Ajker Patrika

ইয়েমেনে প্রতি ১০ মিনিটে ১টি শিশু মারা যাচ্ছে: ইউনিসেফ

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১২: ৪২
ইয়েমেনে প্রতি ১০ মিনিটে ১টি শিশু মারা যাচ্ছে: ইউনিসেফ

ইয়েমেনে পাঁচ বছরের কম বয়সী ৫ লাখ ৪০ হাজারেরও বেশি শিশু তীব্র অপুষ্টি ও ক্ষুধায় ভুগছে। এ ছাড়া দেশটিতে প্রতি ১০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে। গতকাল শুক্রবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ইউনিসেফের বিবৃতির বরাত দিয়ে আরব নিউজ বলেছে, ইয়েমেনে এই মুহূর্তে ১ কোটি ১০ লাখ শিশুর মানবিক সহায়তা প্রয়োজন।

চলতি বছরে ইয়েমেনের শিশুদের জন্য সহায়তা চালিয়ে যেতে কমপক্ষে ৪৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ। কিন্তু জাতিসংঘ গত মাসে সুইজারল্যান্ডে একটি অঙ্গীকারমূলক সম্মেলনে ইয়েমেনের সমস্ত সংস্থার জন্য মাত্র ১২০ কোটি ডলার সংগ্রহ করতে পেরেছে, যা ৪৩০ কোটি ডলার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম।

এমন পরিস্থিতিতে ইউক্রেনে সহায়তা কমিয়ে দিতে বাধ্য হওয়ার আশঙ্কা করছে ইউনিসেফ। সংস্থাটি বলেছে, ২০২২ সাল পর্যন্ত তারা তহবিল ঘাটতির মুখোমুখি হয়েছে এবং ২০২৩ সালের শুরুতেই ইয়েমেনের শিশুদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে।

ইউনিসেফ বলেছে, ‘যদি তহবিল না পাওয়া যায়, তাহলে ইউনিসেফ দুর্বল শিশুদের জন্য তার গুরুত্বপূর্ণ সহায়তা কমাতে বাধ্য হতে পারে।’

২০১৪ সালে ইরান সমর্থিত হুতি মিলিশিয়ারা একটি অভ্যুত্থানের মাধ্যমে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেওয়ার পর দেশটিতে সংঘাত শুরু হয়। পরের বছরের ২৬ মার্চ আরব জোট ইয়েমেনের বৈধ সরকারকে সমর্থন দিয়ে হুতিদের বিরুদ্ধে আক্রমণ চালায়। তখন থেকে দেশটিতে সংঘাত চলছে।

২০১৫ সালে সংঘাত বেড়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত ইয়েমেনে ১১ হাজারেরও বেশি শিশু নিহত বা পঙ্গু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৈশ্বিক এই সংস্থা বলেছে, ইয়েমেনে ২ কোটি ১৭ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছে। তাদের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত