Ajker Patrika

যুদ্ধবিরতির মধ্যেই আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযান

আপডেট : ২১ মে ২০২১, ১৮: ৩৫
যুদ্ধবিরতির মধ্যেই আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযান

ঢাকা: ১১ দিনের সংঘাতের পর গাজায় আজ শুক্রবার থেকে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মধ্যেই জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ সময় মসজিদে মুসলিমদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জুমার নামাজের পর অনেক ফিলিস্তিনি মুসলিম আল আকসা মসজিদ প্রাঙ্গণে জড়ো হয় ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি উদযাপন করার জন্য। এ সময় তাঁদের ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ সদস্যরা।

আল জাজিরার সাংবাদিক ইমরান খান বলেন, ফিলিস্তিনিরা গাইছিলো এবং স্লোগান দিচ্ছিল । ওই সময় ইসরায়েলি পুলিশরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস ছোড়ে।

গত ১০ মে অধিকৃত পূর্ব জেরুজালেমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের উদ্যোগকে কেন্দ্র করে মসজিদ আল আকসায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ফিলিস্তিনি নাগরিক ও ইসরায়েলের পুলিশ। আল আকসা থেকে পুলিশ প্রত্যাহারের আলটিমেটাম দেয় হামাস। তাতে সাড়া না দেওয়ায় হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া হলে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

গত ১০ মে এই সংঘাত শুরুর পর থেকেই বিশ্বনেতারা উদ্বিগ্ন হয়ে ওঠেন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নেতারা উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও ডাকে জাতিসংঘ। শুরু থেকেই উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতায় এগিয়ে আসে মিসর, কাতার ও জাতিসংঘ। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। বিশেষ দূত পাঠানোর পরও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানালে আশা দেখা দেয়। বৃহস্পতিবার গাজা পরিস্থিতি নিয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলোচনা করেন বাইডেন। পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আশা প্রকাশ করা হয়। শেষ পর্যন্ত গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত