Ajker Patrika

ভারতীয় ট্রাভেল এজেন্টদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ মে ২০২৫, ১৩: ৫৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতভিত্তিক ট্রাভেল এজেন্সিগুলোর মালিক ও কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই এজেন্সিগুলো জেনেশুনে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের সুবিধা দিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, ভারতে মার্কিন মিশনের তথ্যের ভিত্তিতে অসংখ্য অজ্ঞাত ব্যক্তির ওপর ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ট্রাভেল এজেন্সিগুলোর মালিক, নির্বাহী ও সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত রাখব, যাতে অবৈধ অভিবাসন নেটওয়ার্কগুলো বন্ধ করা যায়।’ তবে এজেন্সিগুলো কীভাবে অবৈধ অভিবাসনের সুবিধা দিয়েছে, তার বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

ওয়াশিংটন প্রায়ই নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের নাম প্রকাশ করে না। এই ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট ব্যক্তি বা এজেন্সির নাম উল্লেখ করা হয়নি। মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, এই নিষেধাজ্ঞা অবৈধ অভিবাসন নেটওয়ার্ক বন্ধ করার জন্য একটি বৃহত্তর চেষ্টার অংশ।

নয়াদিল্লিতে মার্কিন দূতাবাস তাদের সামাজিক মাধ্যমে বারবার ভারতীয় নাগরিকদের সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় অনুমোদিত মেয়াদ অতিক্রম করে কেউ অবস্থান করবেন না। মেয়াদ অতিক্রম করলে বহিষ্কার ও যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এই সতর্কতা অবৈধ অভিবাসন রোধে মার্কিন সরকারের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দেয়। তবে এই নিষেধাজ্ঞার প্রভাব কতটা হবে, তা এখনো স্পষ্ট নয়।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা, চূড়ান্ত দলিলে যা যা আছে

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

তিন হলে ভোট গণনা শেষ, কেন্দ্রের ফল ১৪ ঘণ্টা পর

পিআরের জন্য নভেম্বরে গণভোটের প্রস্তাবে অনড় জামায়াত, মানলেই সনদে স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত