Ajker Patrika

সমাধিতে আসাদের বাবার কফিনে আগুন ধরিয়ে দিল বিদ্রোহীরা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৯: ৩৭
জ্বালিয়ে দেওয়া কফিনের পাশে সিরিয়ার বিদ্রোহীরা। ছবি: বিবিসি
জ্বালিয়ে দেওয়া কফিনের পাশে সিরিয়ার বিদ্রোহীরা। ছবি: বিবিসি

সিরিয়ার পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা এবং দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদের সমাধিস্থল বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে।

বুধবার বিবিসি জানিয়েছে, সিরিয়ার উপকূলীয় লাতাকিয়ার কারদাহ এলাকাটি আসাদ পরিবারের পূর্বপুরুষের গ্রাম। সেখানেই ছিল হাফেজ আল-আসাদের সমাধি। এই সমাধিস্থলে বিদ্রোহীরা আগুন ধরিয়ে দিয়েছে।

সংবাদ সংস্থা এএফপির ফুটেজে দেখা গেছে, বিদ্রোহী যোদ্ধারা সামরিক পোশাক পরা অবস্থায় বিপ্লবের পতাকা হাতে নিয়ে সমাধিস্থলের পুড়ে যাওয়া অংশে দাঁড়িয়ে ছবি তুলছে। সেখানে একটি কফিনসহ সমাধির অংশগুলোকে জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই কফিনটি হাফেজ আল-আসাদের।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহীরা আসাদ পরিবারের এই সমাধি কমপ্লেক্সে আগুন ধরিয়েছে। এটি আলাউইত সম্প্রদায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লাতাকিয়া অঞ্চলে অবস্থিত।

ফুটেজে সমাধিস্থলের কিছু অংশকে জ্বলতে এবং ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। বিদ্রোহী সশস্ত্র যোদ্ধারা হাফেজ আল-আসাদের সমাধিস্থলের পোড়া স্থানে দাঁড়িয়ে ছবি তুলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত