ডয়চে ভেলে
দুই দিনের সফরে মিসরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে একগুচ্ছ সমঝোতা ছাড়াও মোদিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে মিসর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিসরের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব নাইল’ দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে বলেছেন, ‘বন্ধুত্বের চিহ্ন হিসেবে প্রধানমন্ত্রী মোদিকে এই সম্মান দিয়েছেন প্রেসিডেন্ট এল-সিসি।’
মোদি কায়রোয় আল-হাকিম মসজিদেও যান। পরে তিনি টুইট করে বলেন, ‘ঐতিহাসিক আল-হাকিম মসজিদে গিয়ে সম্মানিত বোধ করছি। মিসরের ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষী এই মসজিদ।’
মোদি এরপর হেলিওপোলিসের সমাধিস্থলেও যান। সেখানে প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি এল-সিসির সঙ্গে বৈঠক করেন। তারপর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারিতে পরিণত করা নিয়ে একটা চুক্তিতে সই হয়। এ ছাড়া কৃষি, পুরাতত্ত্ব, বাণিজ্য, বিনিয়োগ নিয়ে বেশ কয়েকটি সমঝোতায়ও সই হয়।
ওবামার বক্তব্য ও নির্মলার জবাব
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, মোদির সঙ্গে বৈঠকে তিনি ভারতে মুসলিমদের প্রসঙ্গ তুলবেন এবং মোদির মতামত জানতে চাইবেন। আমেরিকায় সংবাদ সম্মেলনে মুসলিমদের প্রসঙ্গে মোদি বলেন, তিনি ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতি নিয়ে চলছেন। ভারতে কারও প্রতি কোনো রকম ভেদাভেদ করা হয় না।
এর পরই ভারতে বিরোধী দলগুলো মোদির নীতি নিয়ে প্রশ্ন তোলে এবং প্রধানমন্ত্রীর সমালোচনা করে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি যে ১৩টি সম্মান পেয়েছেন, তার মধ্যে ছয়টি পেয়েছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে।’
ওবামা প্রসঙ্গে সীতারামন বলেছেন, ‘যে সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে এসব কথা বলছেন, তার আমলে মুসলিমপ্রধান ছয়টি দেশে ২৬ হাজারের বেশি বোমা ফেলেছিল আমেরিকা। তার এসব কথা এরপর কে বিশ্বাস করবে?’
দুই দিনের সফরে মিসরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে একগুচ্ছ সমঝোতা ছাড়াও মোদিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে মিসর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিসরের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব নাইল’ দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে বলেছেন, ‘বন্ধুত্বের চিহ্ন হিসেবে প্রধানমন্ত্রী মোদিকে এই সম্মান দিয়েছেন প্রেসিডেন্ট এল-সিসি।’
মোদি কায়রোয় আল-হাকিম মসজিদেও যান। পরে তিনি টুইট করে বলেন, ‘ঐতিহাসিক আল-হাকিম মসজিদে গিয়ে সম্মানিত বোধ করছি। মিসরের ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষী এই মসজিদ।’
মোদি এরপর হেলিওপোলিসের সমাধিস্থলেও যান। সেখানে প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি এল-সিসির সঙ্গে বৈঠক করেন। তারপর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারিতে পরিণত করা নিয়ে একটা চুক্তিতে সই হয়। এ ছাড়া কৃষি, পুরাতত্ত্ব, বাণিজ্য, বিনিয়োগ নিয়ে বেশ কয়েকটি সমঝোতায়ও সই হয়।
ওবামার বক্তব্য ও নির্মলার জবাব
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, মোদির সঙ্গে বৈঠকে তিনি ভারতে মুসলিমদের প্রসঙ্গ তুলবেন এবং মোদির মতামত জানতে চাইবেন। আমেরিকায় সংবাদ সম্মেলনে মুসলিমদের প্রসঙ্গে মোদি বলেন, তিনি ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতি নিয়ে চলছেন। ভারতে কারও প্রতি কোনো রকম ভেদাভেদ করা হয় না।
এর পরই ভারতে বিরোধী দলগুলো মোদির নীতি নিয়ে প্রশ্ন তোলে এবং প্রধানমন্ত্রীর সমালোচনা করে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি যে ১৩টি সম্মান পেয়েছেন, তার মধ্যে ছয়টি পেয়েছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে।’
ওবামা প্রসঙ্গে সীতারামন বলেছেন, ‘যে সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে এসব কথা বলছেন, তার আমলে মুসলিমপ্রধান ছয়টি দেশে ২৬ হাজারের বেশি বোমা ফেলেছিল আমেরিকা। তার এসব কথা এরপর কে বিশ্বাস করবে?’
কানাডার ভোটাররা ২৮ এপ্রিল জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুপস্থিতিতে কানাডার দুটি প্রধান দল কনজারভেটিভ ও লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
৩৩ মিনিট আগেউত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের ঘনিষ্ঠ সহযোগী চো রিয়ং-হে দেশটির সরকারের ভেতরে নিজস্ব একটি ক্ষমতার বলয় গড়ে তুলেছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংসদের গবেষণা শাখা ন্যাশনাল অ্যাসেম্বলি রিসার্চ সার্ভিস (এনএআরএস)। এই ক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতে কিমের একচ্ছত্র কর্তৃত্বের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা
১ ঘণ্টা আগেএকটি ব্যতিক্রমধর্মী রাষ্ট্র গঠনের সম্ভাবনায় বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের মাঝে ‘বক্তাশি’ নামে একটি ক্ষুদ্র সুফি সম্প্রদায় সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার দাবি করেছে, আলবেনিয়ার রাজধানী তিরানায় বক্তাশিদের আধ্যাত্মিক সদর দপ্তরকে কেন্দ্র করে ওই স্বাধীন রাষ
১ ঘণ্টা আগেআফগানিস্তানের তালেবানের ওপর ২১ বছরের বেশি সময় থাকা নিষেধাজ্ঞা স্থগিত করেছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। তালেবানকে রাশিয়া এর আগে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া আফগানিস্তানের বর্তমান শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে।
২ ঘণ্টা আগে