অনলাইন ডেস্ক
গত রোববার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে খ্রিষ্ট ধর্মীয় ইস্টার প্রার্থনা। এদিন ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে ইস্টার প্রার্থনা চলাকালে একটি খ্রিষ্টান সমাবেশে হামলা চালিয়েছে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর সদস্যরা। তারা প্রার্থনাস্থলে ঢুকে লাঠি হাতে স্লোগান দিতে দিতে হট্টগোল করে।
যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, আহমেদাবাদের ওধাভ এলাকার একটি আবাসিক হলে শতাধিক খ্রিষ্টান ধর্মাবলম্বীর একটি শান্তিপূর্ণ প্রার্থনাসভায় ওই হামলা চালানো হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা ‘জয় শ্রী রাম’ ও ‘হর হর মহাদেব’ স্লোগান দিতে দিতে প্রার্থনা স্থলে প্রবেশ করছেন।
এই ঘটনায় অভিযুক্ত দুই গোষ্ঠী আধিপত্যবাদী ‘হিন্দুত্ব’ মতাদর্শে বিশ্বাসী এবং তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরেই তারা মুসলিম ও খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিতকরণের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে।
হামলায় আহত হওয়ার কোনো খবর না থাকলেও ঘটনাটি ভারতে ধর্মীয় সহিংসতা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে হুমকির ক্রমবর্ধমান ঘটনাবলিকে ঘিরে উদ্বেগ বাড়িয়েছে।
ওধাভ থানার ইন্সপেক্টর প্রতীক জিনজুভাদিয়া জানিয়েছেন, স্থানীয় বিমল পার্ক সোসাইটির একটি আবাসিক হলে ওই প্রার্থনা সভাটি হচ্ছিল। সেখানে অংশগ্রহণকারী ও আয়োজকদের বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তরকরণের অভিযোগ তোলেন হামলাকারীরা।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকেই থানায় নিয়ে গিয়ে লিখিত অভিযোগ গ্রহণ করে। বজরং দলের স্থানীয় প্রতিনিধি দর্শন জোশি ধর্মান্তরকরণের অভিযোগ তুলে তদন্তের দাবি জানান।
তবে পুলিশের প্রাথমিক তদন্তে এমন কোনো ধর্মান্তর কার্যক্রমের প্রমাণ পায়নি বলে জানিয়েছেন ইন্সপেক্টর জিনজুভাদিয়া।
প্রার্থনায় উপস্থিত খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য ইমানুয়েল আমায়দাস ১০ থেকে ১৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে স্থান দখল ও বিঘ্ন ঘটানোর অভিযোগে পাল্টা অভিযোগ দায়ের করেন।
এই ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক বিবৃতিতে বজরং দলের আঞ্চলিক সমন্বয়ক জ্বলিত মেহতা বলেন—ওধাভ ও নিকোল এলাকায় খ্রিষ্টান সমাবেশে তারা প্রবেশ করেছিলেন। কারণ তারা খবর পেয়েছিলেন সেখানে ধর্মান্তরকরণের কার্যক্রম চলছে।
ভারতের বেশ কয়েকটি রাজ্যে জোরপূর্বক ধর্মান্তর আইনত দণ্ডনীয় হলেও সেগুলোর সংজ্ঞা অস্পষ্ট এবং সংখ্যালঘুদের টার্গেট করতে এগুলো প্রায়ই অপব্যবহার করা হয় বলে সমালোচকদের অভিযোগ।
ইউনাইটেড খ্রিষ্টান ফোরামের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারতে খ্রিষ্টানদের ওপর হামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৪ টি, যা আগের বছর ছিল ৭৩৪ টি।
গত রোববার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে খ্রিষ্ট ধর্মীয় ইস্টার প্রার্থনা। এদিন ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে ইস্টার প্রার্থনা চলাকালে একটি খ্রিষ্টান সমাবেশে হামলা চালিয়েছে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর সদস্যরা। তারা প্রার্থনাস্থলে ঢুকে লাঠি হাতে স্লোগান দিতে দিতে হট্টগোল করে।
যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, আহমেদাবাদের ওধাভ এলাকার একটি আবাসিক হলে শতাধিক খ্রিষ্টান ধর্মাবলম্বীর একটি শান্তিপূর্ণ প্রার্থনাসভায় ওই হামলা চালানো হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা ‘জয় শ্রী রাম’ ও ‘হর হর মহাদেব’ স্লোগান দিতে দিতে প্রার্থনা স্থলে প্রবেশ করছেন।
