অনলাইন ডেস্ক
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যৎ আলোচনাগুলোতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছে ক্রেমলিন। আজ বুধবার ক্রেমলিন সূত্রে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত মাসে সৌদি আরবে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার প্রাথমিক আলোচনায়ও বিষয়টি ‘আলোচিত হয়েছে’ বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক স্তরে ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগে সহায়তা করতে রাজি হয়েছে রাশিয়া। তবে ক্রেমলিন সরাসরি এ খবরের সত্যতা নিশ্চিত না করলেও ইরান এখন ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আলোচনার অন্যতম বিষয় হতে চলেছে, তা স্পষ্ট করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ‘আমরা এখন পর্যন্ত শুধু এতটুকু বুঝেছি, ইরানের পরমাণু সমস্যার সমাধান সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে করা উচিত—এটি রাশিয়ার প্রকৃত অবস্থান।’
পেসকভ আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এর সম্ভাবনা রয়েছে। কারণ, ইরান আমাদের মিত্র, আমাদের অংশীদার। আর ইরান এমন একটি দেশ, যার সঙ্গে আমরা লাভজনক ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়ে তুলছি। রাশিয়া এর জন্য সবকিছু করতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রও তা জানে।’
গত মাসে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি পুনর্বহাল করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনা, যাতে তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা যায়। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করেছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছে। চলতি বছরের জানুয়ারিতে ইরানের সঙ্গে একটি কৌশলগত সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করেছে রাশিয়া।
ক্রেমলিন জানিয়েছে, গত মাসে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত রাশিয়া-মার্কিন আলোচনায় ইরানের বিষয়টি আলোচনা করা হয়েছিল।
পেসকভ বলেন, ‘রিয়াদে ইরান নিয়ে আলোচনা হয়েছিল। তবে বিস্তারিত নয়।’
ব্লুমবার্গের প্রতিবেদন সম্পর্কে বিশেষভাবে জানতে চাওয়া হলে পেসকভ বলেন, ‘দেখুন, ইরানের বিষয়টি আলোচ্যসূচিতে ছিল, তা আলোচিত হয়েছে। তবে অন্যান্য আলোচনার সঙ্গে আমরা এটি নিয়ে কথা বলেছি। এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি।’
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যৎ আলোচনাগুলোতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছে ক্রেমলিন। আজ বুধবার ক্রেমলিন সূত্রে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত মাসে সৌদি আরবে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার প্রাথমিক আলোচনায়ও বিষয়টি ‘আলোচিত হয়েছে’ বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক স্তরে ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগে সহায়তা করতে রাজি হয়েছে রাশিয়া। তবে ক্রেমলিন সরাসরি এ খবরের সত্যতা নিশ্চিত না করলেও ইরান এখন ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আলোচনার অন্যতম বিষয় হতে চলেছে, তা স্পষ্ট করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ‘আমরা এখন পর্যন্ত শুধু এতটুকু বুঝেছি, ইরানের পরমাণু সমস্যার সমাধান সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে করা উচিত—এটি রাশিয়ার প্রকৃত অবস্থান।’
পেসকভ আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এর সম্ভাবনা রয়েছে। কারণ, ইরান আমাদের মিত্র, আমাদের অংশীদার। আর ইরান এমন একটি দেশ, যার সঙ্গে আমরা লাভজনক ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়ে তুলছি। রাশিয়া এর জন্য সবকিছু করতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রও তা জানে।’
গত মাসে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি পুনর্বহাল করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনা, যাতে তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা যায়। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করেছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছে। চলতি বছরের জানুয়ারিতে ইরানের সঙ্গে একটি কৌশলগত সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করেছে রাশিয়া।
ক্রেমলিন জানিয়েছে, গত মাসে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত রাশিয়া-মার্কিন আলোচনায় ইরানের বিষয়টি আলোচনা করা হয়েছিল।
পেসকভ বলেন, ‘রিয়াদে ইরান নিয়ে আলোচনা হয়েছিল। তবে বিস্তারিত নয়।’
ব্লুমবার্গের প্রতিবেদন সম্পর্কে বিশেষভাবে জানতে চাওয়া হলে পেসকভ বলেন, ‘দেখুন, ইরানের বিষয়টি আলোচ্যসূচিতে ছিল, তা আলোচিত হয়েছে। তবে অন্যান্য আলোচনার সঙ্গে আমরা এটি নিয়ে কথা বলেছি। এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি।’
২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
১ ঘণ্টা আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
২ ঘণ্টা আগেচকলেটপ্রেমীদের জন্য ২০২৫ সাল নিয়ে এসেছে এক দুঃসংবাদ। চকলেটের প্রধান উপাদান কোকো’র ঘাটতি ও দাম বেড়ে যাওয়ার কারণে এবার চকলেট বার, ইস্টার এগ, এমনকি কোকো পাউডারের দামও আকাশছোঁয়া। গত এক বছরে কোকোর দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
২ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের পোপ হিসেবে পথচলা ছিল অনন্য। দুর্নীতি দমন, শিশুদের ওপর যৌন নিপীড়ন প্রতিরোধ এবং চার্চের আইন আধুনিকীকরণের যে চেষ্টা তিনি করেছিলেন, তা সব সময় সফল না হলেও কোটি কোটি ক্যাথলিকের হৃদয় জিতে নিয়েছে।
৩ ঘণ্টা আগে