ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের আবাসিক হল থেকে ধ্রুবজিৎ কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাঁর এই মৃত্যুর জন্য দেশের শিক্ষাব্যবস্থা দায়ী বলে চিরকুটে লেখা রয়েছে।
আজ রোববার দুপুরে কলেজের অমর একুশে হলের ৩০৭ নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় ধ্রুবজিৎ কর্মকারের লাশ পাওয়া যায়।
চিরকুটে লেখা রয়েছে, ‘সরি মা, বাবা। আমি ধ্রুবজিৎ, সবার কাছে ক্ষমাপ্রার্থী। কার্ডের পিন (.......), টাকাগুলো মাকে দিয়ে দিও। আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। পরেরবার ফার্মেসি নিয়ে পড়ব। এত চাপ আমার পক্ষে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। বিদায়। হরে কৃষ্ণ।’
জানা গেছে, শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার ফেনীর ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মনোতোষ কর্মকার ও সুপ্তা কর্মকার দম্পতির ছেলে। তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থী ছিলেন।
কলেজ অধ্যক্ষ প্রকৌশলী অধ্যাপক ড. মিজানুর রহমান আজকের পত্রিকা'কে বলেন, শিক্ষার্থী ধ্রুবজিৎ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। তাঁর একাডেমিক পরীক্ষা চলছিল। আজও পরীক্ষা ছিল। পরীক্ষার হলে তিনি নকলসহ ধরা পড়েন। এ সময় দায়িত্বরত শিক্ষকেরা তাঁর খাতা নিয়ে তাঁকে হল থেকে বের করে দেন। এ ঘটনার পর ধ্রুবজিৎ তাঁর কক্ষে গিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অধ্যক্ষ আরও বলেন, ধ্রুবজিৎ কিছুদিন ধরেই হতাশাগ্রস্ত ছিলেন। হয়তো পরীক্ষায় নকল নিয়ে ধরা পড়ে তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েছিলেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। ঘটনাটি তাঁর পরিবারকে জানানো হয়েছে।
ধ্রুবজিৎ কর্মকারের সহপাঠীরা জানান, পরীক্ষার হলে নকল নিয়ে ধরা পড়ার পর বহিষ্কারের ভয়ে স্যারদের পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছিলেন ধ্রুবজিৎ। এরপরই তিনি হলে এসে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তাঁর কক্ষের সহপাঠীরা পরীক্ষার হলে ছিলেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সজীব কুমার বাড়ই বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আরও খবর পড়ুন:
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের আবাসিক হল থেকে ধ্রুবজিৎ কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাঁর এই মৃত্যুর জন্য দেশের শিক্ষাব্যবস্থা দায়ী বলে চিরকুটে লেখা রয়েছে।
আজ রোববার দুপুরে কলেজের অমর একুশে হলের ৩০৭ নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় ধ্রুবজিৎ কর্মকারের লাশ পাওয়া যায়।
চিরকুটে লেখা রয়েছে, ‘সরি মা, বাবা। আমি ধ্রুবজিৎ, সবার কাছে ক্ষমাপ্রার্থী। কার্ডের পিন (.......), টাকাগুলো মাকে দিয়ে দিও। আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। পরেরবার ফার্মেসি নিয়ে পড়ব। এত চাপ আমার পক্ষে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। বিদায়। হরে কৃষ্ণ।’
জানা গেছে, শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার ফেনীর ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মনোতোষ কর্মকার ও সুপ্তা কর্মকার দম্পতির ছেলে। তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থী ছিলেন।
কলেজ অধ্যক্ষ প্রকৌশলী অধ্যাপক ড. মিজানুর রহমান আজকের পত্রিকা'কে বলেন, শিক্ষার্থী ধ্রুবজিৎ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। তাঁর একাডেমিক পরীক্ষা চলছিল। আজও পরীক্ষা ছিল। পরীক্ষার হলে তিনি নকলসহ ধরা পড়েন। এ সময় দায়িত্বরত শিক্ষকেরা তাঁর খাতা নিয়ে তাঁকে হল থেকে বের করে দেন। এ ঘটনার পর ধ্রুবজিৎ তাঁর কক্ষে গিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অধ্যক্ষ আরও বলেন, ধ্রুবজিৎ কিছুদিন ধরেই হতাশাগ্রস্ত ছিলেন। হয়তো পরীক্ষায় নকল নিয়ে ধরা পড়ে তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েছিলেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। ঘটনাটি তাঁর পরিবারকে জানানো হয়েছে।
ধ্রুবজিৎ কর্মকারের সহপাঠীরা জানান, পরীক্ষার হলে নকল নিয়ে ধরা পড়ার পর বহিষ্কারের ভয়ে স্যারদের পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছিলেন ধ্রুবজিৎ। এরপরই তিনি হলে এসে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তাঁর কক্ষের সহপাঠীরা পরীক্ষার হলে ছিলেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সজীব কুমার বাড়ই বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আরও খবর পড়ুন:
কিশোরগঞ্জের করিমগঞ্জে সৈয়দ আলী নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে একই পরিবারের ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) কিশোরগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাস বিনাশ্রম
২১ মিনিট আগেউত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান (৫৬) ঝালকাঠি সদর থানায় করা তিনটি মামলার আসামি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ঝালকাঠি সদর থানার অনুরোধে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।
৩৮ মিনিট আগেবুধবার (১৬ জুলাই) বিকেলে লামিয়ার মোবাইলে একটা কল আসে। এ সময় কারও কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয় লামিয়া। এরপর আর বাড়িতে ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবারের লোকেরা।
৩৯ মিনিট আগেনীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে মো. সেলিম ফারুকে আহ্বায়ক ও এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সদস্য সচিব ঘোষণা করা হয়।
৪২ মিনিট আগে