নৌপথে মানবিক ত্রাণ সহায়তা দিতে গাজায় অস্থায়ী বন্দর ও জেটি তৈরি করবে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে জো বাইডেন মার্কিন সেনাবাহিনীকে গাজায় জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী বন্দর বা জেটি স্থাপনের নির্দেশ দেবেন।
এই জেটির সাহায্যে মানবিক সহায়তার বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য—খাদ্য, পানি, ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট এ বিষয়ে প্রয়োজনীয় ঘোষণা ও নির্দেশ দেওয়ার পর এই উদ্যোগ বাস্তবায়নে কার্যক্রম শুরু হবে।’
ওই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে সমমনা দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে। এই বন্দর ও জেটি থেকে যেন শ খানেক ট্রাক একযোগে ত্রাণসহায়তা বহন করতে পারে সেই সক্ষমতা দিয়েই তৈরি করা হবে। তিনি বলেছেন, ‘ভূখণ্ডটিতে আমরা নিরাপত্তার বিষয়গুলোতে ইসরায়েলের সঙ্গে কাজ করব এবং ত্রাণ বিতরণে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সহায়তা দেওয়া এনজিওগুলোর সঙ্গে কাজ করব।’
তবে গাজার অভ্যন্তরে মার্কিন সৈন্যরা সরাসরি কোনো কাজে অংশ নেবে না। বিষয়টি নিশ্চিত করে ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, গাজার বেসামরিক নাগরিকদের জরুরি প্রয়োজনগুলো মেটানোর পাশাপাশি ত্রাণ সহায়তা দেওয়া সংস্থাগুলোর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও কাজ করবে যুক্তরাষ্ট্র।
হামাস যুদ্ধবিরতির শর্তে রাজি হচ্ছে না ইঙ্গিত দিয়ে মার্কিন এই কর্মকর্তা আরও বলেছেন, ‘যুদ্ধবিরতি অর্জনের পথ পরিষ্কার। হামাস যদি তাদের হাতে নাজুক অবস্থায় থাকা নারী, বৃদ্ধ, অসুস্থ জিম্মিদের তালিকা প্রকাশ করত, তবে এতক্ষণে অন্তত ৬ সপ্তাহের একটি যুদ্ধবিরতি হয়ে যেত।’
নৌপথে মানবিক ত্রাণ সহায়তা দিতে গাজায় অস্থায়ী বন্দর ও জেটি তৈরি করবে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে জো বাইডেন মার্কিন সেনাবাহিনীকে গাজায় জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী বন্দর বা জেটি স্থাপনের নির্দেশ দেবেন।
এই জেটির সাহায্যে মানবিক সহায়তার বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য—খাদ্য, পানি, ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট এ বিষয়ে প্রয়োজনীয় ঘোষণা ও নির্দেশ দেওয়ার পর এই উদ্যোগ বাস্তবায়নে কার্যক্রম শুরু হবে।’
ওই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে সমমনা দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে। এই বন্দর ও জেটি থেকে যেন শ খানেক ট্রাক একযোগে ত্রাণসহায়তা বহন করতে পারে সেই সক্ষমতা দিয়েই তৈরি করা হবে। তিনি বলেছেন, ‘ভূখণ্ডটিতে আমরা নিরাপত্তার বিষয়গুলোতে ইসরায়েলের সঙ্গে কাজ করব এবং ত্রাণ বিতরণে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সহায়তা দেওয়া এনজিওগুলোর সঙ্গে কাজ করব।’
তবে গাজার অভ্যন্তরে মার্কিন সৈন্যরা সরাসরি কোনো কাজে অংশ নেবে না। বিষয়টি নিশ্চিত করে ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, গাজার বেসামরিক নাগরিকদের জরুরি প্রয়োজনগুলো মেটানোর পাশাপাশি ত্রাণ সহায়তা দেওয়া সংস্থাগুলোর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও কাজ করবে যুক্তরাষ্ট্র।
হামাস যুদ্ধবিরতির শর্তে রাজি হচ্ছে না ইঙ্গিত দিয়ে মার্কিন এই কর্মকর্তা আরও বলেছেন, ‘যুদ্ধবিরতি অর্জনের পথ পরিষ্কার। হামাস যদি তাদের হাতে নাজুক অবস্থায় থাকা নারী, বৃদ্ধ, অসুস্থ জিম্মিদের তালিকা প্রকাশ করত, তবে এতক্ষণে অন্তত ৬ সপ্তাহের একটি যুদ্ধবিরতি হয়ে যেত।’
প্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
১০ মিনিট আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
১ ঘণ্টা আগে২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
২ ঘণ্টা আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
৩ ঘণ্টা আগে