অনলাইন ডেস্ক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তির খসড়া নিয়ে কাজ করতে প্রস্তুত। এই চুক্তিতে যুদ্ধবিরতি এবং সংঘাত নিষ্পত্তির নীতিমালা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানান তিনি। আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপের পর সাংবাদিকদের এসব কথা বলেন পুতিন। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফোনালাপ শেষে পুতিন সাংবাদিকদের সামনে বলেন, ‘আমরা একটি সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী, যেখানে সংঘাত নিষ্পত্তির মূলনীতি, চুক্তি স্বাক্ষরের সময়সীমা এবং প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।’
এদিকে ফোনালাপের পর ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে জানান, আলোচনাটি ‘খুব ফলপ্রসূ’ হয়েছে। রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে। তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যুদ্ধের অবসান ঘটানো।’
২০২৫ সালের শুরু থেকে ‘আলফা ম্যান’ খ্যাত রুশ-মার্কিন প্রেসিডেন্টের মধ্যে এটি তৃতীয় ফোনালাপ। ক্রেমলিন বলেছে, ইস্তাম্বুলে সম্প্রতি অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনার পটভূমিতে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল।
তিন দিন আগে ইস্তাম্বুলে দুই পক্ষের আলোচনায় এক হাজার বন্দী বিনিময়ের চুক্তি হয় এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৮ মার্চ পুতিন ও ট্রাম্পের আগের ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক ও ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হয়। পুতিন ট্রাম্পের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব সমর্থন করলেও ইউক্রেন তা গ্রহণ করেনি এবং তাদের আক্রমণ অব্যাহত রাখে। রাশিয়া ইস্টার সানডে ও বিজয় দিবসে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও সেগুলো কার্যকর হয়নি।
আরও আগে ১২ ফেব্রুয়ারির ফোনালাপে রাশিয়া-মার্কিন সম্পর্কের বিভিন্ন সমস্যা এবং ইউক্রেন ইস্যুতে আলোচনা হয়। তখন দুই নেতা ভবিষ্যতে একটি সরাসরি বৈঠক করার ব্যাপারেও সম্মত হন।
রাশিয়ার সর্বশেষ ঘোষণার মাধ্যমে বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়া এখন কিছুটা নমনীয় অবস্থান নিচ্ছে এবং যুদ্ধবিরতির সম্ভাব্য পথ খুঁজছে। তবে শান্তি প্রতিষ্ঠা নির্ভর করছে ইউক্রেনের অবস্থান, পশ্চিমাদের ভূমিকা এবং ভবিষ্যৎ আলোচনার সফলতার ওপর।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তির খসড়া নিয়ে কাজ করতে প্রস্তুত। এই চুক্তিতে যুদ্ধবিরতি এবং সংঘাত নিষ্পত্তির নীতিমালা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানান তিনি। আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপের পর সাংবাদিকদের এসব কথা বলেন পুতিন। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফোনালাপ শেষে পুতিন সাংবাদিকদের সামনে বলেন, ‘আমরা একটি সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী, যেখানে সংঘাত নিষ্পত্তির মূলনীতি, চুক্তি স্বাক্ষরের সময়সীমা এবং প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।’
এদিকে ফোনালাপের পর ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে জানান, আলোচনাটি ‘খুব ফলপ্রসূ’ হয়েছে। রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে। তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যুদ্ধের অবসান ঘটানো।’
২০২৫ সালের শুরু থেকে ‘আলফা ম্যান’ খ্যাত রুশ-মার্কিন প্রেসিডেন্টের মধ্যে এটি তৃতীয় ফোনালাপ। ক্রেমলিন বলেছে, ইস্তাম্বুলে সম্প্রতি অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনার পটভূমিতে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল।
তিন দিন আগে ইস্তাম্বুলে দুই পক্ষের আলোচনায় এক হাজার বন্দী বিনিময়ের চুক্তি হয় এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৮ মার্চ পুতিন ও ট্রাম্পের আগের ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক ও ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হয়। পুতিন ট্রাম্পের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব সমর্থন করলেও ইউক্রেন তা গ্রহণ করেনি এবং তাদের আক্রমণ অব্যাহত রাখে। রাশিয়া ইস্টার সানডে ও বিজয় দিবসে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও সেগুলো কার্যকর হয়নি।
আরও আগে ১২ ফেব্রুয়ারির ফোনালাপে রাশিয়া-মার্কিন সম্পর্কের বিভিন্ন সমস্যা এবং ইউক্রেন ইস্যুতে আলোচনা হয়। তখন দুই নেতা ভবিষ্যতে একটি সরাসরি বৈঠক করার ব্যাপারেও সম্মত হন।
রাশিয়ার সর্বশেষ ঘোষণার মাধ্যমে বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়া এখন কিছুটা নমনীয় অবস্থান নিচ্ছে এবং যুদ্ধবিরতির সম্ভাব্য পথ খুঁজছে। তবে শান্তি প্রতিষ্ঠা নির্ভর করছে ইউক্রেনের অবস্থান, পশ্চিমাদের ভূমিকা এবং ভবিষ্যৎ আলোচনার সফলতার ওপর।
ভারতভিত্তিক ট্রাভেল এজেন্সিগুলোর মালিক ও কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই এজেন্সিগুলো জেনেশুনে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের সুবিধা দিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ
৭ ঘণ্টা আগেজাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ইসরায়েলের চলমান হামলায় গাজা উপত্যকার ৯২ শতাংশ বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সোমবার (১৯ মে) সংস্থাটি জানায়, গাজার পরিবারগুলো এক অকল্পনীয় ধ্বংসযজ্ঞের শিকার।
৭ ঘণ্টা আগেবিশ্বখ্যাত ‘নাপাম গার্ল’ ছবিটি নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। ১৯৭৩ সালে ‘দ্য টেরর অব ওয়ার’ নামে পরিচিত এই ছবি যখন ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নেয়, তখন এর স্বত্ব ছিল অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফটোগ্রাফার নিক উটের নামে।
৮ ঘণ্টা আগেরাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান আলোচনার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপের আগে ট্রাম্প বলেন, ইউক্রেনের ‘রক্তপাত’ থামানোই এই আলোচনার মূল উদ্দেশ্য। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স নিশ্চিত করেছে,
৮ ঘণ্টা আগে