অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের হামলার মধ্য দিয়েই মূলত ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ শুরু। গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। তবে হামলা শুরুর পরদিন অর্থাৎ ৮ অক্টোবর ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ। এই শুরু, আর শেষ হয়নি।
গাজা যুদ্ধ শুরুর মাসখানেক পর হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছিলেন, যুক্তরাষ্ট্র গাজায় আগ্রাসন বন্ধ করতে পারে। কারণ, এটা তাদেরই আগ্রাসন। গাজা যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দুষছে হিজবুল্লাহ। তবে হামলা চালাচ্ছে ইসরায়েলে। মোটাদাগে বললে হিজবুল্লাহর চিরশত্রু ইসরায়েল।
১৯৮০-র দশকের শুরুর দিকে হিজবুল্লাহর যাত্রা শুরু। ইরানের সমর্থনে তাদের জন্ম। তারা ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না। যে সময় হিজবুল্লাহর জন্ম, সেই আশির দশকে লেবাননের দক্ষিণাঞ্চল ছিল ইসরায়েলের দখলে। হিজবুল্লাহর দাবি, তাদের হামলার জেরে ২০০০ সালে ইসরায়েল লেবানন ছাড়তে বাধ্য হয়।
সামরিক শক্তিতেও মধ্যপ্রাচ্যের অন্য অনেক সংগঠনের চেয়ে হিজবুল্লাহ শক্তিশালী। সিবিএস নিউজের খবরে বলা হচ্ছে, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর দেওয়া তথ্য অনুসারে, তাঁদের ১ লাখ যোদ্ধা রয়েছে। হিজবুল্লাহর নিজস্ব বাহিনী লেবাননের সামরিক বাহিনীর চেয়ে শক্তিশালী। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলের গণমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছিল, হিজবুল্লাহর হাতে প্রায় দেড় লাখ রকেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে। এসব অস্ত্র দিয়ে যেকোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে তারা।
এসব সমরাস্ত্রের কতটা ব্যবহার হচ্ছে এই যুদ্ধে—সেই প্রশ্নের জবাব পাওয়া যায় হিজবুল্লাহর সাম্প্রতিক কর্মকাণ্ডে। স্কাই নিউজ বলছে, ইসরায়েল সীমান্তে নিয়মিত হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলায় ইসরায়েলের সেনা যেমন মারা পড়ছে, তেমনি হিজবুল্লাহ নেতা নিহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। এসব হামলার কারণে দুই দেশের সীমান্তবর্তী এলাকা থেকে লাখো মানুষ বাড়িছাড়া হয়েছে।
ইসরায়েল ও লেবাননের পরিস্থিতি তুলে ধরে লন্ডনভিত্তিক আরেক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিসের (আইআইএসএস) ফেলো রাইম মমতাজ বলেন, ইসরায়েল আসলে সেখানে আগুন নিয়ে খেলছে।
এই আগুন নিয়ে খেলার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে দুষছে হিজবুল্লাহ। পশ্চিমাদের ওপর চাপ বাড়াতে ইয়েমেনের বিদ্রোহী হুতিদের পাশে দাঁড়িয়েছে হিজবুল্লাহ। সংঘবদ্ধভাবে লোহিতসাগরে জাহাজে হামলা চালাচ্ছে তারা। হিজবুল্লাহর অবস্থান স্পষ্ট, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। এ জন্য যেকোনো কিছু করতে তারা প্রস্তুত। ফলে শঙ্কা থাকছে, মধ্যপ্রাচ্য বা লোহিতসাগরে আসলে কত দিন পর শান্ত হবে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের হামলার মধ্য দিয়েই মূলত ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ শুরু। গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। তবে হামলা শুরুর পরদিন অর্থাৎ ৮ অক্টোবর ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ। এই শুরু, আর শেষ হয়নি।
গাজা যুদ্ধ শুরুর মাসখানেক পর হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছিলেন, যুক্তরাষ্ট্র গাজায় আগ্রাসন বন্ধ করতে পারে। কারণ, এটা তাদেরই আগ্রাসন। গাজা যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দুষছে হিজবুল্লাহ। তবে হামলা চালাচ্ছে ইসরায়েলে। মোটাদাগে বললে হিজবুল্লাহর চিরশত্রু ইসরায়েল।
১৯৮০-র দশকের শুরুর দিকে হিজবুল্লাহর যাত্রা শুরু। ইরানের সমর্থনে তাদের জন্ম। তারা ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না। যে সময় হিজবুল্লাহর জন্ম, সেই আশির দশকে লেবাননের দক্ষিণাঞ্চল ছিল ইসরায়েলের দখলে। হিজবুল্লাহর দাবি, তাদের হামলার জেরে ২০০০ সালে ইসরায়েল লেবানন ছাড়তে বাধ্য হয়।
সামরিক শক্তিতেও মধ্যপ্রাচ্যের অন্য অনেক সংগঠনের চেয়ে হিজবুল্লাহ শক্তিশালী। সিবিএস নিউজের খবরে বলা হচ্ছে, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর দেওয়া তথ্য অনুসারে, তাঁদের ১ লাখ যোদ্ধা রয়েছে। হিজবুল্লাহর নিজস্ব বাহিনী লেবাননের সামরিক বাহিনীর চেয়ে শক্তিশালী। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলের গণমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছিল, হিজবুল্লাহর হাতে প্রায় দেড় লাখ রকেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে। এসব অস্ত্র দিয়ে যেকোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে তারা।
এসব সমরাস্ত্রের কতটা ব্যবহার হচ্ছে এই যুদ্ধে—সেই প্রশ্নের জবাব পাওয়া যায় হিজবুল্লাহর সাম্প্রতিক কর্মকাণ্ডে। স্কাই নিউজ বলছে, ইসরায়েল সীমান্তে নিয়মিত হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলায় ইসরায়েলের সেনা যেমন মারা পড়ছে, তেমনি হিজবুল্লাহ নেতা নিহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। এসব হামলার কারণে দুই দেশের সীমান্তবর্তী এলাকা থেকে লাখো মানুষ বাড়িছাড়া হয়েছে।
ইসরায়েল ও লেবাননের পরিস্থিতি তুলে ধরে লন্ডনভিত্তিক আরেক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিসের (আইআইএসএস) ফেলো রাইম মমতাজ বলেন, ইসরায়েল আসলে সেখানে আগুন নিয়ে খেলছে।
এই আগুন নিয়ে খেলার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে দুষছে হিজবুল্লাহ। পশ্চিমাদের ওপর চাপ বাড়াতে ইয়েমেনের বিদ্রোহী হুতিদের পাশে দাঁড়িয়েছে হিজবুল্লাহ। সংঘবদ্ধভাবে লোহিতসাগরে জাহাজে হামলা চালাচ্ছে তারা। হিজবুল্লাহর অবস্থান স্পষ্ট, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। এ জন্য যেকোনো কিছু করতে তারা প্রস্তুত। ফলে শঙ্কা থাকছে, মধ্যপ্রাচ্য বা লোহিতসাগরে আসলে কত দিন পর শান্ত হবে।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৬ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
১১ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১৩ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১৫ ঘণ্টা আগে