Ajker Patrika

ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, পাঁচজন নিহত

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২১: ১৮
হামলার পর ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন। ছবি: পিটিআই
হামলার পর ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন। ছবি: পিটিআই

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই হামলায় হতাহতের শিকার পর্যটকেরা পহেলগামে ভ্রমণ করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কর্তৃপক্ষ বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হিমালয়ের মনোরম শহর পহেলগাম ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে খ্যাত। সেখানেই ওই হামলার ঘটনা ঘটে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে যেকোনো হামলার তুলনায় এবারের হামলাটি অনেক বড় ছিল এবং এতে বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

পাঁচজন নিহতের পাশাপাশি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, ঘটনার পর সেখানে সেনা ও পুলিশ পাঠানো হয়েছে।

হামলাটিকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে সিনহা বলেন, ‘আমি জনগণকে আশ্বস্ত করছি, যারা এই ঘৃণ্য হামলার পেছনে আছেন, তাদের শাস্তি দেওয়া হবে।’

এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। ১৯৮৯ সাল থেকে কাশ্মীর অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আন্দোলন শুরু হলেও সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা কিছুটা কম ছিল।

এবারের হামলাটি পহেলগামের তিন মাইল দূরে বাইসারান এলাকায় ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে, সেনারা হামলার স্থলে ছুটে যাচ্ছেন। অন্য একটি ভিডিওতে হামলার শিকার ব্যক্তিদের বলতে শোনা গেছে, বন্দুকধারীরা শুধু মুসলিম না-হওয়া পর্যটকদের লক্ষ্যবস্তু করেছে।

পুলিশ জানিয়েছে, একাধিক পর্যটককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকা ঘিরে রাখা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করার জন্য তল্লাশি চলছে।

১৯৯০-এর দশক থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কাশ্মীরে তীব্র সংঘর্ষ সৃষ্টি করেছে। এতে অনেক বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যের প্রাণ হারিয়েছে।

১৯৪৭ সালে ব্রিটেন থেকে স্বাধীনতার পর ভারত ও পাকিস্তানে বিভক্ত হয়ে যায় কাশ্মীর। কিন্তু দুই দেশই শুরু থেকে কাশ্মীরকে এককভাবে নিজেদের বলে দাবি করে আসছে।

বর্তমানে কাশ্মীরে প্রায় ৫ লাখ ভারতীয় সেনা স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন বাতিল করার পর কিছুটা শান্ত হয়ে এলেও সহিংসতার ঘটনা এখনো ঘটছে।

উল্লেখ্য, পহেলগাম একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এই অঞ্চল দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৩৫ লাখ পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত