Ajker Patrika

২১ দিন পর ভারতের বিএসএফ জওয়ানকে ফিরিয়ে দিল পাকিস্তান

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ মে ২০২৫, ১২: ৫২
বিএসএফ-এর জওয়ান পূর্ণম কুমার শ। ছবি: সংগৃহীত
বিএসএফ-এর জওয়ান পূর্ণম কুমার শ। ছবি: সংগৃহীত

পাকিস্তান সরকার ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কনস্টেবল পূর্ণম কুমার শ’কে ফিরিয়ে দিয়েছে। গত ২৩ এপ্রিল বিএসএফের এই জওয়ান সীমান্ত পার হয়ে পাকিস্তানে চলে গেলে দেশটি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হন। সেই হিসাবে আজ বুধবার দীর্ঘ ২১ দিন পর তাঁকে ফেরত দেওয়া হলো।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আটকের পর থেকে পূর্ণম কুমার শ পাকিস্তান রেঞ্জারসের হেফাজতে ছিলেন। পূর্ণমের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিএসএফের পাঞ্জাব ফ্রন্টিয়ার। এই ফ্রন্টিয়ারের জনসংযোগ কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ‘আজ (স্থানীয় সময় বুধবার) সকাল সাড়ে ১০টায় কনস্টেবল পূর্ণম কুমার শ’কে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে। তাঁকে গ্রহণ করেছে বিএসএফ।’

বিবৃতিতে আরও বলা হয়, কনস্টেবল পূর্ণম কুমার শ গত ২৩ এপ্রিল দুপুর প্রায় ১২টার সময় ফিরোজপুর সেক্টর এলাকায় অপারেশনাল ডিউটিতে ছিলেন। সেই সময় তিনি অজান্তেই পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। পাকিস্তান রেঞ্জারস তাঁকে আটক করেছিল।

আটকের পরপরই বিএসএফের তরফ থেকে পাকিস্তান রেঞ্জারসের সঙ্গে নিয়মিত পতাকা বৈঠকের আহ্বান জানানো হয় এবং একাধিক বৈঠকও অনুষ্ঠিত। এর বাইরে অন্যান্য যোগাযোগমাধ্যম ব্যবহার করেও প্রচেষ্টা চালানো হয়। বিএসএফের নিরন্তর প্রচেষ্টায় ওই কনস্টেবলের প্রত্যাবাসন সম্ভব হয়েছে।

এর আগে, গত ৫ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেন পূর্ণমের আটকের বিষয়টি নিয়ে। পাকিস্তান রেঞ্জারসের হাতে আটক হওয়া ওই জওয়ান পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা। মমতা বলেছিলেন, তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কনস্টেবলের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি।’ তিনি কনস্টেবলের ডাকনাম ‘সাহু’ বলে উল্লেখ করে বলেন, ‘আমাদের দলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যেদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমি চাই তিনি যত দ্রুত সম্ভব উদ্ধার হোন।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা স্পষ্ট জানিয়েছি, অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা ইস্যুতে আমাদের দল সরকারের পাশেই আছে। আমরা এখানে ভাগ করো ও শাসন করো নীতি নিয়ে চলছি না।’

পাঞ্জাবের ফিরোজপুরের কাছে আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার পর পাকিস্তান রেঞ্জারস গত ২৩ এপ্রিল ওই বিএসএফ জওয়ানকে আটক করে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ওই জওয়ান অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন।

বিএসএফ এর আগেও তাদের জওয়ানদের কঠোর নির্দেশিকা জারি করেছিল। সীমান্ত টহলের সময় সতর্ক ও সজাগ থাকতে বলা হয়েছিল। বিএসএফ পাকিস্তানের সঙ্গে ভারতের ৩ হাজার ৩২৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাহারার দায়িত্বে থাকা প্রধান বাহিনী। এই সীমান্ত জম্মু ও কাশ্মীর (এলওসি-এর কিছু অংশসহ), পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট রাজ্যজুড়ে বিস্তৃত। ঐতিহাসিক উত্তেজনা ও চলমান নিরাপত্তা চ্যালেঞ্জের কারণে এই সীমান্ত দেশের অন্যতম স্পর্শকাতর ও উত্তপ্ত সীমান্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত