Ajker Patrika

অনিল আম্বানির নিয়ন্ত্রণাধীন ৩৫ স্থাপনায় ইডির হানা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৪: ৫০
অনিল আম্বানিকে ‘প্রতারক’ হিসাব হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ছবি: এএফপি
অনিল আম্বানিকে ‘প্রতারক’ হিসাব হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ছবি: এএফপি

ভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও কোটিপতি অনিল আম্বানির সম্পর্কযুক্ত একাধিক জায়গায় সাড়াশি অভিযান চালাচ্ছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মূলত অর্থপাচার এবং ঋণ জালিয়াতির অভিযোগেই এই অভিযান শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দিল্লি ও মুম্বাইয়ের অন্তত ৩৫টি স্থানে এই অভিযান চালানো হচ্ছে।

এর আগে দুটি পৃথক এফআইআর দায়ের করে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই, যেখানে অনিল আম্বানির মালিকানাধীন বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়। এই মামলাগুলোর ভিত্তিতেই ইডি বর্তমানে অভিযান পরিচালনা করছে।

ইডি জানায়, রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ (আরএএজেএ) -এর অন্তর্গত ৫০ টিরও বেশি কোম্পানির নথিপত্র খতিয়ে দেখা হয়েছে এবং ২৫ জনের বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ইডির প্রাথমিক তদন্তে ‘ব্যাংক, শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানকে প্রতারণা করে জনসাধারণের অর্থ আত্মসাতের জন্য একটি সুপরিকল্পিত এবং সুচিন্তিত পরিকল্পনা’ উঠে এসেছে।

তদন্তে উঠে এসেছে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাংক লিমিটেড আরএএজেএ গ্রুপের বিভিন্ন কোম্পানিকে প্রায় ৩ হাজার কোটি রুপির ঋণ দেয়। তবে অভিযোগ হলো—এই ঋণের পেছনে ছিল অবৈধ কৌশল ও ঘুষ লেনদেন। ইয়েস ব্যাংকের তৎকালীন প্রমোটাররা নাকি নিজেদের ব্যক্তিগত কোম্পানিতে টাকা পেয়ে এরপর আরএএজেএ কোম্পানিগুলোকে ঋণ মঞ্জুর করেন।

ইডির মতে, এই প্রক্রিয়ার মধ্যে ছিল—দুর্বল বা যাচাই না করা আর্থিক অবস্থার কোম্পানিকে ঋণ প্রদান, একই পরিচালক ও ঠিকানার একাধিক কোম্পানি, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ঋণ অনুমোদন, ‘লোন এভারগ্রিনিং’ অর্থাৎ পুরোনো ঋণ শোধ করতে নতুন ঋণ।

তদন্তকারীদের ধারণা, ইয়েস ব্যাংকের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রমোটার এই প্রতারণার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তারা ব্যক্তিগতভাবে অর্থ বা সুবিধা পেয়েছেন বলেও সন্দেহ করা হচ্ছে।

ইডিকে তথ্য দিয়েছে ভারতের জাতীয় আবাসন ব্যাংক (এনএইচবি), শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা (এসইবিআই), ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথোরিটি (এনএফআরএ), ও ব্যাংক অব বরোদা।

এক প্রতিবেদনে এসইবিআই জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড (আরএইচএফএল) এ বড় ধরনের আর্থিক অনিয়ম রয়েছে। প্রতিষ্ঠানটির করপোরেট ঋণ পোর্টফোলিও ২০১৭-১৮ অর্থবছরে যেখানে ছিল ৩ হাজার ৭৪২ কোটি রুপি, তা ২০১৮-১৯ সালে বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৬৭০ কোটি রুপিতে।

এদিকে, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই), রিলায়েন্স কমিউনিকেশনস এবং অনিল আম্বানিকে ‘প্রতারক’ হিসাব হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগেও ২০২০ সালের নভেম্বরে এসবিআই একই অভিযোগে রিলায়েন্স কমিউনিকেশনস ও অনিল আম্বানির বিরুদ্ধে সিবিআইয়ে অভিযোগ দায়ের করে। যদিও দিল্লি হাইকোর্ট ২০২১ সালের ৬ জানুয়ারি ‘স্ট্যাটাস কু’ আদেশ দিলে অভিযোগটি প্রত্যাহার করা হয়।

তবে এবার আবারও নতুন তথ্যের ভিত্তিতে কার্যত পুরো গ্রুপের বিরুদ্ধেই বড়সড় আইনি পদক্ষেপ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সংস্থাগুলো। তদন্ত চলছে বলেই ইডি জানিয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত