সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। হেলিকপ্টার অভিযানে তিনি নিহত হন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।
ইউএস সেন্ট্রাল কমান্ড বিবৃতিতে জানায়, হেলিকপ্টার দিয়ে চালানো ওই অভিযানের মূল টার্গেট ছিলেন আব্দ-আল-হাদি মাহমুদ আল-হাজি আলি। স্থানীয় সময় সোমবার (১৭ এপ্রিল) সকালে সিরিয়ার উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, বিবৃতিতে আব্দ-আল-হাদিকে মধ্যপ্রাচ্য ও ইউরোপে হামলার মূল পরিকল্পনাকারী এবং আইএসের নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে।
আইএস বিদেশে সিরিয়ার কর্মকর্তাদের অপহরণের পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান চালায় মার্কিন বাহিনী। ওই অভিযানে আইএসের আরও দুই সদস্য নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। তবে নিহতদের পরিচয় ও অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুরস্ক-সিরিয়ার উত্তর সীমান্তের জারাব্লুস শহরের প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) পশ্চিমে আল-সুওয়াইদাহ গ্রামের একটি ভবন লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
এর দুই সপ্তাহ আগে সিরিয়ার ওই একই অঞ্চলে অভিযান চালিয়ে আইএসের অপর এক শীর্ষ নেতা খালিদ আয়িদ আহমেদ আল-জাবুরিকে হত্যা করে মার্কিন বাহিনী।
২০১৪ সালে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে ইসলামি খিলাফত প্রতিষ্ঠা করে আইএস। তবে ২০১৭ সালে ইরাক ও সিরিয়ার অধিকাংশ এলাকার দখল হারায় জঙ্গিগোষ্ঠীটি। দুই বছর পর ২০১৯ সালে সবশেষ ঘাঁটিও হাতছাড়া হয়ে যায়। এর পর থেকে দেশ দুটিতে বিভিন্ন সময়ে প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে আইএস।
সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। হেলিকপ্টার অভিযানে তিনি নিহত হন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।
ইউএস সেন্ট্রাল কমান্ড বিবৃতিতে জানায়, হেলিকপ্টার দিয়ে চালানো ওই অভিযানের মূল টার্গেট ছিলেন আব্দ-আল-হাদি মাহমুদ আল-হাজি আলি। স্থানীয় সময় সোমবার (১৭ এপ্রিল) সকালে সিরিয়ার উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, বিবৃতিতে আব্দ-আল-হাদিকে মধ্যপ্রাচ্য ও ইউরোপে হামলার মূল পরিকল্পনাকারী এবং আইএসের নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে।
আইএস বিদেশে সিরিয়ার কর্মকর্তাদের অপহরণের পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান চালায় মার্কিন বাহিনী। ওই অভিযানে আইএসের আরও দুই সদস্য নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। তবে নিহতদের পরিচয় ও অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুরস্ক-সিরিয়ার উত্তর সীমান্তের জারাব্লুস শহরের প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) পশ্চিমে আল-সুওয়াইদাহ গ্রামের একটি ভবন লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
এর দুই সপ্তাহ আগে সিরিয়ার ওই একই অঞ্চলে অভিযান চালিয়ে আইএসের অপর এক শীর্ষ নেতা খালিদ আয়িদ আহমেদ আল-জাবুরিকে হত্যা করে মার্কিন বাহিনী।
২০১৪ সালে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে ইসলামি খিলাফত প্রতিষ্ঠা করে আইএস। তবে ২০১৭ সালে ইরাক ও সিরিয়ার অধিকাংশ এলাকার দখল হারায় জঙ্গিগোষ্ঠীটি। দুই বছর পর ২০১৯ সালে সবশেষ ঘাঁটিও হাতছাড়া হয়ে যায়। এর পর থেকে দেশ দুটিতে বিভিন্ন সময়ে প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে আইএস।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপটোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১ তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণ চেষ্টা চালিয়েছিল।
১৩ মিনিট আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তিটি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে..
১ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
২ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
৩ ঘণ্টা আগে