অনলাইন ডেস্ক
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গতকাল রোববারও প্রাণ হারিয়েছেন অন্তত ৯৫ ফিলিস্তিনি। এর মধ্যে ব্যস্ত একটি বাজার ও একটি পানি সরবরাহ কেন্দ্রে চালানো হামলায় নিহত হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। গাজায় চলমান যুদ্ধের মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে, আহত দেড় লাখ ছুঁইছুঁই।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা শহরের একটি বাজারে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে আছেন গাজার খ্যাতনামা চিকিৎসক আহমেদ কান্দিলও। একইদিনে মধ্য গাজার নুসেইরাহ শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান আরও অন্তত ১০ জন। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজনই শিশু। তারা পানির জন্য লাইনে দাঁড়িয়েছিল।
নুসেইরাহ হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সাফাই—তাদের লক্ষ্য ছিল একজন হামাস, তবে ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও তাদের এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গাজা শহরের বাজারে হামলা নিয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৬ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন। নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। চলমান অবরোধের কারণে মানবিক বিপর্যয়ে পড়েছে গাজার ২১ লাখ মানুষ। এদিকে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) তথ্যমতে, অপুষ্টিতে ভুগে নিহত হয়েছে আরও এক শিশু।
নেদারল্যান্ডসের ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক জেসিকা ডরসি বলেন, ‘যুদ্ধের সময় ভুল হতে পারে, তবে গত ২১ মাসে ধারাবাহিকভাবে যে হারে বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে এসব হামলাকে নিছক ‘ভুল’ বলা যায় না। যেসব প্রযুক্তি ইসরায়েলের আছে, তা দিয়ে নিখুঁত হামলা চালানোর কথা, কিন্তু আমরা দেখছি এর উল্টোটা। প্রায়ই তারা ভুল লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এটি কেবলই দায়িত্বজ্ঞানহীনতা। এটাই কি তাহলে তাদের রণনীতি?’
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গতকাল রোববারও প্রাণ হারিয়েছেন অন্তত ৯৫ ফিলিস্তিনি। এর মধ্যে ব্যস্ত একটি বাজার ও একটি পানি সরবরাহ কেন্দ্রে চালানো হামলায় নিহত হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। গাজায় চলমান যুদ্ধের মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে, আহত দেড় লাখ ছুঁইছুঁই।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা শহরের একটি বাজারে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে আছেন গাজার খ্যাতনামা চিকিৎসক আহমেদ কান্দিলও। একইদিনে মধ্য গাজার নুসেইরাহ শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান আরও অন্তত ১০ জন। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজনই শিশু। তারা পানির জন্য লাইনে দাঁড়িয়েছিল।
নুসেইরাহ হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সাফাই—তাদের লক্ষ্য ছিল একজন হামাস, তবে ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও তাদের এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গাজা শহরের বাজারে হামলা নিয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৬ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন। নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। চলমান অবরোধের কারণে মানবিক বিপর্যয়ে পড়েছে গাজার ২১ লাখ মানুষ। এদিকে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) তথ্যমতে, অপুষ্টিতে ভুগে নিহত হয়েছে আরও এক শিশু।
নেদারল্যান্ডসের ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক জেসিকা ডরসি বলেন, ‘যুদ্ধের সময় ভুল হতে পারে, তবে গত ২১ মাসে ধারাবাহিকভাবে যে হারে বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে এসব হামলাকে নিছক ‘ভুল’ বলা যায় না। যেসব প্রযুক্তি ইসরায়েলের আছে, তা দিয়ে নিখুঁত হামলা চালানোর কথা, কিন্তু আমরা দেখছি এর উল্টোটা। প্রায়ই তারা ভুল লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এটি কেবলই দায়িত্বজ্ঞানহীনতা। এটাই কি তাহলে তাদের রণনীতি?’
রাশিয়ার উৎপাদিত পণ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বাজারে প্রবেশ করাতে চায় মস্কো। আর এ লক্ষ্য মিয়ানমার হয়ে ভারতের ভেতর দিয়ে একটি বাণিজ্য করিডর গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। এই প্রস্তাবের আলোকে মিয়ানমার ও রাশিয়া ভারতকে এই নতুন প্রকল্পে যুক্ত হতে চাপ দিচ্ছে। একই সঙ্গে, এই করিডরের অন্যতম লক্ষ্য...
১ ঘণ্টা আগেভারত আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার পেতে যাচ্ছে। আগামী ২১ জুলাই ভারত হেলিকপ্টারগুলো হাতে পাবে। প্রাথমিকভাবে জানা গেছে, পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হতে পারে এসব হেলিকপ্টার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তার পদোন্নতি আটকে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। গতকাল মঙ্গলবার তিনি এ সিদ্ধান্ত নেন। এ নিয়ে পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগেগাজার একটি অংশে তথাকথিত ‘মানবিক শহর’ প্রতিষ্ঠা করে সেখানে লাখ লাখ গাজাবাসীকে স্থানান্তরের পরিকল্পনা নিয়ে ইসরায়েলি রাজনীতিবিদ ও সেনাবাহিনীর মধ্যে বিভেদ দেখা দিয়েছে। অথচ, এই বিষয়ে এখনো কোনো বাস্তবিক পরিকল্পনাই তৈরি হয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে