সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হওয়া এক র্যাবি (ইহুদি ধর্মগুরু) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে ইসরায়েল। রোববার বিবিসি জানিয়েছে, র্যাবির হত্যাকারীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।
এ বিষয়ে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘জিভি কোগানের হত্যাকাণ্ড একটি ইহুদিবিদ্বেষী ও সন্ত্রাসী ঘটনা। ইসরায়েল রাষ্ট্র তার ক্ষমতার সমস্ত সীমা ব্যবহার করে দোষীদের বিচারের আওতায় আনবে।’
বিবিসি জানিয়েছে, র্যাবি জিভি কোগান অর্থোডক্স ইহুদি সংগঠন চাবাদ-এর দূত ছিলেন। গত বৃহস্পতিবার তিনি দুবাই থেকে নিখোঁজ হন। তাঁর নিখোঁজ হওয়ার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল ও মলডোভার যৌথ নাগরিক কোগানের পরিবারের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। কোগানের মরদেহ উদ্ধারের আগে তাঁর পরিত্যক্ত গাড়িটি বাড়ি থেকে এক ঘণ্টার দূরত্বে পাওয়া যায়।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এই হত্যাকাণ্ডকে ‘একটি জঘন্য, ইহুদিবিদ্বেষী হামলা’ বলে অভিহিত করেছেন।
‘চাবাদ’ একটি ধর্মীয় সংগঠন যা ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করে। সংযুক্ত আরব আমিরাতে এই সংগঠনের শাখা হাজার হাজার ইহুদি বাসিন্দা এবং পর্যটকদের নিয়ে কাজ করে।
২৮ বছর বয়সী জিভি কোগান চাবাদ-এর দূত হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ইহুদি জীবনধারা প্রতিষ্ঠা এবং সম্প্রসারণ নিয়ে কাজ করতেন। তিনি দুবাইয়ে একটি সুপারমার্কেটও পরিচালনা করতেন।
উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত সফরের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েল। কর্তৃপক্ষ বলছে, আমিরাতে সন্ত্রাসী কার্যক্রম রয়েছে। এটি ইসরায়েলিদের জন্য একটি সত্যিকারের ঝুঁকি তৈরি করতে পারে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছিল ইসরায়েল। গাজায় ইসরায়েল-হামাসের চলমান সংঘাতেও এই সম্পর্ক বজায় রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হওয়া এক র্যাবি (ইহুদি ধর্মগুরু) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে ইসরায়েল। রোববার বিবিসি জানিয়েছে, র্যাবির হত্যাকারীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।
এ বিষয়ে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘জিভি কোগানের হত্যাকাণ্ড একটি ইহুদিবিদ্বেষী ও সন্ত্রাসী ঘটনা। ইসরায়েল রাষ্ট্র তার ক্ষমতার সমস্ত সীমা ব্যবহার করে দোষীদের বিচারের আওতায় আনবে।’
বিবিসি জানিয়েছে, র্যাবি জিভি কোগান অর্থোডক্স ইহুদি সংগঠন চাবাদ-এর দূত ছিলেন। গত বৃহস্পতিবার তিনি দুবাই থেকে নিখোঁজ হন। তাঁর নিখোঁজ হওয়ার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল ও মলডোভার যৌথ নাগরিক কোগানের পরিবারের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। কোগানের মরদেহ উদ্ধারের আগে তাঁর পরিত্যক্ত গাড়িটি বাড়ি থেকে এক ঘণ্টার দূরত্বে পাওয়া যায়।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এই হত্যাকাণ্ডকে ‘একটি জঘন্য, ইহুদিবিদ্বেষী হামলা’ বলে অভিহিত করেছেন।
‘চাবাদ’ একটি ধর্মীয় সংগঠন যা ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করে। সংযুক্ত আরব আমিরাতে এই সংগঠনের শাখা হাজার হাজার ইহুদি বাসিন্দা এবং পর্যটকদের নিয়ে কাজ করে।
২৮ বছর বয়সী জিভি কোগান চাবাদ-এর দূত হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ইহুদি জীবনধারা প্রতিষ্ঠা এবং সম্প্রসারণ নিয়ে কাজ করতেন। তিনি দুবাইয়ে একটি সুপারমার্কেটও পরিচালনা করতেন।
উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত সফরের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েল। কর্তৃপক্ষ বলছে, আমিরাতে সন্ত্রাসী কার্যক্রম রয়েছে। এটি ইসরায়েলিদের জন্য একটি সত্যিকারের ঝুঁকি তৈরি করতে পারে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছিল ইসরায়েল। গাজায় ইসরায়েল-হামাসের চলমান সংঘাতেও এই সম্পর্ক বজায় রয়েছে।
অবৈধ অভিবাসী আটকে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬৫ জ
৭ ঘণ্টা আগেনিউইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত ক’দিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উড়ছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে—অ্যাস্টোরিয়া। শহরের মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত।
৮ ঘণ্টা আগেপাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালার নিচে পৃথিবীর ভূত্বক যে ধীরে ধীরে খসে পড়ছে বা খোসা ছাড়াচ্ছে, তার বিরল ও শক্তিশালী প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৪০ বছরের ভূমিকম্পের রেকর্ড ঘাঁটতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনেন ভূকম্পবিদ ডেবোরাহ কিলব।
৯ ঘণ্টা আগে