Ajker Patrika

নেতানিয়াহুর দুর্নীতির তদন্ত কর্মকর্তার পদোন্নতি আটকে দিলেন বেন গভির, পুলিশে ক্ষোভ

অনলাইন ডেস্ক
জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও পুলিশ সুপারিনটেনডেন্ট রিনাত সাবান। ছবি: টাইমস অব ইসরায়েল
জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও পুলিশ সুপারিনটেনডেন্ট রিনাত সাবান। ছবি: টাইমস অব ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তার পদোন্নতি আটকে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। গতকাল মঙ্গলবার তিনি এ সিদ্ধান্ত নেন। এ নিয়ে পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেন গভির একটি চিঠির মাধ্যমে তদন্ত কর্মকর্তা সুপারিনটেনডেন্ট রিনাত সাবানের পদোন্নতির বিরোধিতা করেন। চিঠিতে গভির অভিযোগ করে বলেন, সাবানের মনে রাখার সমস্যা আছে। তিনি চিফ সুপারিনটেনডেন্ট পদে উন্নীত হওয়ার যোগ্য নন।

বর্তমানে সাবান পুলিশের তদন্ত ও গোয়েন্দা বিভাগের প্রধান ডেপুটি কমিশনার বোয়াজ ব্লাটের সহকারী হিসেবে কর্মরত।

বেন গভিরের এই চিঠি এবং তা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলোর জবাবে কড়া প্রতিক্রিয়া জানায় ইসরায়েল পুলিশ। পুলিশ বাহিনীর ওপর নিয়ন্ত্রণ থাকলেও কট্টর ডানপন্থী এই মন্ত্রীর পদক্ষেপে পুলিশের অসন্তোষ স্পষ্ট হয়।

এক সরকারি বিবৃতিতে সুপারিনটেনডেন্ট রিনাত সাবানকে ঘিরে ‘আপত্তিকর প্রকাশনাগুলো তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার’ দাবি জানিয়েছে পুলিশ।

বিবৃতিতে বলা হয়, ওই নারী পুলিশ কর্মকর্তার পদোন্নতির বিষয়টি পুলিশ প্রধান কমিশনার ও সিনিয়র কর্মকর্তাদের একটি প্যানেল দ্বারা পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করা হয়েছে। প্যানেলে সিদ্ধান্তে নেওয়া হয়েছে তিনি পুলিশ কমান্ড ও স্টাফ কোর্সে অংশগ্রহণ এবং পদোন্নতির জন্য উপযুক্ত। সাবানকে ‘পেশাদার এবং অত্যন্ত দক্ষ পুলিশ কর্মকর্তা’ হিসেবে প্রশংসা করা হয়।

চলতি বছরের মার্চে রিনাত সাবান আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে সাক্ষ্য দেন। এর আগেও তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা যোনাতান উরিচ ও ওফার গোলানকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা রাষ্ট্রপক্ষের সাক্ষী শ্লোমো ফিলবারকে হয়রানি করেছেন। নেতানিয়াহুর তিনটি দুর্নীতির মামলার মধ্যে সবচেয়ে গুরুতর মামলা কেস ৪০০০-এর সাক্ষী ছিলেন ফিলবার।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, বেন গভির গত জুনের শুরু থেকেই রিনাত সাবানের পদোন্নতি আটকে রেখেছিলেন। যদিও ইসরায়েল পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এর পক্ষে ছিলেন। লেভি অভ্যন্তরীণভাবে একাধিকবার পুলিশ নিয়োগ ও অপারেশনাল সিদ্ধান্তে বেন গভিরের হস্তক্ষেপ নিয়ে আপত্তি তুলেছেন।

পুলিশ সুপারিনটেনডেন্ট রিনাত সাবান। ছবি: টাইমস অব ইসরায়েল
পুলিশ সুপারিনটেনডেন্ট রিনাত সাবান। ছবি: টাইমস অব ইসরায়েল

হারেৎজ পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার বেন গভিরের চিঠির জবাবে অ্যাটর্নি জেনারেল গালি বহারাভ-মিয়ারা জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় ও পুলিশকে জানান, সাবানের পদোন্নতিতে অনুমোদন না দেওয়া ‘অবৈধ রাজনৈতিক হস্তক্ষেপ’।

অ্যাটর্নি জেনারেল বলেন, বেন গভিরের এই পদক্ষেপ তাঁর সঙ্গে স্বাক্ষরিত আইনগতভাবে বাধ্যতামূলক এক চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ হতে পারে। ওই চুক্তির অন্যতম লক্ষ্য ছিল পুলিশ কর্মকর্তাদের পদোন্নতিতে মন্ত্রীর হস্তক্ষেপ সীমিত রাখা।

সমালোচক, আইন বিশেষজ্ঞ এবং অ্যাটর্নি জেনারেল সবাই পুলিশের ওপর অনৈতিক হস্তক্ষেপে বেন গভিরকে অভিযুক্ত করেছেন। তাদের অভিযোগ, বেন গভির পুলিশের সিদ্ধান্তে প্রভাব ফেলতে ও নিজের রাজনৈতিক উদ্দেশ্য সামনে এগিয়ে নিতে পদোন্নতিকে চাপে রাখার কৌশল হিসেবে ব্যবহার করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত