Ajker Patrika

ঈদের দিনে যুদ্ধবিরতি নিয়ে যে অবস্থান জানালেন হামাসপ্রধান 

আপডেট : ১৭ জুন ২০২৪, ১৩: ১৪
ঈদের দিনে যুদ্ধবিরতি নিয়ে যে অবস্থান জানালেন হামাসপ্রধান 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব মানতে রাজি হামাস বলে জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এই লক্ষ্যে ছাড়ও দিতে প্রস্তুত তাঁর নেতৃত্বাধীন গোষ্ঠীটি। এ ক্ষেত্রে তাঁর দাবি হলো, গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, গাজা পুনর্গঠন, ইসরায়েলি বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে। গতকাল রোববার ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এ কথা বলেন।

ইসমাইল হানিয়া বলেন, ‘হামাস ও (ফিলিস্তিনি) গোষ্ঠীগুলো একটি ব্যাপক চুক্তির জন্য প্রস্তুত। যার মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি, (গাজা) উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, (গাজায়) যা ধ্বংস হয়েছে তার পুনর্গঠন এবং ব্যাপক (বন্দী-জিম্মি) অদলবদলের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।’

এ সময় হানিয়া জানান, হামাস গাজায় রক্তপাত বন্ধ করতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ব্যাপক গুরুত্ব ও নমনীয়তা দেখিয়েছে। তিনি বলেন, হামাস যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা বাইডেনের প্রস্তাবের সঙ্গে সংগতিপূর্ণ। এর আগে গত মে মাসের শেষ দিকে বাইডেন তিন ধাপে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেছিলেন। পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তা সমর্থিত হয়।

তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, হামাস বাইডেন উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবে ‘অগ্রহণযোগ্য’ সংশোধন দাবি করেছে। তবে হামাসের এক জ্যেষ্ঠ নেতা রয়টার্সকে বলেছেন, হামাস যে পরিবর্তনগুলো আনতে বলেছে, সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়।

এদিকে, ইসরায়েলি প্রশাসনও মার্কিন সমর্থিত পরিকল্পনায় পরিবর্তনের জন্য জোর দিয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল হামাসকে নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে এবং হামাসের ধ্বংসসহ ‘নিরঙ্কুশ বিজয়’ অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধে বিরতি আসবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত