অনলাইন ডেস্ক
যুদ্ধ শুরুর আট মাস পরে এসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কাছে ঠিক কত সেনা অবশিষ্ট রয়ে গেছে, তা নিয়ে ধোঁয়াশা আছে। মার্কিন কর্মকর্তাদের অনুমান, হামাসের কাছে এখনো ১২ হাজার সেনা অবশিষ্ট রয়ে গেছে। তবে কীভাবে এই মূল্যায়ন করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি মার্কিন কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামাসের এখনো হয়তো ১২ হাজার যোদ্ধা অবশিষ্ট রয়ে গেছে। এর অর্থ হলো, আট মাসের যুদ্ধ শেষে ইসরায়েল হামাসের লোকবলের মাত্র অর্ধেকের কাছাকাছিই ক্ষয় করতে পেরেছে।
কিন্তু ইসরায়েলের দাবি ভিন্ন। দেশটির মূল্যায়ন অনুসারে, হামাসের ২৪টি ব্যাটালিয়ন ছিল এবং এগুলোর অধিকাংশই ধ্বংস বা পরাজিত করা হয়েছে। দেশটি আরও দাবি করেছে, তারা হামাসের অন্তত ১৪ হাজার যোদ্ধাকে হত্যা করেছে। এর অর্থ হলো—এই সময়ে আরও অন্তত কয়েক হাজার হামাস যোদ্ধা আহত হয়েছে।
স্পষ্টতই ইসরায়েলি দাবির সঙ্গে মার্কিন কর্মকর্তাদের দাবির বিষয়টি খুব একটা মিলছে না। আর তাই সব মিলিয়ে হামাসের লোকবল কতটা রয়ে গেছে, তা সংখ্যার খেলা বা নাম্বার গেম হয়ে দাঁড়িয়েছে। যদি হামাসের কাছে এখনো ৯ থেকে ১২ হাজার সেনা রয়ে যা, তার মানে হলো তাদের এখনো ১২ থেকে ১৫টি ব্যাটালিয়ন অবশিষ্ট আছে। এমনটা হলেও সংখ্যাটি ইসরায়েলিদের জন্য খুব একটা কম নয়।
এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘হামাস যোদ্ধারা এখন দক্ষিণের শহর রাফাহে ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘর্ষ এড়িয়ে চলছে এবং এর পরিবর্তে প্রায়শই শত্রুবাহিনীর লাইনের পেছনের লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য অ্যামবুশ ও ইম্প্রোভাইজড বোমার ওপর নির্ভর করে হামলা চালিয়ে যাচ্ছে।’
মার্কিন কর্মকর্তারা বলছেন, গাজার কেন্দ্রীয় অঞ্চলে হামাসের স্পষ্টতই হাজার হাজার যোদ্ধা রয়ে গেছে। এ ছাড়া, উত্তর গাজায় হামাসের হাজার হাজার সহযোগী আছে। হামাস গাজায় অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেও কাজ করে এবং তাদেরও শত শত বা হাজার হাজার সদস্য আছে। সব মিলিয়ে হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো এখনো লোকবল নিয়োগ দিচ্ছে এবং দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ গতকাল ৬ জুন সকালে হামাস যোদ্ধারা ইসরায়েলি সীমান্ত বেড়ার কাছে এসে (ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী) আইডিএফের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে একজন আইডিএফ সৈন্য নিহত হয়। এর স্পষ্ট বার্তা হলো—গোষ্ঠীটি এখনো হামলার পরিকল্পনা ও অপারেশন পরিচালনা করতে সক্ষম।
যুদ্ধ শুরুর আট মাস পরে এসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কাছে ঠিক কত সেনা অবশিষ্ট রয়ে গেছে, তা নিয়ে ধোঁয়াশা আছে। মার্কিন কর্মকর্তাদের অনুমান, হামাসের কাছে এখনো ১২ হাজার সেনা অবশিষ্ট রয়ে গেছে। তবে কীভাবে এই মূল্যায়ন করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি মার্কিন কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামাসের এখনো হয়তো ১২ হাজার যোদ্ধা অবশিষ্ট রয়ে গেছে। এর অর্থ হলো, আট মাসের যুদ্ধ শেষে ইসরায়েল হামাসের লোকবলের মাত্র অর্ধেকের কাছাকাছিই ক্ষয় করতে পেরেছে।