এই ঘটনায় অভিযুক্ত দুই গোষ্ঠী আধিপত্যবাদী ‘হিন্দুত্ব’ মতাদর্শে বিশ্বাসী এবং তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরেই তারা মুসলিম ও খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিতকরণের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে।
হামলায় আহত হওয়ার কোনো খবর না থাকলেও ঘটনাটি ভারতে ধর্মীয় সহিংসতা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে হুমকির ক্রমবর্ধমান ঘটনাবলিকে ঘিরে উদ্বেগ বাড়িয়েছে।
ওধাভ থানার ইন্সপেক্টর প্রতীক জিনজুভাদিয়া জানিয়েছেন, স্থানীয় বিমল পার্ক সোসাইটির একটি আবাসিক হলে ওই প্রার্থনা সভাটি হচ্ছিল। সেখানে অংশগ্রহণকারী ও আয়োজকদের বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তরকরণের অভিযোগ তোলেন হামলাকারীরা।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকেই থানায় নিয়ে গিয়ে লিখিত অভিযোগ গ্রহণ করে। বজরং দলের স্থানীয় প্রতিনিধি দর্শন জোশি ধর্মান্তরকরণের অভিযোগ তুলে তদন্তের দাবি জানান।
তবে পুলিশের প্রাথমিক তদন্তে এমন কোনো ধর্মান্তর কার্যক্রমের প্রমাণ পায়নি বলে জানিয়েছেন ইন্সপেক্টর জিনজুভাদিয়া।
প্রার্থনায় উপস্থিত খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য ইমানুয়েল আমায়দাস ১০ থেকে ১৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে স্থান দখল ও বিঘ্ন ঘটানোর অভিযোগে পাল্টা অভিযোগ দায়ের করেন।
এই ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক বিবৃতিতে বজরং দলের আঞ্চলিক সমন্বয়ক জ্বলিত মেহতা বলেন—ওধাভ ও নিকোল এলাকায় খ্রিষ্টান সমাবেশে তারা প্রবেশ করেছিলেন। কারণ তারা খবর পেয়েছিলেন সেখানে ধর্মান্তরকরণের কার্যক্রম চলছে।
ভারতের বেশ কয়েকটি রাজ্যে জোরপূর্বক ধর্মান্তর আইনত দণ্ডনীয় হলেও সেগুলোর সংজ্ঞা অস্পষ্ট এবং সংখ্যালঘুদের টার্গেট করতে এগুলো প্রায়ই অপব্যবহার করা হয় বলে সমালোচকদের অভিযোগ।
ইউনাইটেড খ্রিষ্টান ফোরামের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারতে খ্রিষ্টানদের ওপর হামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৪ টি, যা আগের বছর ছিল ৭৩৪ টি।
অভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
১২ মিনিট আগে১ জুলাই যুক্তরাষ্ট্রের গ্রেটার বোস্টনের ১৪টি এলাকায় সেবা দেওয়া টিমস্টারস ইউনিয়নের স্থানীয় শাখা লোকাল ২৫-এর মাধ্যমে এই ধর্মঘট শুরু হয়। পরে এটি ক্যালিফোর্নিয়ার ম্যান্টেকা; ইলিনয়ের অটোয়া; জর্জিয়ার কামিং, ওয়াশিংটনের লেসি শহরে ছড়িয়ে পড়ে। অনেক কর্মী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে কাজ বন্ধ করে দেন।
৩৪ মিনিট আগেরায়ে তিনি বলেন, ‘নিম্ন ও উচ্চ আদালতের বিচারকদের সম্পর্ক সামন্ত প্রভু ও ভূমিদাসের মতো। হাইকোর্টের বিচারকদের অভিবাদন জানানোর সময় জেলা বিচারকদের শারীরিক ভাষা এতটাই বিনয়ী থাকে, যা চাটুকারিতার কাছাকাছি। জেলা বিচারকরা যেন অমেরুদণ্ডী স্তন্যপায়ী প্রাণীর একমাত্র শনাক্তযোগ্য প্রজাতি।’
২ ঘণ্টা আগেফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকারী দেশের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য প্রচারিত হচ্ছে। তবে বার্তা সংস্থা এএফপি জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৪২টি রাষ্ট্রকে চিহ্নিত করেছে, যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এএফপির গণনায় ফ্রান্স অন্তর্ভুক্ত। কারণ, দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গত...
৩ ঘণ্টা আগে