Ajker Patrika

৫ হাজার ৭০০ কোটি রুপির মালিক লোকসভার সবচেয়ে ধনী এমপি কে এই চন্দ্র শেখর

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ জুন ২০২৪, ১০: ১৪
৫ হাজার ৭০০ কোটি রুপির মালিক লোকসভার সবচেয়ে ধনী এমপি কে এই চন্দ্র শেখর

চন্দ্র শেখর পেমমাসানি। তেলেগু দেশম পার্টির হয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। এবারের নির্বাচনে জয়ী হওয়া সবচেয়ে ধনী এমপি এই চন্দ্র শেখর। নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলেও আলোচনা রয়েছে। 

তেলেগু দেশম পার্টির নেতা জয়দেব গাল্লা জানান, মোদির মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর জায়গা পেতে পারেন তিনি। আজ রোববার সন্ধ্যায় তিনি শপথ নিতে যাচ্ছেন। 

চন্দ্রবাবু নাইডুর দলের এই নেতা অন্ধ্র প্রদেশের গুন্টুর নির্বাচনী এলাকায় কিলারি ভেঙ্কটা রোসাইয়াকে ৩ লাখ ৪ হাজার ভোটে পরাজিত করেছেন। জানা যায়, তাঁর সম্পদের পরিমাণ ৫ হাজার ৭০০ কোটি রুপি। 

হলফনামা অনুসারে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের বিশ্লেষণ করা জরিপে দেখা গেছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ হাজার ৩৬০ জন প্রার্থীর মধ্যে চন্দ্র শেখরের সম্পদ সবচেয়ে বেশি। 

চন্দ্র শেখর পেমমাসানির জন্ম অন্ধ্র প্রদেশের গুন্টুরের বুরিপালেম গ্রামে। তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পেনসিলভানিয়ার ড্যানভিলের গাইসিঞ্জার মেডিকেল সেন্টারে তিনি থাকেন। জনস হপকিন্স ইউনিভার্সিটি-সিনাই হাসপাতালে প্রায় পাঁচ বছর কাজ করেছেন চন্দ্র শেখর। 

৪৮ বছর বয়সী এই রাজনীতিবিদ ইউওয়ার্ল্ড নামের একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা এবং সিইও। তিনি টিডিপি এনআরআই সেলের একজন সক্রিয় নেতা ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন সেখানে দলের প্রোগ্রামগুলো সমন্বয় করতেন। 

চন্দ্র শেখর পেমমাসানি মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২০ সালে তরুণ উদ্যোক্তা হিসেবে আর্নস্ট অ্যান্ড ইয়াং অ্যাওয়ার্ড জিতেছেন। তিনি পেমমাসানি ফাউন্ডেশনও প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান স্বাস্থ্য শিবির পরিচালনা করে এবং গুন্টুর ও নরাসারাওপেটের গ্রামে পানি সরবরাহ করে। 

গুন্টুর লোকসভা আসনে তিনি দুবারের সংসদ সদস্য জয়দেব গাল্লার স্থলাভিষিক্ত হন। জয়দেব ২০২৪ সালের জানুয়ারিতে রাজনীতি ছেড়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত