আজকের পত্রিকা ডেস্ক
সমুদ্রে টানা ৫৫ দিন ভেসে থেকে প্রাণে বেঁচে গেছেন পাঁচ জেলে। স্থানীয় সময় শনিবার তাঁদের ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক বন্দরে নিয়ে যাওয়া হয়। একটি টুনা ধরার নৌকা ওই পাঁচজনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইকুয়েডর নৌবাহিনী।
রোববার সিএনএন জানিয়েছে, জেলেদের মধ্যে তিনজন পেরু ও দুজন কলম্বিয়ার নাগরিক। তাঁরা মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে গত ৭ মে ‘আলদো’ নামে একটি ইকুয়েডরিয়ান নৌকা তাদের খুঁজে পায়।
ইকুয়েডর নৌবাহিনী জানিয়েছে, পেরুর রাজধানী লিমার দক্ষিণে পুকুসানা উপসাগর থেকে যাত্রা শুরুর দুই দিনের মাথায় জেলেদের নৌকার অল্টারনেটর বিকল হয়ে পড়েছিল। এর ফলে নৌকার যোগাযোগ ও নেভিগেশন যন্ত্র সব অচল হয়ে যায় এবং নৌকার বিদ্যুৎও বন্ধ হয়ে যায়।
নৌবাহিনীর ফ্রিগেট ক্যাপ্টেন মারিয়া ফারেস অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘তাঁদের নৌকায় স্টার্টার, লাইটসহ ব্যাটারি সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। তাঁরা ইঞ্জিন থেকে মরিচাযুক্ত পানি সংগ্রহ করে পান করতেন এবং যখনই কোনো মাছ চোখে পড়ত, সেটি ধরে আধসেদ্ধ করে খেতেন।’
এ ছাড়া বৃষ্টির পানি ও সামান্য পরিমাণে সাগরের পানিও তাদের বেঁচে থাকার অবলম্বন ছিল।
জেলেরা এখন স্থিতিশীল শারীরিক অবস্থায় আছেন। তাঁদের নিজ নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার জন্য স্থানীয় ও বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে ইকুয়েডর নৌবাহিনী।
এর আগে, চলতি বছরের শুরুর দিকে পেরুর ৬১ বছর বয়সী জেলে মাক্সিমো নাপা একা একা ৯৫ দিন সাগরে ভেসে ছিলেন। পরে তিনিও বেঁচে ফেরেন। নাপাকেও একটি ইকুয়েডরিয়ান নৌকা উদ্ধার করে এবং মার্চের মাঝামাঝি সময়ে তিনি লিমায় ফিরে পরিবারের সঙ্গে মিলিত হন।
সমুদ্রে টানা ৫৫ দিন ভেসে থেকে প্রাণে বেঁচে গেছেন পাঁচ জেলে। স্থানীয় সময় শনিবার তাঁদের ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক বন্দরে নিয়ে যাওয়া হয়। একটি টুনা ধরার নৌকা ওই পাঁচজনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইকুয়েডর নৌবাহিনী।
রোববার সিএনএন জানিয়েছে, জেলেদের মধ্যে তিনজন পেরু ও দুজন কলম্বিয়ার নাগরিক। তাঁরা মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে গত ৭ মে ‘আলদো’ নামে একটি ইকুয়েডরিয়ান নৌকা তাদের খুঁজে পায়।
ইকুয়েডর নৌবাহিনী জানিয়েছে, পেরুর রাজধানী লিমার দক্ষিণে পুকুসানা উপসাগর থেকে যাত্রা শুরুর দুই দিনের মাথায় জেলেদের নৌকার অল্টারনেটর বিকল হয়ে পড়েছিল। এর ফলে নৌকার যোগাযোগ ও নেভিগেশন যন্ত্র সব অচল হয়ে যায় এবং নৌকার বিদ্যুৎও বন্ধ হয়ে যায়।
নৌবাহিনীর ফ্রিগেট ক্যাপ্টেন মারিয়া ফারেস অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘তাঁদের নৌকায় স্টার্টার, লাইটসহ ব্যাটারি সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। তাঁরা ইঞ্জিন থেকে মরিচাযুক্ত পানি সংগ্রহ করে পান করতেন এবং যখনই কোনো মাছ চোখে পড়ত, সেটি ধরে আধসেদ্ধ করে খেতেন।’
এ ছাড়া বৃষ্টির পানি ও সামান্য পরিমাণে সাগরের পানিও তাদের বেঁচে থাকার অবলম্বন ছিল।
জেলেরা এখন স্থিতিশীল শারীরিক অবস্থায় আছেন। তাঁদের নিজ নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার জন্য স্থানীয় ও বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে ইকুয়েডর নৌবাহিনী।
এর আগে, চলতি বছরের শুরুর দিকে পেরুর ৬১ বছর বয়সী জেলে মাক্সিমো নাপা একা একা ৯৫ দিন সাগরে ভেসে ছিলেন। পরে তিনিও বেঁচে ফেরেন। নাপাকেও একটি ইকুয়েডরিয়ান নৌকা উদ্ধার করে এবং মার্চের মাঝামাঝি সময়ে তিনি লিমায় ফিরে পরিবারের সঙ্গে মিলিত হন।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভাতা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে মানুষদের ওপর চালানো ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। নিহতদের মধ্যে ২৩ জনই প্রবীণ। এ হামলায় আহত হয়েছে আরও ১৯ জন।
৩৭ মিনিট আগেমার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৮ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
৮ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
১১ ঘণ্টা আগে