Ajker Patrika

রাফায় ইসরায়েলের হামলায় সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র

রাফায় ইসরায়েলের হামলায় সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র

উপযুক্ত পরিকল্পনা ছাড়া গাজার দক্ষিণের শহর রাফায় ইসরায়েলের সামরিক অভিযান চালানোর পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধরনের হামলায় ইসরায়েলকে সমর্থন দেবে না দেশটি।

বিবিসির প্রতিবেদন অনুসারে, মিসরের সীমান্তবর্তী শহরটিতে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি ভয়াবহ অমানবিক পরিস্থিতিতে অবস্থান করছেন।

যুক্তরাষ্ট্র বলছে, শহরটিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের কোনো বিকল্প ব্যবস্থা করা ছাড়া সেখানে বড় ধরনের কোনো অভিযানে সমর্থন দেবে না মার্কিন প্রশাসন।

কয়েক দিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সেনাবাহিনীকে রাফায় অভিযান শুরুর প্রস্তুতি নিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাফার কথা উল্লেখ না করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছে, তার জবাবে দেশটি গাজায় যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা মাত্রা ছাড়িয়েছে।’ গাজায় চলমান যুদ্ধের চার মাস পেরিয়ে যাওয়ার পর এই প্রথম ইসরায়েলের প্রতি কঠোর ভাষায় কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট।

গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাফায় নিহত হয়েছে আটজন। তবে ইসরায়েল এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

রাফায় বাস্তুচ্যুত মানুষের জন্য তৈরি শরণার্থীশিবিরে অবস্থানরত ফ্রিল্যান্স সাংবাদিক সালেম এল–রায়েস বলেন, রাফায় একটি ভবনে বোমা হামলায় নিহতদের মধ্যে শিশুও ছিল। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ভবনটির তৃতীয় তলা থেকে লাশ নিচে ছিটকে পড়ছিল।

রাফায় অবস্থানরত বেশির ভাগ মানুষই গাজার অন্যান্য অংশে চলমান যুদ্ধ থেকে পালিয়ে আসা। তাঁরা এখানে এসে তাঁবুতে আশ্রয় নিয়েছেন।

দুই সন্তানের মা গারদা আর–কুর্দ বলেন, এ যুদ্ধ চলাকালীন তিনি ছয়বার বাস্তুচ্যুত হয়েছেন। তিনি রাফায় ইসরায়েলি হামলার আশঙ্কা করছেন। তবুও আশা করছেন, এর আগেই যুদ্ধ বন্ধ হবে।

রাফায় এক আত্মীয়ের বাড়িতে আরও ২০ জনসহ আশ্রয় নিয়েছেন তিনি। বিবিসিকে তিনি বলেন, ‘তারা (ইসরায়েলি বাহিনী) যদি রাফায় আসে তবে আমরা শেষ! মনে হচ্ছে, আমরা মৃত্যুর অপেক্ষা করছি। আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত