ইসরায়েলের নিকট প্রতিবেশী লেবানন সীমান্তে শিগগির অভিযান শুরু করবে ইসরায়েল। গাজা সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে আলাপকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এ কথা জানিয়েছেন। এ ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাবে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল সোমবার গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে আলাপকালে গ্যালান্ত বলেছেন, দেশের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে শিগগির অভিযান চালাবে। গ্যালান্ত বলেছেন, ‘তাঁরা (ইসরায়েলি সেনাবাহিনীর অন্যান্য ইউনিটের সেনারা) শিগগিরই অভিযানে নামবে...উত্তরাঞ্চলে আরও বাড়তি সেনা পাঠানো হবে।’
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ধীরে ধীরে রিজার্ভ সেনাদেরও প্রস্তুত করে মাঠে নামানো হবে, যাতে তারা ভবিষ্যতে বিভিন্ন অপারেশনে অংশ নিতে পারে। গ্যালান্তের মতো একই ধরনের কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)।
গতকাল সোমবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, তারা লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘এ ছাড়া আমাদের লক্ষ্যের মধ্যে আছে দক্ষিণ লেবাননের মারকাবা, তাইবেহ ও মারুন আল-রাস অঞ্চলে অবস্থিত হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো ও পর্যবেক্ষণ পোস্ট।’
এর আগে চলতি মাসের শুরুতে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল হেরজি হালেভি বলেছিলেন—উত্তর সীমান্তে, অর্থাৎ লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ অনেক বেশি ভয়াবহ হতে পারে। তিনি বলেছিলেন, ‘আমি জানি না উত্তর সীমান্তে যুদ্ধ কখন শুরু হবে তবে আমি বলতে পারি যে, আগামী মাসে এই যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।’
এএফপির হিসাব অনুসারে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষে দুই শতাধিক হিজবুল্লাহ সদস্য ও বেসামরিক লেবানিজ নিহত হয়েছে। বিপরীতে ইসরায়েলের ৯ সেনা ও ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
ইসরায়েলের নিকট প্রতিবেশী লেবানন সীমান্তে শিগগির অভিযান শুরু করবে ইসরায়েল। গাজা সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে আলাপকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এ কথা জানিয়েছেন। এ ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাবে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল সোমবার গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে আলাপকালে গ্যালান্ত বলেছেন, দেশের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে শিগগির অভিযান চালাবে। গ্যালান্ত বলেছেন, ‘তাঁরা (ইসরায়েলি সেনাবাহিনীর অন্যান্য ইউনিটের সেনারা) শিগগিরই অভিযানে নামবে...উত্তরাঞ্চলে আরও বাড়তি সেনা পাঠানো হবে।’
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ধীরে ধীরে রিজার্ভ সেনাদেরও প্রস্তুত করে মাঠে নামানো হবে, যাতে তারা ভবিষ্যতে বিভিন্ন অপারেশনে অংশ নিতে পারে। গ্যালান্তের মতো একই ধরনের কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)।
গতকাল সোমবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, তারা লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘এ ছাড়া আমাদের লক্ষ্যের মধ্যে আছে দক্ষিণ লেবাননের মারকাবা, তাইবেহ ও মারুন আল-রাস অঞ্চলে অবস্থিত হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো ও পর্যবেক্ষণ পোস্ট।’
এর আগে চলতি মাসের শুরুতে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল হেরজি হালেভি বলেছিলেন—উত্তর সীমান্তে, অর্থাৎ লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ অনেক বেশি ভয়াবহ হতে পারে। তিনি বলেছিলেন, ‘আমি জানি না উত্তর সীমান্তে যুদ্ধ কখন শুরু হবে তবে আমি বলতে পারি যে, আগামী মাসে এই যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।’
এএফপির হিসাব অনুসারে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষে দুই শতাধিক হিজবুল্লাহ সদস্য ও বেসামরিক লেবানিজ নিহত হয়েছে। বিপরীতে ইসরায়েলের ৯ সেনা ও ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
অভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
১ মিনিট আগে১ জুলাই যুক্তরাষ্ট্রের গ্রেটার বোস্টনের ১৪টি এলাকায় সেবা দেওয়া টিমস্টারস ইউনিয়নের স্থানীয় শাখা লোকাল ২৫-এর মাধ্যমে এই ধর্মঘট শুরু হয়। পরে এটি ক্যালিফোর্নিয়ার ম্যান্টেকা; ইলিনয়ের অটোয়া; জর্জিয়ার কামিং, ওয়াশিংটনের লেসি শহরে ছড়িয়ে পড়ে। অনেক কর্মী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে কাজ বন্ধ করে দেন।
২৩ মিনিট আগেরায়ে তিনি বলেন, ‘নিম্ন ও উচ্চ আদালতের বিচারকদের সম্পর্ক সামন্ত প্রভু ও ভূমিদাসের মতো। হাইকোর্টের বিচারকদের অভিবাদন জানানোর সময় জেলা বিচারকদের শারীরিক ভাষা এতটাই বিনয়ী থাকে, যা চাটুকারিতার কাছাকাছি। জেলা বিচারকরা যেন অমেরুদণ্ডী স্তন্যপায়ী প্রাণীর একমাত্র শনাক্তযোগ্য প্রজাতি।’
২ ঘণ্টা আগেফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকারী দেশের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য প্রচারিত হচ্ছে। তবে বার্তা সংস্থা এএফপি জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৪২টি রাষ্ট্রকে চিহ্নিত করেছে, যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এএফপির গণনায় ফ্রান্স অন্তর্ভুক্ত। কারণ, দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গত...
৩ ঘণ্টা আগে