Ajker Patrika

এক দশক পর সৌদিতে দূতাবাস খুলল সিরিয়া

এক দশক পর সৌদিতে দূতাবাস খুলল সিরিয়া

দশ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর সৌদি আরবে আবার দূতাবাস খুলেছে সিরিয়া। গতকাল রোববার সিরিয়ার আরবি ভাষার দৈনিক আল ওয়াতানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। 

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ সৌদি আরবের বন্দর শহর জেদ্দাহ সফরের পর থেকে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক ছিন্ন হওয়ার পর এটিই ছিল সিরিয়া সরকারের কোনো প্রতিনিধির প্রথম সৌদি আরব সফর। 

 ২০২৩ সালে মে মাসে জেদ্দায় আয়োজিত আরব লীগের শীর্ষ সম্মেলনের সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে স্বাগত জানান। মূলত এ দিনই দুই দেশের আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপিত হয়। 

গৃহযুদ্ধ শুরুর পর থেকে এক দশক ধরে সিরিয়া অন্য সব আরব দেশ থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত