আজকের পত্রিকা ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর রণতরি ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে। রণতরীটি গতকাল সোমবার লোহিতসাগরে অবস্থান করছিল। আর এ সময়ই ঘটেছে এক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় সাগরে পড়ে গেছে মার্কিন সশস্ত্র বাহিনীর ৬৭ মিলিয়ন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৮১০ কোটি টাকার যুদ্ধবিমান।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমানবাহী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের হ্যাঙ্গার ডেক থেকে একটি এফ/এ-১৮ যুদ্ধবিমান সাগরে পড়ে গেছে। বিমানটি মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল। রণতরির হ্যাঙ্গার বে-তে এটি টেনে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় সুপার হর্নেট বিমানটির পাইলট সিটে এবং ছোট টাগ ট্রাক্টরে থাকা ক্রুরা লাফিয়ে নেমে পড়ে। বিমান ও টাগ সাগরে পড়ার আগেই তারা নেমে যান। নৌবাহিনী জানায়, এক নাবিক সামান্য আহত হয়েছেন।
মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘এফ/এ-১৮ই বিমানটিকে হ্যাঙ্গার বেতে টেনে নেওয়া হচ্ছিল। এ সময় মুভ ক্রু বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিমান ও টাগ ট্রাক্টরটি পড়ে যায়।’ বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ১৩৬-এর অংশ ছিল।
যুদ্ধবিমানগুলোকে সাধারণত হ্যাঙ্গার ডেকের চারপাশে টেনে নিয়ে যাওয়া হয়। উড্ডয়নের কার্যক্রম বা অন্য কাজের জন্য সেগুলোকে নির্দিষ্ট জায়গায় রাখা হয়। জেটটি উদ্ধারের কোনো চেষ্টা হবে কি না, তা স্পষ্ট নয়। এর দাম প্রায় ৬৭ মিলিয়ন ডলার বা ৮১০ কোটি টাকার বেশি। ঘটনাটি তদন্তাধীন।
ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান রণতরিটি কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন। সম্প্রতি এটি হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িত। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সামরিক বাহিনী প্রতিদিন হামলা চালাচ্ছে। এই হামলা যুদ্ধবিমান, বোমারু বিমান, জাহাজ ও ড্রোন ব্যবহার করে করা হচ্ছে। ট্রুম্যানের মোতায়েনের সময় একবার বাড়ানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রায় এক মাস সময় বাড়িয়েছেন।
আরও খবর পড়ুন:
মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর রণতরি ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে। রণতরীটি গতকাল সোমবার লোহিতসাগরে অবস্থান করছিল। আর এ সময়ই ঘটেছে এক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় সাগরে পড়ে গেছে মার্কিন সশস্ত্র বাহিনীর ৬৭ মিলিয়ন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৮১০ কোটি টাকার যুদ্ধবিমান।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমানবাহী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের হ্যাঙ্গার ডেক থেকে একটি এফ/এ-১৮ যুদ্ধবিমান সাগরে পড়ে গেছে। বিমানটি মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল। রণতরির হ্যাঙ্গার বে-তে এটি টেনে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় সুপার হর্নেট বিমানটির পাইলট সিটে এবং ছোট টাগ ট্রাক্টরে থাকা ক্রুরা লাফিয়ে নেমে পড়ে। বিমান ও টাগ সাগরে পড়ার আগেই তারা নেমে যান। নৌবাহিনী জানায়, এক নাবিক সামান্য আহত হয়েছেন।
মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘এফ/এ-১৮ই বিমানটিকে হ্যাঙ্গার বেতে টেনে নেওয়া হচ্ছিল। এ সময় মুভ ক্রু বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিমান ও টাগ ট্রাক্টরটি পড়ে যায়।’ বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ১৩৬-এর অংশ ছিল।
যুদ্ধবিমানগুলোকে সাধারণত হ্যাঙ্গার ডেকের চারপাশে টেনে নিয়ে যাওয়া হয়। উড্ডয়নের কার্যক্রম বা অন্য কাজের জন্য সেগুলোকে নির্দিষ্ট জায়গায় রাখা হয়। জেটটি উদ্ধারের কোনো চেষ্টা হবে কি না, তা স্পষ্ট নয়। এর দাম প্রায় ৬৭ মিলিয়ন ডলার বা ৮১০ কোটি টাকার বেশি। ঘটনাটি তদন্তাধীন।
ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান রণতরিটি কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন। সম্প্রতি এটি হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িত। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সামরিক বাহিনী প্রতিদিন হামলা চালাচ্ছে। এই হামলা যুদ্ধবিমান, বোমারু বিমান, জাহাজ ও ড্রোন ব্যবহার করে করা হচ্ছে। ট্রুম্যানের মোতায়েনের সময় একবার বাড়ানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রায় এক মাস সময় বাড়িয়েছেন।
আরও খবর পড়ুন:
আফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তান আবারও তাদের সীমান্তে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এর মাধ্যমে দুই দিনের যুদ্ধবিরতিও ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তালেবান সরকারের।
২ ঘণ্টা আগেরাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুরের সময় যা ঘটেছিল, তা ছিল ট্রেলার। পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ভারতের ব্রহ্মসের আওতায়।’ প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের মধ্যে ছিল একটি কঠোর বার্তা—ভারতের সামরিক প্রতিক্রিয়া কেবল সীমান্তে প্রতিরক্ষামূলক নয়, বরং প্রয়োজনে আক্রমণাত্মক এবং সুনির্দিষ্টও হতে পারে।
৪ ঘণ্টা আগেভারতের পার্লামেন্ট ভবন থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দিল্লির বিডি মার্গে অবস্থিত ব্রহ্মপুত্র নামের এই অ্যাপার্টমেন্টটি সংসদ সদস্যদের জন্য বরাদ্দ সরকারি বাসভবনগুলোর মধ্যে অন্যতম।
৪ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে ধনী শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ২০২৫ অর্থবছরে বিশ্ববিদ্যালয়টির তহবিল প্রায় ৪০০ কোটি ডলার বেড়ে ৫৬ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের গবেষণা তহবিল কমানোর চাপের মধ্যেও বিপুল পরিমাণ বিনিয়োগ রিটার্ন এই
৫ ঘণ্টা আগে