কিন্তু ইসরায়েলের দাবি ভিন্ন। দেশটির মূল্যায়ন অনুসারে, হামাসের ২৪টি ব্যাটালিয়ন ছিল এবং এগুলোর অধিকাংশই ধ্বংস বা পরাজিত করা হয়েছে। দেশটি আরও দাবি করেছে, তারা হামাসের অন্তত ১৪ হাজার যোদ্ধাকে হত্যা করেছে। এর অর্থ হলো—এই সময়ে আরও অন্তত কয়েক হাজার হামাস যোদ্ধা আহত হয়েছে।
স্পষ্টতই ইসরায়েলি দাবির সঙ্গে মার্কিন কর্মকর্তাদের দাবির বিষয়টি খুব একটা মিলছে না। আর তাই সব মিলিয়ে হামাসের লোকবল কতটা রয়ে গেছে, তা সংখ্যার খেলা বা নাম্বার গেম হয়ে দাঁড়িয়েছে। যদি হামাসের কাছে এখনো ৯ থেকে ১২ হাজার সেনা রয়ে যা, তার মানে হলো তাদের এখনো ১২ থেকে ১৫টি ব্যাটালিয়ন অবশিষ্ট আছে। এমনটা হলেও সংখ্যাটি ইসরায়েলিদের জন্য খুব একটা কম নয়।
এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘হামাস যোদ্ধারা এখন দক্ষিণের শহর রাফাহে ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘর্ষ এড়িয়ে চলছে এবং এর পরিবর্তে প্রায়শই শত্রুবাহিনীর লাইনের পেছনের লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য অ্যামবুশ ও ইম্প্রোভাইজড বোমার ওপর নির্ভর করে হামলা চালিয়ে যাচ্ছে।’
মার্কিন কর্মকর্তারা বলছেন, গাজার কেন্দ্রীয় অঞ্চলে হামাসের স্পষ্টতই হাজার হাজার যোদ্ধা রয়ে গেছে। এ ছাড়া, উত্তর গাজায় হামাসের হাজার হাজার সহযোগী আছে। হামাস গাজায় অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেও কাজ করে এবং তাদেরও শত শত বা হাজার হাজার সদস্য আছে। সব মিলিয়ে হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো এখনো লোকবল নিয়োগ দিচ্ছে এবং দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ গতকাল ৬ জুন সকালে হামাস যোদ্ধারা ইসরায়েলি সীমান্ত বেড়ার কাছে এসে (ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী) আইডিএফের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে একজন আইডিএফ সৈন্য নিহত হয়। এর স্পষ্ট বার্তা হলো—গোষ্ঠীটি এখনো হামলার পরিকল্পনা ও অপারেশন পরিচালনা করতে সক্ষম।
ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ায় আর নির্বাচন করা সম্ভব হয়নি। তবে যুক্তরাষ্ট্র চায়, ইউক্রেন যেন যুদ্ধবিরতি ঘোষণা করে নিজ দেশে নির্বাচনের আয়োজন করে।
১ ঘণ্টা আগেনতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। রাজধানী তেহরানে গতকাল রোববার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এটি উন্মোচন করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এটির সর্বোচ্চ পাল্লা ১ হাজার ৭০০ কিলোমিটার।
১ ঘণ্টা আগেজাপান ধর্মীয় স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। কিন্তু মুসলিমদের নিজস্ব কবরস্থানের জন্য আলাদা জায়গা চাওয়া নিয়েই মূলত অনেকের মধ্যে সন্দেহ তৈরি করেছে। কিছু ব্যক্তি ও প্ল্যাটফর্ম এই বিষয়টিকে ‘মুসলিম সম্প্রদায়ের আগ্রাসী সম্প্রসারণ’ বলে উপস্থাপন করছেন। তবে তাহির বলেছেন, ‘আমরা শুধু ধর্মীয় বিধান অনুযায়ী কবরস্থানের
৩ ঘণ্টা আগেপরীক্ষামূলকভাবে সফল হওয়ার ছয় মাস পর চার দিনের কর্ম সপ্তাহ চালু করেছে ইন্দোনেশিয়ার একটি মন্ত্রণালয়। আজ রোববার যুক্তরাজ্য-ভিত্তিক দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ‘কমপ্রেসড ওয়ার্ক শিডিউল’ নামে পরিচিত এই উদ্যোগটি স্বেচ্ছাসেবার ভিত্তিতে চালু করা হয়েছে। এ ক্ষেত্রে সপ্তাহে তিন দিন ছুটি কাটানোর সুযোগটি তাঁরাই পা
৪ ঘণ্টা আগে