অনলাইন ডেস্ক
গত ১৮ বছরে গাজা উপত্যকায় অবস্থানকারী বিদেশি নাগরিকদের ভিসা আবেদন পর্যালোচনায় তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ শুক্রবার একটি অভ্যন্তরীণ যোগাযোগের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই নির্দেশনা অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারির পর গাজা উপত্যকায় যেকোনো মেয়াদে সরকারি বা কূটনৈতিক দায়িত্বে থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে অভিবাসন বা অন্য যেকোনো ভিসার জন্য আবেদন করলে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যালোচনার আওতায় আসতে হবে।
এ নির্দেশ শুধু কূটনীতিকদের জন্য নয়, বেসরকারি সংস্থার কর্মী (এনজিও) বা স্বেচ্ছাসেবকেরাও এই পর্যবেক্ষণের আওতায় থাকবেন।
রয়টার্স জানিয়েছে, যদি কারও সোশ্যাল মিডিয়া তৎপরতায় নিরাপত্তাসংক্রান্ত কোনো ‘উদ্বেগজনক তথ্য’ পাওয়া যায়, তাহলে সেই আবেদন আরও গভীর তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হবে। তদন্তে প্রমাণ মিললে আবেদনকারীকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হতে পারে।
মার্কো রুবিও এর আগে জানিয়েছেন, ২০২৫ সালের শুরু থেকে তিনি তিন শতাধিক ভিসা বাতিল করেছেন। এর মধ্যে এমন কিছু শিক্ষার্থীও রয়েছেন, যাঁরা গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধানে সব নাগরিক ও ভিসাধারীর মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া হয়।
ট্রাম্প প্রশাসন আগেও যুক্তি দেখিয়েছিল, এসব শিক্ষার্থীর কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য হুমকিস্বরূপ। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোও ট্রাম্পের নজরে পড়েছে। বিশেষ করে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ বাড়তে থাকায় বিষয়টি আরও গভীরভাবে আমলে নিয়েছে তাঁর প্রশাসন। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নতুন লক্ষ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যেখানে প্রশাসনের অনুরোধ অনুযায়ী নীতি পরিবর্তন না করায় ২ বিলিয়ন ডলারের বেশি ফেডারেল তহবিল স্থগিত রাখা হয়েছে।
সর্বশেষ মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, চরমপন্থী মতাদর্শ ও বিদেশি ভিসাধারী দাঙ্গাকারী ও শিক্ষকদের জন্য হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সক্ষমতা বাতিল করা হতে পারে।
গত ১৮ বছরে গাজা উপত্যকায় অবস্থানকারী বিদেশি নাগরিকদের ভিসা আবেদন পর্যালোচনায় তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ শুক্রবার একটি অভ্যন্তরীণ যোগাযোগের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই নির্দেশনা অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারির পর গাজা উপত্যকায় যেকোনো মেয়াদে সরকারি বা কূটনৈতিক দায়িত্বে থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে অভিবাসন বা অন্য যেকোনো ভিসার জন্য আবেদন করলে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যালোচনার আওতায় আসতে হবে।
এ নির্দেশ শুধু কূটনীতিকদের জন্য নয়, বেসরকারি সংস্থার কর্মী (এনজিও) বা স্বেচ্ছাসেবকেরাও এই পর্যবেক্ষণের আওতায় থাকবেন।
রয়টার্স জানিয়েছে, যদি কারও সোশ্যাল মিডিয়া তৎপরতায় নিরাপত্তাসংক্রান্ত কোনো ‘উদ্বেগজনক তথ্য’ পাওয়া যায়, তাহলে সেই আবেদন আরও গভীর তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হবে। তদন্তে প্রমাণ মিললে আবেদনকারীকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হতে পারে।
মার্কো রুবিও এর আগে জানিয়েছেন, ২০২৫ সালের শুরু থেকে তিনি তিন শতাধিক ভিসা বাতিল করেছেন। এর মধ্যে এমন কিছু শিক্ষার্থীও রয়েছেন, যাঁরা গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধানে সব নাগরিক ও ভিসাধারীর মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া হয়।
ট্রাম্প প্রশাসন আগেও যুক্তি দেখিয়েছিল, এসব শিক্ষার্থীর কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য হুমকিস্বরূপ। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোও ট্রাম্পের নজরে পড়েছে। বিশেষ করে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ বাড়তে থাকায় বিষয়টি আরও গভীরভাবে আমলে নিয়েছে তাঁর প্রশাসন। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নতুন লক্ষ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যেখানে প্রশাসনের অনুরোধ অনুযায়ী নীতি পরিবর্তন না করায় ২ বিলিয়ন ডলারের বেশি ফেডারেল তহবিল স্থগিত রাখা হয়েছে।
সর্বশেষ মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, চরমপন্থী মতাদর্শ ও বিদেশি ভিসাধারী দাঙ্গাকারী ও শিক্ষকদের জন্য হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সক্ষমতা বাতিল করা হতে পারে।
নৌকাটির বেশির ভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবারের বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। তবে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
২ ঘণ্টা আগে‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটির সদস্যপদ বা সমর্থন এখন একটি ফৌজদারি অপরাধ। সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর অধীনে এ জন্য ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
৩ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। আজ শনিবার তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত একটি নাইট ক্লাবের বাইরে অপেক্ষারত মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শহরের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় রাত দুইটার দিকে সান্তা মনিকা শহরের প্রশস্ত সড়কের পাশে
৪ ঘণ্টা আগে