Ajker Patrika

ওমান সাগরে ২০ লাখ লিটার তেলের ট্যাংকার জব্দ করল ইরান

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২: ৪৬
বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান। ছবি: সংগৃহীত
বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান। ছবি: সংগৃহীত

২০ লাখ লিটার তেল বহনের অভিযোগে একটি বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান। আজ বুধবার দেশটির বিচার বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।

হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মুজতবা গাহরেমানি বলেন, ‘ওমান উপসাগরে জ্বালানি চোরাচালানের সন্দেহভাজন গতিবিধি নজরদারির ধারাবাহিক প্রক্রিয়ায় একটি বিদেশি ট্যাংকারের কার্গোর বৈধ কাগজপত্র না থাকায় সেটিকে তল্লাশি করা হয় এবং ২০ লাখ লিটার চোরাই তেল বহনের অভিযোগে জব্দ করা হয়।’

গাহরেমানি জানান, ট্যাংকারটির ক্যাপ্টেন ও ক্রুসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে। তবে জব্দ করা ট্যাংকারটির নাম বা এটি কোন দেশের পতাকাবাহী বা আটক ব্যক্তিদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জাস্ক কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ে এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

ইরান বিশ্বের অন্যতম সর্বনিম্ন জ্বালানি মূল্যের দেশ। সেখানে সরকারিভাবে ব্যাপক ভর্তুকি দেওয়া হয় এবং জাতীয় মুদ্রার মান পতনের ফলে জ্বালানির দাম কমে গেছে। এসব কারণে প্রতিবেশী দেশগুলোতে স্থলপথে এবং উপসাগরীয় আরব দেশগুলোতে সমুদ্রপথে ব্যাপক হারে জ্বালানি চোরাচালান হয়ে থাকে।

মেহের সংবাদ সংস্থার প্রতিবেদনে গাহরেমানি বলেন, ‘বিদেশিদের সঙ্গে সমন্বয় করে যারা জাতীয় সম্পদ লুটপাটের উদ্দেশ্যে জ্বালানি চোরাচালানে জড়িয়ে পড়েছে, তাদের কার্যকলাপ বিচার বিভাগের দৃষ্টি এড়াতে পারবে না। যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে তাদের শাস্তি হবে কঠোর ও অনমনীয়।’

এই জব্দের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কয়েক মাস আগেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উপসাগরে তানজানিয়ার পতাকাবাহী দুটি ট্যাংকার আটক করে, যেগুলোতে প্রায় ১৫ লাখ লিটার ডিজেল বহনের অভিযোগ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত