লেবাননের কেন্দ্রীয় ব্যাংক ‘বাংকে দু লিবান’ দেউলিয়া হয়ে গেছে বলে দাবি করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী সাদেহ আল-শামি। তবে তাঁর এই দাবিকে অস্বীকার করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ। বার্তা সংস্থা রয়টার্স ও আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত রোববার এক সাক্ষাৎকারে লেবাননের উপপ্রধানমন্ত্রী সাদেহ আল-শামি বলেছিলেন, ‘লেবাননের কেন্দ্রীয় ব্যাংক দেউলিয়া হয়ে গেছে এবং একই সঙ্গে রাষ্ট্রটিও দেউলিয়া হয়ে গেছে। আর ক্ষতি যেহেতু হয়েই গেছে, আমরা চেষ্টা করব জনগণের ওপর থেকে এই ক্ষতির মাত্রা কমিয়ে আনতে।’
পরদিন সোমবার উপপ্রধানমন্ত্রীর এই বক্তব্যকে অস্বীকার করে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ বলেছেন, ‘৩০ বছর ধরে আমি যে প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছি, সেটি দেউলিয়া হয়নি। কিছু আর্থিক ক্ষতি হয়েছে বটে, তবে এখনো বাধ্যতামূলকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন কয়েক দশকের দুর্নীতি ও খারাপ নীতির কারণে গত তিন বছর ধরে ব্যাপক অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। এ বছর লেবাননের মুদ্রার মান ৯০ শতাংশ হ্রাস পেয়েছে এবং ব্যাংকগুলো বেশির ভাগ সঞ্চয়কারীর অ্যাকাউন্ট লক করে দিয়েছে।
অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য লেবানন সরকার নানা পরিকল্পনা করছে এবং এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে সাহায্য চেয়েছে।
গভর্নর রিয়াদ সালামেহ এক বিবৃতিতে বলেছেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের দেউলিয়া হওয়ার বিষয়ে যা প্রচার করা হচ্ছে তা সত্য নয়। ব্যাংকটি এখনো অর্থ ও ঋণ আইনের ৭০ অনুচ্ছেদের অধীনে আইনগতভাবে তার বাধ্যতামূলক দায়িত্ব পালন করছে। এর অর্থ হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংককে লেবাননের মুদ্রার অখণ্ডতা সংরক্ষণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে।’
এর আগে উপপ্রধানমন্ত্রী সাদেহ আল-শামি বলেছিলেন, ‘রাষ্ট্র যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে তা রাষ্ট্র ও কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য ব্যাংক ও আমানতকারীরা ভাগাভাগি করে নেবেন। অর্থনৈতিক ক্ষতির এই ভাগাভাগি নিয়ে মতবিরোধের কোনো অবকাশ নেই।’
এখন যে পরিস্থিতি চলছে, তা উপেক্ষা করা যায় না উল্লেখ করে উপপ্রধানমন্ত্রী আরও বলেন, ‘ব্যাংক থেকে টাকা উত্তোলনের ব্যবস্থাটি সবার জন্য আর উন্মুক্ত রাখা যাচ্ছে না।’ তবে সবকিছু একদিন স্বাভাবিক হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে আরব নিউজ জানিয়েছে, লেবানন ২০১৯ সালের নভেম্বর থেকে মারাত্মক অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে। দেশটির মুদ্রামান কমে যাওয়ার পাশাপাশি তেল ও চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতাসহ নানা সংকটে ভুগছে।
লেবাননের কেন্দ্রীয় ব্যাংক ‘বাংকে দু লিবান’ দেউলিয়া হয়ে গেছে বলে দাবি করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী সাদেহ আল-শামি। তবে তাঁর এই দাবিকে অস্বীকার করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ। বার্তা সংস্থা রয়টার্স ও আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত রোববার এক সাক্ষাৎকারে লেবাননের উপপ্রধানমন্ত্রী সাদেহ আল-শামি বলেছিলেন, ‘লেবাননের কেন্দ্রীয় ব্যাংক দেউলিয়া হয়ে গেছে এবং একই সঙ্গে রাষ্ট্রটিও দেউলিয়া হয়ে গেছে। আর ক্ষতি যেহেতু হয়েই গেছে, আমরা চেষ্টা করব জনগণের ওপর থেকে এই ক্ষতির মাত্রা কমিয়ে আনতে।’
পরদিন সোমবার উপপ্রধানমন্ত্রীর এই বক্তব্যকে অস্বীকার করে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ বলেছেন, ‘৩০ বছর ধরে আমি যে প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছি, সেটি দেউলিয়া হয়নি। কিছু আর্থিক ক্ষতি হয়েছে বটে, তবে এখনো বাধ্যতামূলকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন কয়েক দশকের দুর্নীতি ও খারাপ নীতির কারণে গত তিন বছর ধরে ব্যাপক অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। এ বছর লেবাননের মুদ্রার মান ৯০ শতাংশ হ্রাস পেয়েছে এবং ব্যাংকগুলো বেশির ভাগ সঞ্চয়কারীর অ্যাকাউন্ট লক করে দিয়েছে।
অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য লেবানন সরকার নানা পরিকল্পনা করছে এবং এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে সাহায্য চেয়েছে।
গভর্নর রিয়াদ সালামেহ এক বিবৃতিতে বলেছেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের দেউলিয়া হওয়ার বিষয়ে যা প্রচার করা হচ্ছে তা সত্য নয়। ব্যাংকটি এখনো অর্থ ও ঋণ আইনের ৭০ অনুচ্ছেদের অধীনে আইনগতভাবে তার বাধ্যতামূলক দায়িত্ব পালন করছে। এর অর্থ হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংককে লেবাননের মুদ্রার অখণ্ডতা সংরক্ষণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে।’
এর আগে উপপ্রধানমন্ত্রী সাদেহ আল-শামি বলেছিলেন, ‘রাষ্ট্র যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে তা রাষ্ট্র ও কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য ব্যাংক ও আমানতকারীরা ভাগাভাগি করে নেবেন। অর্থনৈতিক ক্ষতির এই ভাগাভাগি নিয়ে মতবিরোধের কোনো অবকাশ নেই।’
এখন যে পরিস্থিতি চলছে, তা উপেক্ষা করা যায় না উল্লেখ করে উপপ্রধানমন্ত্রী আরও বলেন, ‘ব্যাংক থেকে টাকা উত্তোলনের ব্যবস্থাটি সবার জন্য আর উন্মুক্ত রাখা যাচ্ছে না।’ তবে সবকিছু একদিন স্বাভাবিক হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে আরব নিউজ জানিয়েছে, লেবানন ২০১৯ সালের নভেম্বর থেকে মারাত্মক অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে। দেশটির মুদ্রামান কমে যাওয়ার পাশাপাশি তেল ও চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতাসহ নানা সংকটে ভুগছে।
বাংলাদেশ সংলগ্ন ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় এক প্রতিবন্ধী কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেশটির সীমান্তরক্ষীবাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বিরুদ্ধে। এই ঘটনায় বিএসএফের ৪ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম নির্মল নমশূদ্র (৪৫)। তিনি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুর চিড়িয়াখানা থেকে শত শত প্রাণী রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের দাবি, চিড়িয়াখানায় নথিভুক্ত প্রাণীর সংখ্যা ৬৭২ থেকে কমে ৩৫১-তে দাঁড়িয়েছে, অর্থাৎ ৩২১টি প্রাণীর খোঁজ নেই।
২ ঘণ্টা আগেসৌদি আরবে মাত্র তিন দিনের ব্যবধানে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ নিয়ে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুদণ্ডের সংখ্যা দাঁড়াল ২৩৯-এ। বিশ্লেষকদের আশঙ্কা, এই হার অব্যাহত থাকলে খুব দ্রুতই ২০২৪ সালের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে দেশটি। ওই বছর দেশটিতে সর্বোচ্চ ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা
৩ ঘণ্টা আগেভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) তাদের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান ও তুরস্কের দূতাবাসগুলোকে আমন্ত্রণ জানাবে না। তবে যেসব দেশের দূতাবাসের সঙ্গে সংগঠনটির নিয়মিত যোগাযোগ রয়েছে, সেগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। আরএসএসের পক্ষ থেকে জানানো হয়েছে
৩ ঘণ্টা আগে