আজকের পত্রিকা ডেস্ক
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজা ও ইসরায়েলের দুই প্রতিবেশী লেবানন ও সিরিয়ায় দেশটির সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে। এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। গতকাল বুধবার তিনি বলেছেন, গাজা, লেবানন ও সিরিয়ার তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য থাকবে। কেবল তাই নয়, তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী যেসব এলাকা দখল করেছে তা আর ছাড়বে না।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, এই মন্তব্য হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা আরও জটিল করে তুলতে পারে।
গতকাল বুধবার সন্ধ্যার আগের ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ২২ জন নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। নিহতদের মধ্যে এক বছরও হয়নি এমন এক মেয়েও রয়েছে। আহত অবস্থায় মেয়েটির মা তার রক্তমাখা নীল পোশাক পরা মেয়ের দেহ জড়িয়ে ধরেছিলেন। পরে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
গত মাসে ইসরায়েল যুদ্ধবিরতি শেষ করার পর জিম্মিদের মুক্তির জন্য হামাসের ওপর চাপ সৃষ্টি করতে নতুন করে অভিযান শুরু করে। ইসরায়েলি বাহিনী গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখল করে নিয়েছে। এ ছাড়া, গত বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পরও ইসরায়েল লেবাননের কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হয়নি। ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করার পর ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় একটি বাফার জোন দখল করে নেয়।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, ‘অতীতে যা ঘটত তার বিপরীতে (ইসরায়েলি সামরিক বাহিনী) যেসব এলাকা খালি ও দখল করেছে, সেগুলো আর ছেড়ে দেবে না। গাজা, লেবানন ও সিরিয়ায় যেকোনো অস্থায়ী বা স্থায়ী পরিস্থিতিতে শত্রু ও (ইসরায়েলি) সম্প্রদায়ের মধ্যে একটি বাফার হিসেবে সামরিক বাহিনী নিরাপত্তা অঞ্চলে থাকবে।’
ফিলিস্তিন, লেবানন ও সিরিয়া ইসরায়েলি সেনাদের এই উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সামরিক দখলদারিত্ব হিসেবে দেখে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের অব্যাহত উপস্থিতির কারণে লেবাননের সেনাবাহিনী ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী পুরোপুরি মোতায়েন হতে পারছে না। এটি ‘বাধা’ সৃষ্টি করছে।
গতকাল বুধবারও দক্ষিণ লেবাননে দুটি ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘ বলেছে, নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ৭০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
হামাস বলেছে, গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া তারা বাকি জিম্মিদের মুক্তি দেবে না। জিম্মি পরিবারের প্রধান সংগঠন এক বিবৃতিতে বলেছে, ‘তারা (ইসরায়েল সরকার) প্রতিশ্রুতি দিয়েছিল যে, জিম্মিরাই অগ্রাধিকার। বাস্তবে, ইসরায়েল জিম্মিদের আগে ভূখণ্ড দখল করতে চাইছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘একটি সমাধানই কাম্য ও সম্ভব, আর তা হলো—একটি চুক্তির মাধ্যমে একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দেওয়া, এমনকি যুদ্ধ শেষ করার বিনিময়েও।’
ইসরায়েল বলছে, হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে তাদের তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ নিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অঞ্চলটিতে বিগত দেড় বছর ধরে ইসরায়েলি হামলায় ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজা ও ইসরায়েলের দুই প্রতিবেশী লেবানন ও সিরিয়ায় দেশটির সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে। এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। গতকাল বুধবার তিনি বলেছেন, গাজা, লেবানন ও সিরিয়ার তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য থাকবে। কেবল তাই নয়, তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী যেসব এলাকা দখল করেছে তা আর ছাড়বে না।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, এই মন্তব্য হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা আরও জটিল করে তুলতে পারে।
গতকাল বুধবার সন্ধ্যার আগের ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ২২ জন নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। নিহতদের মধ্যে এক বছরও হয়নি এমন এক মেয়েও রয়েছে। আহত অবস্থায় মেয়েটির মা তার রক্তমাখা নীল পোশাক পরা মেয়ের দেহ জড়িয়ে ধরেছিলেন। পরে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
গত মাসে ইসরায়েল যুদ্ধবিরতি শেষ করার পর জিম্মিদের মুক্তির জন্য হামাসের ওপর চাপ সৃষ্টি করতে নতুন করে অভিযান শুরু করে। ইসরায়েলি বাহিনী গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখল করে নিয়েছে। এ ছাড়া, গত বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পরও ইসরায়েল লেবাননের কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হয়নি। ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করার পর ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় একটি বাফার জোন দখল করে নেয়।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, ‘অতীতে যা ঘটত তার বিপরীতে (ইসরায়েলি সামরিক বাহিনী) যেসব এলাকা খালি ও দখল করেছে, সেগুলো আর ছেড়ে দেবে না। গাজা, লেবানন ও সিরিয়ায় যেকোনো অস্থায়ী বা স্থায়ী পরিস্থিতিতে শত্রু ও (ইসরায়েলি) সম্প্রদায়ের মধ্যে একটি বাফার হিসেবে সামরিক বাহিনী নিরাপত্তা অঞ্চলে থাকবে।’
ফিলিস্তিন, লেবানন ও সিরিয়া ইসরায়েলি সেনাদের এই উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সামরিক দখলদারিত্ব হিসেবে দেখে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের অব্যাহত উপস্থিতির কারণে লেবাননের সেনাবাহিনী ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী পুরোপুরি মোতায়েন হতে পারছে না। এটি ‘বাধা’ সৃষ্টি করছে।
গতকাল বুধবারও দক্ষিণ লেবাননে দুটি ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘ বলেছে, নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ৭০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
হামাস বলেছে, গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া তারা বাকি জিম্মিদের মুক্তি দেবে না। জিম্মি পরিবারের প্রধান সংগঠন এক বিবৃতিতে বলেছে, ‘তারা (ইসরায়েল সরকার) প্রতিশ্রুতি দিয়েছিল যে, জিম্মিরাই অগ্রাধিকার। বাস্তবে, ইসরায়েল জিম্মিদের আগে ভূখণ্ড দখল করতে চাইছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘একটি সমাধানই কাম্য ও সম্ভব, আর তা হলো—একটি চুক্তির মাধ্যমে একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দেওয়া, এমনকি যুদ্ধ শেষ করার বিনিময়েও।’
ইসরায়েল বলছে, হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে তাদের তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ নিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অঞ্চলটিতে বিগত দেড় বছর ধরে ইসরায়েলি হামলায় ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভাতা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে মানুষদের ওপর চালানো ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। নিহতদের মধ্যে ২৩ জনই প্রবীণ। এ হামলায় আহত হয়েছে আরও ১৯ জন।
৪ মিনিট আগেমার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৭ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
৮ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
১১ ঘণ্টা আগে