Ajker Patrika

রাশিয়ায় যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত

অনলাইন ডেস্ক
ছবি: তাস
ছবি: তাস

বিধ্বস্ত রুশ উড়োজাহাজের কেউ আর বেঁচে নেই। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার, স্থানীয় সময় দুপুরে সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সার্ভিস সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থাটি।

এর আগে, বৃহস্পতিবার দুপুরেই ৫০ আরোহী নিয়ে রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে বিধ্বস্ত হয় অ্যান-২৪ ফ্লাইটটি। স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা দ্বারা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের গন্তব্যস্থলে পৌঁছানোর সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বাজে আবহাওয়ার কারণে এমন হয়ে থাকতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। এরপর একটি উদ্ধারকারী হেলিকপ্টার উড়োজাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। এটি সোভিয়েত আমলে বানানো উড়োজাহাজ। বয়স আনুমানিক ৫০ বছর। উদ্ধারকারী হেলিকপ্টার থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, উড়োজাহাজটি একটি বনের মধ্যে পড়ে আছে।

আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী—উড়োজাহাজটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। তবে জরুরি পরিষেবা মন্ত্রণালয় আরোহীর সংখ্যা কিছুটা কম, প্রায় ৪০ জন বলে জানিয়েছে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ার সুদূর পূর্বে প্রায় ৫০ জন আরোহী বহনকারী একটি রুশ যাত্রীবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে গভর্নর ভাসিলি লেখেন, ‘উড়োজাহাজের সন্ধানে অভিযান চলছে। প্রয়োজনীয় সব বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে।’ এদিকে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে উড়োজাহাজটিতে আরোহীর সংখ্যা কিছুটা কম। তাদের তথ্যমতে, উড়োজাহাজে আরোহীর সংখ্যা ৪০ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত