চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভারতে ভ্রমণ করা বিদেশি পর্যটকদের সংখ্যায় শীর্ষে উঠেছে বাংলাদেশ। এ সময় যুক্তরাষ্ট্রের পর এ দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ প্রতিবেশী দেশটি ভ্রমণ করেছেন। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যের বরাতে বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।
গতকাল শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভারতের পর্যটন মন্ত্রণালয় ছয় মাসের পর্যটনের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত ছয় মাসে প্রায় ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছে ২১ দশমিক ৫৫ শতাংশ এবং যুক্তরাষ্ট্র থেকে ১৭ দশমিক ৫৬ শতাংশ পর্যটক।
এই ছয় মাসে বিদেশি পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি, তবে তা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম।
গত জুনে ৭ লাখ ৬ হাজার ৪৫ জন পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের জুনের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে ২০১৯ সালের জুনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম।
গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে যাওয়া পর্যটকের সংখ্যার শীর্ষ তালিকার অন্য দেশগুলো হল— যুক্তরাজ্য (৯ দশমিক ৮২ শতাংশ), কানাডা (৪ দশমিক ৫ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ৩২ শতাংশ)।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভারতে ভ্রমণ করা বিদেশি পর্যটকদের সংখ্যায় শীর্ষে উঠেছে বাংলাদেশ। এ সময় যুক্তরাষ্ট্রের পর এ দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ প্রতিবেশী দেশটি ভ্রমণ করেছেন। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যের বরাতে বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।
গতকাল শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভারতের পর্যটন মন্ত্রণালয় ছয় মাসের পর্যটনের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত ছয় মাসে প্রায় ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছে ২১ দশমিক ৫৫ শতাংশ এবং যুক্তরাষ্ট্র থেকে ১৭ দশমিক ৫৬ শতাংশ পর্যটক।
এই ছয় মাসে বিদেশি পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি, তবে তা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম।
গত জুনে ৭ লাখ ৬ হাজার ৪৫ জন পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের জুনের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে ২০১৯ সালের জুনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম।
গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে যাওয়া পর্যটকের সংখ্যার শীর্ষ তালিকার অন্য দেশগুলো হল— যুক্তরাজ্য (৯ দশমিক ৮২ শতাংশ), কানাডা (৪ দশমিক ৫ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ৩২ শতাংশ)।
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরানের রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়ে উঠেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে এবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেসম্প্রতি দিনের আলোয় জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচকে। এই হত্যার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা কিয়েভবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
৬ ঘণ্টা আগেইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সিরীয় প্রতিরক্ষা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছে।
৭ ঘণ্টা আগেভারতের সর্বোচ্চ সুন্নি ধর্মীয় নেতা শেখ আবুবকর আহমদের হস্তক্ষেপে ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নার্স নিমিষা প্রিয়ার শাস্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ২০১৭ সালে এক ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে নিমিষার মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল আজ বুধবার, ১৬ জুলাই। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ইয়েমেন
৭ ঘণ্টা আগে