
এদিকে, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর প্রায় ৮ মাস পর গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাব পাশ করেছে। তবে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও ইসরায়েল অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নৃশংসতা অব্যাহত রেখেছে। আল-কুদসের প্রতিবেদন অনুসারে, দখলদারত্ব ইসরায়েলি দখলদার বাহিনী গত ২৪ ঘণ্টায় ৩টি গণহত্যা চালিয়েছে। এতে ৩৮ জন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন।
এর আগে, গত ৭ অক্টোবর গাজার নিকটবর্তী ইসরায়েলি শহর ও গ্রামে হামাসের অভিযানের সময় অন্তত ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়। সেদিন হামাস ২৪৩ জনকে জিম্মি করে আনে। প্রতিক্রিয়ায় সেদিনই ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করে।
ইসরায়েলি হামলায় গাজায় বেসামরিক প্রাণহানির পাশাপাশি অঞ্চলটির হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এ ছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার পরপরই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ। উড়োজাহাজটি আটলান্টার উদ্দেশে যাচ্ছিল। যদিও স্থানীয় সময় শুক্রবার সকালের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২১ মিনিট আগেনয় বছর বয়সী কারাম আল-ঘুসাইন, তার ছোট্ট হাতে পাত্র নিয়ে যাচ্ছিল পরিবারের জন্য একটুখানি পানি সংগ্রহের আশায়। প্রায় পৌনে দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের কারণে তার বাড়িঘর ধূলিসাৎ। এখন আশ্রয় নিয়েছে স্থানীয় একটি স্কুলে। আর কয়েকটি গলি পেরিয়ে গেলেই কারাম পৌঁছে যেত, পানি সংগ্রহের সেই স্থানে।
৪২ মিনিট আগেভারতের পুলিশ প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন প্রেমিক রিজার্ভ পুলিশ ফোর্সের কনস্টেবল। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে গুজরাটের কুচ জেলায় এ ঘটনা ঘটেছে। গতকাল শনিবার, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেচলতি বছরের জুনের শেষ দিকে শুরু হওয়া বর্ষা মৌসুমে পাকিস্তানে অন্তত ২০২ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৯৬ জনই শিশু। গতকাল শনিবার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ তথ্য জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে