Ajker Patrika

লেবাননে হত্যাকাণ্ডের শোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা

অনলাইন ডেস্ক
Thumbnail image

লেবাননে শীর্ষ তিন হিজবুল্লাহ নেতা হত্যার শোধ নিতে ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটি। আজ মঙ্গলবার প্রথমবারের মতো ইসরায়েলের সাফেদে সামরিক হেডকোয়ার্টারে ড্রোন হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। 

গতকাল সোমবার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার উইসাম আল-তাউইল এবং গত সপ্তাহে বেইরুতে হামাসের ডেপুটি প্রধান সালেহ আল–আরৌরি নিহত হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে এ হত্যার শোধ নিতেই ইসরায়েলের সামরিক হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।   

হিজবুল্লাহর অভিযান সম্পর্কে অবহিত এক সূত্র বলছে, হামাস–ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এ প্রথমবার হিজবুল্লাহ ইসরায়েলের সাফেদে হামলা করেছে, যা সীমান্ত থেকে ১৪ কিলোমিটার দূরেই অবস্থিত। 

ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, উত্তরের ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে তবে এতে কোনো ধরনের ক্ষয় ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে কোন স্থানে এ হামলা হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। 

ইসরায়েলের সঙ্গে শত্রুতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৩০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। এর আগে ২০০৬ সালে সর্বশেষ ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে এমন বৃহদাকারে সংঘর্ষ হয়েছিল। এ সংঘর্ষের কারণে সীমান্তের দুই পাশ থেকেই প্রায় ১০ হাজারের মতো মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করতে পারে এবং ছড়িয়ে পারতে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সূত্র বলছে, আজ মঙ্গলবার দক্ষিণ লেবাননের ঘান্দৌরিয়েহ শহরে গাড়ি হামলায় তিন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। তবে ওই তিন যোদ্ধার কোনো পরিচয় প্রকাশ করা হয়নি।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলে, এর বিমানবাহিনী সীমান্তবর্তী গ্রাম কাফার কিলায় হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করেছে। এ ছাড়াও দক্ষিণ লেবাননে গোষ্ঠীটির ড্রোন স্কোয়াডেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।  

গত সোমবার নিহত হিজবুল্লাহ কমান্ডার উইসাম আল-তাউইল রেদওয়ান বাহিনীর একটি ইউনিটের ডেপুটি প্রধান। তিনি দক্ষিণ লেবাননে দলটির বিভিন্ন অভিযান পরিচালনায় প্রধান ভূমিকা পালন করে থাকেন। 

হিজবুল্লাহর ডেপুটি নেতা নাইম কাসেম আজ মঙ্গলবার এক বক্তৃতায় বলেন, তাঁর দল এ যুদ্ধে লেবাননের বাইরে নিতে চায় না। তবে, ইসরায়েল যদি তা বাইরে নিতে চায় তাহলে ইসরায়েলকে প্রতিহত করতে এর সর্বোচ্চ জবাব দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত